নিজস্ব প্রতিবেদক

কলকাতা: করোনার টিকা নিয়ে সমস্যায় রয়েছেন অভিনেত্রী ও ভারতের জাতীয় সংসদ সদস্য মিমি চক্রবর্তী। কারণ ভুয়া টিকা দেওয়া হয়েছে তাঁকে। সেই সঙ্গে উঠে এসেছে ভুয়া আমলার কীর্তিকলাপও।
পশ্চিমবঙ্গে এখন খুব পরিচিত নাম দেবাঞ্জন দেব। ইতোমধ্যেই প্রতারণার মাধ্যমে বহু মানুষকে ঠকিয়েছে সে। বাদ যায়নি তাঁর বান্ধবী বা পরিবারের নিকট আত্মীয়রাও। শেষমেষ পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি।
দেবাঞ্জন কিছুদিন আগে বেশ কয়েকটি টিকা করণের শিবিরের আয়োজন করে। কলকাতার কসবায় এমনই একটি টিকাকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে গিয়েছিলেন মিমি।
সাধারণ মানুষকে টিকা নিতে দেখে তিনি নিজেও করোনার টিকা নেন। কিন্তু টিকা নেওয়ার পর তাঁর মুঠোফোনে কোনও ম্যাসেজ না আসায় সন্দেহ হয় এমপি মিমির। সেই সন্দেহ থেকেই ধরা পড়ে টিকা জালিয়াতি।
নিজেকে উচ্চপদস্থ সরকারি আমলা পরিচয় দিয়ে জালিয়াতির আশ্রয় নিয়েছিল দেবাঞ্জন। করোনার ভ্যাক্সিনের বদলে বিভিন্ন ওষুধ পানিতে মিশিয়ে মানুষের শরীরে টিকা হিসাবে দেওয়া হয়।
মিমির কারণেই বড় ধরনের জালিয়াতি প্রকাশ্যে আসে। গ্রেপ্তার হয় দেবাঞ্জন। কিন্তু মানুষের মনে আতঙ্ক বাড়তে থাকে। কারণ অনেকেই দেবাঞ্জনের খপ্পরে পড়ে জাল টিকা নিয়েছেন।
এখনও শারীরিকভাবে কোনও বিপর্যয় হয়নি টিকা গ্রহীতাদের। রাজ্য সরকার ও কলকাতা পুরসভার তরফে স্বাস্থ্য পরীক্ষার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দেবাঞ্জনকে নিয়ে রাজ্য রাজনীতিও বেশ সরগরম।
এরই মধ্যেই মামলা পৌঁছিয়েছে কলকাতা হাইকোর্টে। বিজেপির দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করাতে হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জাল টিকা কাণ্ডে বিজেপির ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
এই অবস্থায় মিমি সামাজিক গণমাধ্যমে লিখেছেন, খারাপ সময় খুব ভালো করে টের পাচ্ছি। আমি শারীরিক ও মানসিক যন্ত্রণার শিকার। সেই সঙ্গে শুভানুধ্যায়ীদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।

কলকাতা: করোনার টিকা নিয়ে সমস্যায় রয়েছেন অভিনেত্রী ও ভারতের জাতীয় সংসদ সদস্য মিমি চক্রবর্তী। কারণ ভুয়া টিকা দেওয়া হয়েছে তাঁকে। সেই সঙ্গে উঠে এসেছে ভুয়া আমলার কীর্তিকলাপও।
পশ্চিমবঙ্গে এখন খুব পরিচিত নাম দেবাঞ্জন দেব। ইতোমধ্যেই প্রতারণার মাধ্যমে বহু মানুষকে ঠকিয়েছে সে। বাদ যায়নি তাঁর বান্ধবী বা পরিবারের নিকট আত্মীয়রাও। শেষমেষ পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি।
দেবাঞ্জন কিছুদিন আগে বেশ কয়েকটি টিকা করণের শিবিরের আয়োজন করে। কলকাতার কসবায় এমনই একটি টিকাকরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে গিয়েছিলেন মিমি।
সাধারণ মানুষকে টিকা নিতে দেখে তিনি নিজেও করোনার টিকা নেন। কিন্তু টিকা নেওয়ার পর তাঁর মুঠোফোনে কোনও ম্যাসেজ না আসায় সন্দেহ হয় এমপি মিমির। সেই সন্দেহ থেকেই ধরা পড়ে টিকা জালিয়াতি।
নিজেকে উচ্চপদস্থ সরকারি আমলা পরিচয় দিয়ে জালিয়াতির আশ্রয় নিয়েছিল দেবাঞ্জন। করোনার ভ্যাক্সিনের বদলে বিভিন্ন ওষুধ পানিতে মিশিয়ে মানুষের শরীরে টিকা হিসাবে দেওয়া হয়।
মিমির কারণেই বড় ধরনের জালিয়াতি প্রকাশ্যে আসে। গ্রেপ্তার হয় দেবাঞ্জন। কিন্তু মানুষের মনে আতঙ্ক বাড়তে থাকে। কারণ অনেকেই দেবাঞ্জনের খপ্পরে পড়ে জাল টিকা নিয়েছেন।
এখনও শারীরিকভাবে কোনও বিপর্যয় হয়নি টিকা গ্রহীতাদের। রাজ্য সরকার ও কলকাতা পুরসভার তরফে স্বাস্থ্য পরীক্ষার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দেবাঞ্জনকে নিয়ে রাজ্য রাজনীতিও বেশ সরগরম।
এরই মধ্যেই মামলা পৌঁছিয়েছে কলকাতা হাইকোর্টে। বিজেপির দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করাতে হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জাল টিকা কাণ্ডে বিজেপির ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
এই অবস্থায় মিমি সামাজিক গণমাধ্যমে লিখেছেন, খারাপ সময় খুব ভালো করে টের পাচ্ছি। আমি শারীরিক ও মানসিক যন্ত্রণার শিকার। সেই সঙ্গে শুভানুধ্যায়ীদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৯ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৯ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৯ ঘণ্টা আগে