বিনোদন প্রতিবেদক

ঢাকা: প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম। ‘ডিকশনারি’ নামের ওই সিনেমা বানিয়েছেন অভিনেতা, নির্মাতা ও রাজনীতিবিদ ব্রাত্য বসু। এ বছরের ১২ ফেব্রুয়ারি কলকাতার সিনেমা হলে মুক্তি পায়। এতদিন বাংলাদেশের দর্শকরা অপেক্ষায় ছিলেন সিনেমাটি দেখার। কিন্তু সে সুযোগ ছিল না। এবার মিলবে মোশাররফের ‘ডিকশনারি’ দেখার সুযোগ।
কারন সিনেমাটি দেখা যাবে টিভির পর্দায়। রোববার (২৩ মে) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় জি বাংলায় হবে ‘ডিকশনারি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার।
কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহর দুটি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘ডিকশনারি’। এতে একটি আবাসন প্রতিষ্ঠানের মালিক মকরকান্তি চ্যাটার্জির চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
যার শিক্ষাগত যোগ্যতা অত বেশি নয়। কঠোর দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ছেলেকে শিল্পপতি বানানোর স্বপ্ন দেখেন তিনি। ইংরেজি ভাষার প্রতি মকরের বিশেষ দুর্বলতা আছে। বাংলা ভাষা ও সংস্কৃতিকে অতটা গৌরবের চোখে দেখে না মকর। তাঁর মনে হয়, ভালো ইংরেজি জানা ছাড়া এ সময়ে প্রতিষ্ঠা পাওয়া খুবই কঠিন। ‘ডিকশনারি’ সিনেমায় মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পৌলমী বসু। আরো আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়, নুসরাত জাহান ও মধুরিমা বসাক।
সিনেমাটির সংলাপ-চিত্রনাট্য লিখেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায় ও ব্রাত্য বসু। সংগীত পরিচালনা করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই মোশাররফ অভিনীত ‘ডিকশনারি’ নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার ফিল্ম হিসেবে গৌতম বুদ্ধ পুরস্কার জিতেছে।
দেখুন মোশাররফ করিম অভিনীত ‘ডিকশনারি’র ট্রেলার:
‘ডিকশনারি’র সাফল্যের পর কলকাতার আরো একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মোশাররফ করিম। সিনেমার নাম ‘হুব্বা’। সেটিও বানাবেন ব্রাত্য বসু। ভারতের হুগলির দাউদ ইব্রাহিমখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের গল্প নিয়ে বানানো হবে সিনেমাটি। মূল চরিত্র হুব্বা শ্যামল হয়েই পর্দায় থাকবেন মোশাররফ।
নব্বইয়ের দশকের শেষ দিকে গ্যাংস্টার হুব্বা শ্যামলের আবির্ভাব। তখন হুগলি জেলার অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিল হুব্বা শ্যামল। খুন, অপহরণ, মাদক পাচারের ৩০টি মামলা ছিল তার বিরুদ্ধে। ৭০টা মোবাইল ফোন ব্যবহার করত হুব্বা। লোকসভা নির্বাচনে প্রার্থীও হয়েছিল একবার।
তাঁর ভয়াবহতার গল্পই উঠে আসবে ব্রাত্য বসুর ‘হুব্বা’ সিনেমায়। এর মধ্য দিয়ে নেতিবাচক চরিত্রে হাজির হবে মোশাররফ করিম।

ঢাকা: প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম। ‘ডিকশনারি’ নামের ওই সিনেমা বানিয়েছেন অভিনেতা, নির্মাতা ও রাজনীতিবিদ ব্রাত্য বসু। এ বছরের ১২ ফেব্রুয়ারি কলকাতার সিনেমা হলে মুক্তি পায়। এতদিন বাংলাদেশের দর্শকরা অপেক্ষায় ছিলেন সিনেমাটি দেখার। কিন্তু সে সুযোগ ছিল না। এবার মিলবে মোশাররফের ‘ডিকশনারি’ দেখার সুযোগ।
কারন সিনেমাটি দেখা যাবে টিভির পর্দায়। রোববার (২৩ মে) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় জি বাংলায় হবে ‘ডিকশনারি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার।
