Ajker Patrika

অসম বয়সের প্রেমের গল্পে শুভশ্রী-ঋদ্ধি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১৯: ০১
অসম বয়সের প্রেমের গল্পে শুভশ্রী-ঋদ্ধি

জানা গেল কবে মুক্তি পেতে চলেছে ঋদ্ধি সেন অভিনীত আলোচিত ‍ছবি ‘বিসমিল্লাহ’। এই ছবি পরিচালনা করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ‘কেদারা’র পর ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় দ্বিতীয় ছবি ‘বিসমিল্লাহ’। ঋদ্ধির সঙ্গে এই ছবিতে জুটি হচ্ছেন শুভশ্রী।

প্রথমবার ঋদ্ধি-শুভশ্রী জুটিকে বড়পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন সিনেমাপ্রেমীরা। আগামী বছর জন্মাষ্টমীর দিন অর্থাৎ ২০২২ সালের ১৯শে আগস্ট মুক্তি পাবে ‘বিসমিল্লাহ’। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা ঋদ্ধি সেন। নামই অনেকখানি আভাস দেয় এই ছবির কাহিনির। মুসলিম পরিবারের এক ছেলের গল্প বলবে বিসমিল্লাহ। যার জীবনের ধ্যানজ্ঞান একটি বাদ্যযন্ত্র। আর ছবির নাম বিসমিল্লাহ যখন , তখন বুঝে নিতে অসুবিধা হয় না সেই বাদ্যযন্ত্রের নাম সানাই। সানাইয়ের সুর কেমনভাবে সম্পর্ক গড়বে ঋদ্ধি-শুভশ্রীর, সেটাই এখন দেখার। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেন,‘বিসমিল্লাহ-ফাতিমার প্রেম অসম বয়সী। বয়সে বড় ফাতিমার বিয়ে হবে অন্য কারো সঙ্গে, তবে বিসমিল্লাহর ভালোবাসা বদলাবে না’। ছবিতে ফাতিমার চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

ছবির পোস্টার ও ঋদ্ধিসংগীত, সাম্প্রদায়িক সম্প্রীতি আর অসমবয়সী প্রেমের গল্প নিয়ে এই ছবি। ঋদ্ধি-শুভশ্রী ছাড়াও বিসমিল্লাহতে থাকছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, বিদীপ্তা চক্রবর্তী, লামা হালদার, অম্বরীশ ভট্টাচার্য, দামিনী বসু, দেবপ্রতিম দাশগুপ্ত, ঋতব্রত মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়রা।

করোনা পূর্ববর্তী সময়েই ছবির শুটিং শেষ হয়েছে, তবে ছবির মুক্তি বেশ খানিকটা পিছিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত