
ব্রিটিশ–বিরোধী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে এই প্রথম কোনো চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে ‘বীরকন্যা প্রীতিলতা’ চলচ্চিত্রটি বানিয়েছেন প্রদীপ ঘোষ। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায় সিনেমাটি। আগামী ২৫ নভেম্বর ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
শিক্ষার্থীদের জন্য বীরকন্যা প্রীতিলতার হাফপাস চালু করা হয়েছে। আজ রোববার জাতীয় জাদুঘরে ছবিটির মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, ‘নতুন প্রজন্ম যেন প্রীতিলতার আত্মদানের বীরত্বগাথা জানতে পারে, নিজেদের হৃদয়ে শক্তি ও সাহস সঞ্চয় করতে পারে— এ কারণেই এই চলচ্চিত্রটিতে বেশি করে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে চাচ্ছি আমরা। তাই প্রচারণায় শিক্ষার্থীদের জন্য হাফপাস চালু করেছি। এরই মধ্যে আমরা ১ লাখ কুপন ছাপিয়েছি। সেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে। কুপন নিয়ে হলে গেলেই অর্ধেক দামে সিনেমাটি দেখতে পারবেন শিক্ষার্থীরা।’ এ ছাড়া বিকল্প উপায়েও সিনেমাটি দেখানোর ব্যবস্থার কথা ভাবছেন নির্মাতা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। তিনি বলেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে প্রীতিলতা নিজের জীবন উৎসর্গ করেছিলেন। যে ইউরোপিয়ান ক্লাবটি তখন চট্টগ্রামে ছিল, সেই ক্লাবের দেয়ালে, দরজার পাশে লেখা ছিল—কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। এটা প্রীতিলতাকে অনেক বেশি উদ্বুদ্ধ করেছিল ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশ নিতে। প্রীতিলতাকে নিয়ে উপন্যাস লেখার সময় আমি ক্লাবটি দেখতে গিয়েছিলাম। প্রদীপ ঘোষ আমার উপন্যাসটি নিয়ে চলচ্চিত্র তৈরি করেছে, এটা আমার জন্য অনেক বড় কৃতজ্ঞতার জায়গা। আমার মনে হয়, যে কোনো কলেজ-স্কুলে সিনেমাটি দেখানোর ব্যবস্থা করা যেতে পারে। কীভাবে সেই সময় ব্রিটিশবিরোধী আন্দোলনে আমাদের ছেলেমেয়েরা যুক্ত হয়েছিল, এবং আমাদের স্বাধীনতার স্বপ্নকে বড় করে দেখেছিল; এসব কাহিনি আমাদের প্রজন্মকে আলোকিত করবে।’
প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সিনেমার প্রচারণার কাজ শুরু হয়। এরপর ঢাকার প্রচারণা শুরু হয় প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিবিজড়িত ইডেন কলেজ থেকে। আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সিনেমাটির প্রচারণা চলছে।
সিনেমাটিতে প্রীতিলতা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের চরিত্রে মনোজ প্রামাণিক এবং মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করেছেন কামারুজ্জামান তাপু।

ব্রিটিশ–বিরোধী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে এই প্রথম কোনো চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে ‘বীরকন্যা প্রীতিলতা’ চলচ্চিত্রটি বানিয়েছেন প্রদীপ ঘোষ। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায় সিনেমাটি। আগামী ২৫ নভেম্বর ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
শিক্ষার্থীদের জন্য বীরকন্যা প্রীতিলতার হাফপাস চালু করা হয়েছে। আজ রোববার জাতীয় জাদুঘরে ছবিটির মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে নির্মাতা প্রদীপ ঘোষ বলেন, ‘নতুন প্রজন্ম যেন প্রীতিলতার আত্মদানের বীরত্বগাথা জানতে পারে, নিজেদের হৃদয়ে শক্তি ও সাহস সঞ্চয় করতে পারে— এ কারণেই এই চলচ্চিত্রটিতে বেশি করে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে চাচ্ছি আমরা। তাই প্রচারণায় শিক্ষার্থীদের জন্য হাফপাস চালু করেছি। এরই মধ্যে আমরা ১ লাখ কুপন ছাপিয়েছি। সেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে। কুপন নিয়ে হলে গেলেই অর্ধেক দামে সিনেমাটি দেখতে পারবেন শিক্ষার্থীরা।’ এ ছাড়া বিকল্প উপায়েও সিনেমাটি দেখানোর ব্যবস্থার কথা ভাবছেন নির্মাতা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। তিনি বলেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে প্রীতিলতা নিজের জীবন উৎসর্গ করেছিলেন। যে ইউরোপিয়ান ক্লাবটি তখন চট্টগ্রামে ছিল, সেই ক্লাবের দেয়ালে, দরজার পাশে লেখা ছিল—কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। এটা প্রীতিলতাকে অনেক বেশি উদ্বুদ্ধ করেছিল ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশ নিতে। প্রীতিলতাকে নিয়ে উপন্যাস লেখার সময় আমি ক্লাবটি দেখতে গিয়েছিলাম। প্রদীপ ঘোষ আমার উপন্যাসটি নিয়ে চলচ্চিত্র তৈরি করেছে, এটা আমার জন্য অনেক বড় কৃতজ্ঞতার জায়গা। আমার মনে হয়, যে কোনো কলেজ-স্কুলে সিনেমাটি দেখানোর ব্যবস্থা করা যেতে পারে। কীভাবে সেই সময় ব্রিটিশবিরোধী আন্দোলনে আমাদের ছেলেমেয়েরা যুক্ত হয়েছিল, এবং আমাদের স্বাধীনতার স্বপ্নকে বড় করে দেখেছিল; এসব কাহিনি আমাদের প্রজন্মকে আলোকিত করবে।’
প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সিনেমার প্রচারণার কাজ শুরু হয়। এরপর ঢাকার প্রচারণা শুরু হয় প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মৃতিবিজড়িত ইডেন কলেজ থেকে। আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সিনেমাটির প্রচারণা চলছে।
সিনেমাটিতে প্রীতিলতা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের চরিত্রে মনোজ প্রামাণিক এবং মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করেছেন কামারুজ্জামান তাপু।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১৭ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১৭ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৭ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১৭ ঘণ্টা আগে