বিনোদন প্রতিবেদক

ঢাকা: কথা ছিল ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তানজিয়া জামান মিথিলা। সে অনুযায়ী মূল প্রতিযোগিতার ওয়েবসাইটে উঠেছিল তার নাম। ভোট দেওয়ারও সুযোগ ছিল। কিন্তু মঙ্গলবার (২০ এপ্রিল) মিস ইউনিভার্সের ওয়েবসাইট ঘুরে কোথাও মিথিলার নাম খুঁজে পাওয়া যায়নি।
অন্যদিকে মিস ইউনিভার্স আয়োজনের বাংলাদেশ অংশের পরিচালক শফিক ইসলাম বলেন, ‘লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আমরা এবার মূল আয়োজনে অংশ নিতে পারছি না। সেটা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। যাওয়ার আগে আমাদের বেশ কিছু প্রস্তুতিও নিতে হতো, সেগুলো এই লকডাউনের ভেতরে নেওয়া সম্ভব হচ্ছে না। এটাও অন্যতম কারণ।’
এতকিছুর পর মিস ইউনিভার্স বাংলাদেশে খেতাব পেয়ে মূল প্রতিযোগিতায় অংশ নিতে না পেরে খারাপ লাগছে বলে জানিয়েছেন মিথিলা।
তিনি বলেন, ‘অনেককিছু করার ছিল। কিন্তু পরিস্থিতির কারণে যেতে পারছি না। বেশ খারাপ লাগছে। তবে আমি বিশ্বাস করি, একটা পথ বন্ধ হলেও হাজারটা পথে খুলে যায়। ভবিষ্যতে নিশ্চয়ই অনেক কিছু অপেক্ষা করছে।’ প্রায় পাঁচ হাজার প্রতিযোগী টপকে মিথিলার মাথায় ওঠে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’র মুকুট।
আগামী মে তে যুক্তরাষ্ট্রে ৬৯ তম মিস ইউনিভার্স-২০২০ প্রতিযোগিতার মূল আয়োজন উদ্বোধন করা হবে। সেখানে বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশ নেওয়ার কথা ছিল মিথিলার।

ঢাকা: কথা ছিল ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তানজিয়া জামান মিথিলা। সে অনুযায়ী মূল প্রতিযোগিতার ওয়েবসাইটে উঠেছিল তার নাম। ভোট দেওয়ারও সুযোগ ছিল। কিন্তু মঙ্গলবার (২০ এপ্রিল) মিস ইউনিভার্সের ওয়েবসাইট ঘুরে কোথাও মিথিলার নাম খুঁজে পাওয়া যায়নি।
অন্যদিকে মিস ইউনিভার্স আয়োজনের বাংলাদেশ অংশের পরিচালক শফিক ইসলাম বলেন, ‘লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে আমরা এবার মূল আয়োজনে অংশ নিতে পারছি না। সেটা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। যাওয়ার আগে আমাদের বেশ কিছু প্রস্তুতিও নিতে হতো, সেগুলো এই লকডাউনের ভেতরে নেওয়া সম্ভব হচ্ছে না। এটাও অন্যতম কারণ।’
এতকিছুর পর মিস ইউনিভার্স বাংলাদেশে খেতাব পেয়ে মূল প্রতিযোগিতায় অংশ নিতে না পেরে খারাপ লাগছে বলে জানিয়েছেন মিথিলা।
তিনি বলেন, ‘অনেককিছু করার ছিল। কিন্তু পরিস্থিতির কারণে যেতে পারছি না। বেশ খারাপ লাগছে। তবে আমি বিশ্বাস করি, একটা পথ বন্ধ হলেও হাজারটা পথে খুলে যায়। ভবিষ্যতে নিশ্চয়ই অনেক কিছু অপেক্ষা করছে।’ প্রায় পাঁচ হাজার প্রতিযোগী টপকে মিথিলার মাথায় ওঠে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’র মুকুট।
আগামী মে তে যুক্তরাষ্ট্রে ৬৯ তম মিস ইউনিভার্স-২০২০ প্রতিযোগিতার মূল আয়োজন উদ্বোধন করা হবে। সেখানে বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশ নেওয়ার কথা ছিল মিথিলার।

গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
৩১ মিনিট আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
৭ ঘণ্টা আগে
মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১৮ ঘণ্টা আগে
আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
১ দিন আগে