
দক্ষিণ কোরিয়ার ‘ইটস ওকে টু নট বি ওকে’ খ্যাত জনপ্রিয় অভিনেতা ওহ জাং সে’র গাড়ির ধাক্কায় এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। ইন্ডিয়া টুডে জানিয়েছে, অভিনেতার গাড়িটি কৃষিযান কালটিভেটরের সঙ্গে ধাক্কা খাওয়ায় এই প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন অভিনেতার ড্রাইভার।
ওহ জাংয়ের এজেন্সি দুর্ঘটনার ব্যাপারে মুখ খুলেছে। অফিশিয়াল এক বিবৃতিতে বলা হয়েছে, ‘১৮ অক্টোবর আমাদের কোম্পানির গাড়িটির দুর্ঘটনার সংবাদ জানার পর, সিইও এবং অন্যান্য কর্মচারী দুর্ঘটনাস্থলে যান। গাড়িটির চালককে পুলিশ হেফাজতে এবং অভিনেতা ওহ জং সে, যিনি গাড়ির যাত্রী ছিলেন, তাঁকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’
বিবৃতিতে আরও জানানো হয়, ‘আমরা চালকের কথা শুনেছি এবং দুর্ঘটনার সময়কার ভিডিও ফুটেজ দেখেছি। দুর্ঘটনার তীব্রতা নিয়ে ভেবে কালক্ষেপণ না করে আমরা দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিকে বাঁচাতে বেশি গুরুত্ব দিয়েছিলাম। তবে সব অর্থহীন হয়ে যায় যখন একজনের মৃত্যু হয়। তারপরে, আমরা আহতদের গুরুত্ব দিয়েছিলাম।’
এরপর আরও বলা হয়, ‘আমাদের অভিনেতা, যিনি এই দুর্ঘটনায় একজন যাত্রী ছিলেন, তাঁকে আলোচনার কেন্দ্রে না রেখে বরং মৃতের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত। যেহেতু চালক আমাদের কোম্পানির একজন কর্মচারী ছিলেন এবং এই ঘটনা যখন ঘটেছিল, তখন তিনি চাকরিতে ছিলেন, তাই আমরা আইনিভাবে দায়বদ্ধ থাকব এবং দায়িত্ব নেব।’
প্রসঙ্গত, ওহ জাং সের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর থেকেই নানা গুজব ছড়িয়ে পড়তে থাকে। কেউ কেউ ভাবতে শুরু করেন, ঘটনার সময় অভিনেতাই গাড়ি চালাচ্ছিলেন। আবার অভিনেতা আঘাত পেয়েছেন কি না, তা নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা।

দক্ষিণ কোরিয়ার ‘ইটস ওকে টু নট বি ওকে’ খ্যাত জনপ্রিয় অভিনেতা ওহ জাং সে’র গাড়ির ধাক্কায় এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। ইন্ডিয়া টুডে জানিয়েছে, অভিনেতার গাড়িটি কৃষিযান কালটিভেটরের সঙ্গে ধাক্কা খাওয়ায় এই প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন অভিনেতার ড্রাইভার।
ওহ জাংয়ের এজেন্সি দুর্ঘটনার ব্যাপারে মুখ খুলেছে। অফিশিয়াল এক বিবৃতিতে বলা হয়েছে, ‘১৮ অক্টোবর আমাদের কোম্পানির গাড়িটির দুর্ঘটনার সংবাদ জানার পর, সিইও এবং অন্যান্য কর্মচারী দুর্ঘটনাস্থলে যান। গাড়িটির চালককে পুলিশ হেফাজতে এবং অভিনেতা ওহ জং সে, যিনি গাড়ির যাত্রী ছিলেন, তাঁকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’
বিবৃতিতে আরও জানানো হয়, ‘আমরা চালকের কথা শুনেছি এবং দুর্ঘটনার সময়কার ভিডিও ফুটেজ দেখেছি। দুর্ঘটনার তীব্রতা নিয়ে ভেবে কালক্ষেপণ না করে আমরা দুর্ঘটনার কবলে পড়া ব্যক্তিকে বাঁচাতে বেশি গুরুত্ব দিয়েছিলাম। তবে সব অর্থহীন হয়ে যায় যখন একজনের মৃত্যু হয়। তারপরে, আমরা আহতদের গুরুত্ব দিয়েছিলাম।’
এরপর আরও বলা হয়, ‘আমাদের অভিনেতা, যিনি এই দুর্ঘটনায় একজন যাত্রী ছিলেন, তাঁকে আলোচনার কেন্দ্রে না রেখে বরং মৃতের প্রতি আমাদের সম্মান দেখানো উচিত। যেহেতু চালক আমাদের কোম্পানির একজন কর্মচারী ছিলেন এবং এই ঘটনা যখন ঘটেছিল, তখন তিনি চাকরিতে ছিলেন, তাই আমরা আইনিভাবে দায়বদ্ধ থাকব এবং দায়িত্ব নেব।’
প্রসঙ্গত, ওহ জাং সের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর থেকেই নানা গুজব ছড়িয়ে পড়তে থাকে। কেউ কেউ ভাবতে শুরু করেন, ঘটনার সময় অভিনেতাই গাড়ি চালাচ্ছিলেন। আবার অভিনেতা আঘাত পেয়েছেন কি না, তা নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
৭ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
৭ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৭ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৭ ঘণ্টা আগে