
চেঙ্গিজ সিনেমার সাফল্যের পর এবার আসছে নতুন চমক। জিৎ অভিনীত অন্যতম সুপারহিট সিনেমা সিরিজ ‘বস’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি আসতে যাচ্ছে তাঁর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদন জানিয়েছে ‘বস ৩’ সিনেমার জন্য গোপনে প্রস্তুতি নিচ্ছেন জিৎ।
‘বস’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। ‘বস: বর্ন টু রুল’ শিরোনামের সিনেমাটির মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল জিৎ, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এরপর ২০১৭ সালে মুক্তি পায় ‘বস ২’ সিনেমাটি। সেখানেও প্রধান ভূমিকায় ছিলেন এই দুজনই। তাঁদের সঙ্গে এই ছবিতে ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত, নুসরাত ফারিয়া। এবার সিরিজের তৃতীয় সিনেমাটি আসতে পারে।
প্রতিবেদনটি থেকে জানা গেছে ‘বস ৩’ সিনেমাটির পরিচালকের দায়িত্বে থাকবেন বাবা যাদব। যদিও সিনেমাটি বানানোর আগে অন্য একটি প্রজেক্ট সারবেন বাবা যাদব। যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহানকে নিয়ে একটি নতুন সিনেমা বানাতে চলেছেন তিনি। আর সেই ছবিটিও একটি বাণিজ্যিক ঘরানার হবে।
প্রসঙ্গত, নুসরাত এবং যশ দুজনেই এতদিন ‘শিকার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। যশকে এই বছর ‘ইয়ারিয়া ২’ সিনেমায় দেখা যাবে।অন্যদিকে জিৎ এবং সুস্মিতা অভিনীত ‘চেঙ্গিজ’ সিনেমাটি ইদে মুক্তি পায়। মাফিয়া জগতের কালো দিক নিয়ে তৈরি এই ছবির গল্প।
অ্যাকশনে ভরপুর থ্রিলার এই ছবির প্রযোজক জিৎ নিজেই। ছবিতে জিৎ এর বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায়। এর আগেও সুস্মিতাকে দেখা গেছে জিৎ-এর সঙ্গে। ছবিতে এক পুলিশ অফিসারের চরিত্রে বলিউড অভিনেতা রাহুল বোস রায়। ছবিতে জিৎ-কে দেখা গিয়েছে আন্ডারওয়ার্ল্ডের ডন এর লুকে। চেকার্ড স্যুট, সিগার হাতে অভিনেতার এই লুক মন কেড়েছে দর্শকের। তেমনই ছবিতে জিৎ-সুস্মিতার রসায়নও মন কেড়েছে। দিন যত এগোচ্ছে ততই 'চেঙ্গিজ' ছড়িয়ে পড়ছে দর্শকদের হৃদয়ে। যা বাংলা ছবির জন্য ভালো একটি দিক।

চেঙ্গিজ সিনেমার সাফল্যের পর এবার আসছে নতুন চমক। জিৎ অভিনীত অন্যতম সুপারহিট সিনেমা সিরিজ ‘বস’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি আসতে যাচ্ছে তাঁর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদন জানিয়েছে ‘বস ৩’ সিনেমার জন্য গোপনে প্রস্তুতি নিচ্ছেন জিৎ।
‘বস’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। ‘বস: বর্ন টু রুল’ শিরোনামের সিনেমাটির মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল জিৎ, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এরপর ২০১৭ সালে মুক্তি পায় ‘বস ২’ সিনেমাটি। সেখানেও প্রধান ভূমিকায় ছিলেন এই দুজনই। তাঁদের সঙ্গে এই ছবিতে ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত, নুসরাত ফারিয়া। এবার সিরিজের তৃতীয় সিনেমাটি আসতে পারে।
প্রতিবেদনটি থেকে জানা গেছে ‘বস ৩’ সিনেমাটির পরিচালকের দায়িত্বে থাকবেন বাবা যাদব। যদিও সিনেমাটি বানানোর আগে অন্য একটি প্রজেক্ট সারবেন বাবা যাদব। যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহানকে নিয়ে একটি নতুন সিনেমা বানাতে চলেছেন তিনি। আর সেই ছবিটিও একটি বাণিজ্যিক ঘরানার হবে।
প্রসঙ্গত, নুসরাত এবং যশ দুজনেই এতদিন ‘শিকার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। যশকে এই বছর ‘ইয়ারিয়া ২’ সিনেমায় দেখা যাবে।অন্যদিকে জিৎ এবং সুস্মিতা অভিনীত ‘চেঙ্গিজ’ সিনেমাটি ইদে মুক্তি পায়। মাফিয়া জগতের কালো দিক নিয়ে তৈরি এই ছবির গল্প।
অ্যাকশনে ভরপুর থ্রিলার এই ছবির প্রযোজক জিৎ নিজেই। ছবিতে জিৎ এর বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায়। এর আগেও সুস্মিতাকে দেখা গেছে জিৎ-এর সঙ্গে। ছবিতে এক পুলিশ অফিসারের চরিত্রে বলিউড অভিনেতা রাহুল বোস রায়। ছবিতে জিৎ-কে দেখা গিয়েছে আন্ডারওয়ার্ল্ডের ডন এর লুকে। চেকার্ড স্যুট, সিগার হাতে অভিনেতার এই লুক মন কেড়েছে দর্শকের। তেমনই ছবিতে জিৎ-সুস্মিতার রসায়নও মন কেড়েছে। দিন যত এগোচ্ছে ততই 'চেঙ্গিজ' ছড়িয়ে পড়ছে দর্শকদের হৃদয়ে। যা বাংলা ছবির জন্য ভালো একটি দিক।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১৬ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৬ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১৬ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১৮ ঘণ্টা আগে