যশোর প্রতিনিধি

মুক্তির প্রথম দিনে যশোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার বিশেষ প্রদর্শনী হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ৩টায় যশোরের মণিহার সিনেমা হলে এ প্রদর্শনীর আয়োজন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য শাহীন চাকলাদার। হাজারের বেশি দর্শক সিনেমাটি উপভোগ করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, ‘পৃথিবীর অনেক বরেণ্য রাজনীতিবিদ, স্বাধীনতা আন্দোলনের নেতাদের নিয়ে সিনেমা নির্মিত হয়েছে। এর মাধ্যমে সেসব দেশের মানুষসহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ তাদের নেতাদের সম্পর্কে জানতে পারছেন। মুজিব: একটি জাতির রূপকার—সিনেমার মাধ্যমেও এ দেশের বিভিন্ন শ্রেণির মানুষ জাতির পিতা শেখ মুজিবকে জানতে পারবে।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে যারা না জানেন তারা এই সিনেমা দেখে জানতে পারবেন। এই সিনেমা দেখে যেন বঙ্গবন্ধুর সম্পর্কে সবাই অবগত হতে পারেন সে জন্য দেখার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতা–কর্মীরা প্রায় প্রতিদিনই সাধারণ মানুষদের নিয়ে হলে এসে সিনেমা দেখবেন।’
নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও দেশের সঠিক ইতিহাস জানাতে অভিভাবকদের হলে এসে সিনেমাটি দেখার আহ্বান জানান এমপি চাকলাদার।
হলের ব্যবস্থাপক তোফাজ্জেল হোসেন বলেন, ‘বাংলাদেশের জন্মের ইতিহাস নির্ভর সিনেমা মুজিব: একটি জাতির রূপকার। এমন একটি সিনেমা হলে প্রদর্শিত করতে পেরে নিজেরা গর্ববোধ করছি।’ নিজের দেশ ও দেশের সঠিক ইতিহাস জানতে সিনেমা হলে এসে সিনেমা দেখার জন্য নতুন প্রজন্মকে অনুরোধ করেন তিনি।
দুরন্ত এক কিশোরের গল্প দিয়ে শুরু হয়েছে এই চলচ্চিত্র। কিশোরটি থাকে গ্রামে। সারাক্ষণ খেলা আর বন্ধুদের নিয়ে মেতে থাকে। বন্ধুদের হয়ে কখনো প্রতিবাদ করতে গিয়ে জড়িয়ে পড়ে মারামারিতে। বাবার কাছে নানা অভিযোগ আসতে থাকে। কিন্তু কিশোর অন্যায়কে মেনে নেয় না। অধিকার নিয়ে কথা বলতে গিয়েই একসময় কিশোর মুজিব জড়িয়ে যান রাজনীতিতে। অংশ নেন ভাষা আন্দোলনে। যুক্ত হন রাজনীতিতে। গণ–অভ্যুত্থান থেকে মুক্তিযুদ্ধের ডাক—ইতিহাসের সেসব ঘটনা উঠে এসেছে সিনেমায়। রাজনীতির বাইরের বঙ্গবন্ধুও আছেন সিনেমায়। পর্দায় দেখা যাবে তাঁর ব্যক্তিগত জীবনের নানা অজানা গল্প।
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি নির্মাণ করেছেন ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। চিত্রনাট্য রচনা করেছেন শামা জাইদি ও অতুল তিওয়ারি। ২০২১ সালের ২১ জানুয়ারি সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হয়। এটি নির্মাণের বাজেট ছিল ৮৩ কোটি টাকা। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশের এফডিসি ও ভারতের এনএফডিসি। এটি বাংলা, হিন্দি ও ইংরেজি তিনটি ভাষায় করা হয়েছে। সিনেমার ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ৫৮ মিনিট।

মুক্তির প্রথম দিনে যশোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার বিশেষ প্রদর্শনী হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ৩টায় যশোরের মণিহার সিনেমা হলে এ প্রদর্শনীর আয়োজন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য শাহীন চাকলাদার। হাজারের বেশি দর্শক সিনেমাটি উপভোগ করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, ‘পৃথিবীর অনেক বরেণ্য রাজনীতিবিদ, স্বাধীনতা আন্দোলনের নেতাদের নিয়ে সিনেমা নির্মিত হয়েছে। এর মাধ্যমে সেসব দেশের মানুষসহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ তাদের নেতাদের সম্পর্কে জানতে পারছেন। মুজিব: একটি জাতির রূপকার—সিনেমার মাধ্যমেও এ দেশের বিভিন্ন শ্রেণির মানুষ জাতির পিতা শেখ মুজিবকে জানতে পারবে।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে যারা না জানেন তারা এই সিনেমা দেখে জানতে পারবেন। এই সিনেমা দেখে যেন বঙ্গবন্ধুর সম্পর্কে সবাই অবগত হতে পারেন সে জন্য দেখার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতা–কর্মীরা প্রায় প্রতিদিনই সাধারণ মানুষদের নিয়ে হলে এসে সিনেমা দেখবেন।’
নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও দেশের সঠিক ইতিহাস জানাতে অভিভাবকদের হলে এসে সিনেমাটি দেখার আহ্বান জানান এমপি চাকলাদার।
হলের ব্যবস্থাপক তোফাজ্জেল হোসেন বলেন, ‘বাংলাদেশের জন্মের ইতিহাস নির্ভর সিনেমা মুজিব: একটি জাতির রূপকার। এমন একটি সিনেমা হলে প্রদর্শিত করতে পেরে নিজেরা গর্ববোধ করছি।’ নিজের দেশ ও দেশের সঠিক ইতিহাস জানতে সিনেমা হলে এসে সিনেমা দেখার জন্য নতুন প্রজন্মকে অনুরোধ করেন তিনি।
দুরন্ত এক কিশোরের গল্প দিয়ে শুরু হয়েছে এই চলচ্চিত্র। কিশোরটি থাকে গ্রামে। সারাক্ষণ খেলা আর বন্ধুদের নিয়ে মেতে থাকে। বন্ধুদের হয়ে কখনো প্রতিবাদ করতে গিয়ে জড়িয়ে পড়ে মারামারিতে। বাবার কাছে নানা অভিযোগ আসতে থাকে। কিন্তু কিশোর অন্যায়কে মেনে নেয় না। অধিকার নিয়ে কথা বলতে গিয়েই একসময় কিশোর মুজিব জড়িয়ে যান রাজনীতিতে। অংশ নেন ভাষা আন্দোলনে। যুক্ত হন রাজনীতিতে। গণ–অভ্যুত্থান থেকে মুক্তিযুদ্ধের ডাক—ইতিহাসের সেসব ঘটনা উঠে এসেছে সিনেমায়। রাজনীতির বাইরের বঙ্গবন্ধুও আছেন সিনেমায়। পর্দায় দেখা যাবে তাঁর ব্যক্তিগত জীবনের নানা অজানা গল্প।
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি নির্মাণ করেছেন ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। চিত্রনাট্য রচনা করেছেন শামা জাইদি ও অতুল তিওয়ারি। ২০২১ সালের ২১ জানুয়ারি সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হয়। এটি নির্মাণের বাজেট ছিল ৮৩ কোটি টাকা। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশের এফডিসি ও ভারতের এনএফডিসি। এটি বাংলা, হিন্দি ও ইংরেজি তিনটি ভাষায় করা হয়েছে। সিনেমার ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ৫৮ মিনিট।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
৮ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৮ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
৮ ঘণ্টা আগে