কথাসাহিত্যিক বুদ্ধদেব গুহর দুটি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘ডিকশনারি’। এতে একটি আবাসন প্রতিষ্ঠানের মালিক মকরকান্তি চ্যাটার্জির চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
যার শিক্ষাগত যোগ্যতা অত বেশি নয়। কঠোর দারিদ্রের বিরুদ্ধে লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ছেলেকে শিল্পপতি বানানোর স্বপ্ন দেখেন তিনি। ইংরেজি ভাষার প্রতি মকরের বিশেষ দুর্বলতা আছে। বাংলা ভাষা ও সংস্কৃতিকে অতটা গৌরবের চোখে দেখে না মকর। তাঁর মনে হয়, ভালো ইংরেজি জানা ছাড়া এ সময়ে প্রতিষ্ঠা পাওয়া খুবই কঠিন। ‘ডিকশনারি’ সিনেমায় মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পৌলমী বসু। আরো আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়, নুসরাত জাহান ও মধুরিমা বসাক।
সিনেমাটির সংলাপ-চিত্রনাট্য লিখেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায় ও ব্রাত্য বসু। সংগীত পরিচালনা করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই মোশাররফ অভিনীত ‘ডিকশনারি’ নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার ফিল্ম হিসেবে গৌতম বুদ্ধ পুরস্কার জিতেছে।
দেখুন মোশাররফ করিম অভিনীত ‘ডিকশনারি’র ট্রেলার:
‘ডিকশনারি’র সাফল্যের পর কলকাতার আরো একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মোশাররফ করিম। সিনেমার নাম ‘হুব্বা’। সেটিও বানাবেন ব্রাত্য বসু। ভারতের হুগলির দাউদ ইব্রাহিমখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনের গল্প নিয়ে বানানো হবে সিনেমাটি। মূল চরিত্র হুব্বা শ্যামল হয়েই পর্দায় থাকবেন মোশাররফ।
নব্বইয়ের দশকের শেষ দিকে গ্যাংস্টার হুব্বা শ্যামলের আবির্ভাব। তখন হুগলি জেলার অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিল হুব্বা শ্যামল। খুন, অপহরণ, মাদক পাচারের ৩০টি মামলা ছিল তার বিরুদ্ধে। ৭০টা মোবাইল ফোন ব্যবহার করত হুব্বা। লোকসভা নির্বাচনে প্রার্থীও হয়েছিল একবার।
তাঁর ভয়াবহতার গল্পই উঠে আসবে ব্রাত্য বসুর ‘হুব্বা’ সিনেমায়। এর মধ্য দিয়ে নেতিবাচক চরিত্রে হাজির হবে মোশাররফ করিম।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই নতুন বছরে সুখে থাকুক, দেশে শান্তি ফিরে আসুক। খুব করে চাই, দেশের অবস্থা যেন স্বাভাবিক হয়। আমরা সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারি। ব্যক্তিজীবনে খুব শান্তিপূর্ণ জীবন যাপন করি। এটা সম্ভব হয়েছে আমার পরিবার এবং আশপাশের মানুষদের জন্য।
৮ ঘণ্টা আগে
ছেলের অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সেখান থেকেই নিয়মিত গান করছেন তিনি। নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীর জন্য গান লিখছেন, সুর করছেন। এবার তিনি সুর করলেন মৌমিতা বড়ুয়ার একটি গানের। শিরোনাম ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’।
৮ ঘণ্টা আগে
আজ বছরের প্রথম দিন মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। গ্রামের দুই পরিবারের বৈরিতার গল্পে ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। রচনা করেছেন বৃন্দাবন দাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি...
৮ ঘণ্টা আগে
হলিউডের জন্য ২০২৬ সালটি হতে চলেছে একটি সমৃদ্ধ বছর। হরর, অ্যানিমেশন, সুপারহিরো, অ্যাকশন, ঐতিহাসিক—নানা জনরার সিনেমা মুক্তি পাবে হলিউডে। যারা ভৌতিক গল্পের ভক্ত, তাদের জন্য যেমন রয়েছে ‘স্ক্রিম ৭’, ‘রেডি অর নট ২’, ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার: দ্য বোন টেম্পল’-এর মতো সিনেমা, তেমনি রোমান্টিক গল্পের...
৮ ঘণ্টা আগে