বিনোদন প্রতিবেদক, ঢাকা

ঢাকাই সিনেমার প্রখ্যাত চিত্রগ্রাহক ও চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। আজ রোববার দুপুর আনুমানিক ১২টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। আব্দুল লতিফ বাচ্চুর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন।
১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন আব্দুল লতিফ বাচ্চু। প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন তিনি। সে সময় তিনি ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’, ‘দর্পচূর্ণ’ ইত্যাদি সিনেমায় কাজ করেন। তাঁর একক চিত্রগ্রহণে নির্মিত প্রথম সিনেমা ১৯৬৮ সালের ‘রূপকুমারী’। ‘অবুঝ মন’ সিনেমায় চিত্রা জহির ও কাজী জহিরের সঙ্গে কাজ করে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেন আব্দুল লতিফ বাচ্চু।
পরিচালক হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন আব্দুল লতিফ বাচ্চু। তাঁর নির্মিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বলবান’, ‘যাদুর বাঁশি’, ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘মি. মাওলা’, ‘প্রতারক’ ইত্যাদি। তাঁর পরিচালিত যাদুর বাঁশি সিনেমাটি বাচসাস (বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি) পুরস্কার অর্জন করে। এ ছাড়া নতুন বউ সিনেমাটি তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি বাচসাস, ফজলুল হক স্মৃতি পুরস্কারসহ নানা পুরস্কারে ভূষিত হন।
চলচ্চিত্র ও নাট্যজগতে আব্দুল লতিফ বাচ্চুর অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। শুধু নির্মাণেই নয়, চলচ্চিত্র অঙ্গনের নীতিনির্ধারণী ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি সরকারি সেন্সর বোর্ড ও জুরিবোর্ডে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নির্বাচনে একাধিকবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছে।
আব্দুল লতিফ বাচ্চুর মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমেছে। অভিনয়শিল্পী, পরিচালক, চিত্রগ্রাহক, কলাকুশলীদের পাশাপাশি শোক প্রকাশ করেছে অভিনয়শিল্পী সংঘ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ বিভিন্ন সংগঠন।

ঢাকাই সিনেমার প্রখ্যাত চিত্রগ্রাহক ও চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু মারা গেছেন। আজ রোববার দুপুর আনুমানিক ১২টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। আব্দুল লতিফ বাচ্চুর মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন।
১৯৪২ সালের ৯ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন আব্দুল লতিফ বাচ্চু। প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন তিনি। সে সময় তিনি ‘আলোর পিপাসা’, ‘আগন্তুক’, ‘দর্পচূর্ণ’ ইত্যাদি সিনেমায় কাজ করেন। তাঁর একক চিত্রগ্রহণে নির্মিত প্রথম সিনেমা ১৯৬৮ সালের ‘রূপকুমারী’। ‘অবুঝ মন’ সিনেমায় চিত্রা জহির ও কাজী জহিরের সঙ্গে কাজ করে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেন আব্দুল লতিফ বাচ্চু।
পরিচালক হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন আব্দুল লতিফ বাচ্চু। তাঁর নির্মিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘বলবান’, ‘যাদুর বাঁশি’, ‘দ্বীপকন্যা’, ‘নতুন বউ’, ‘মি. মাওলা’, ‘প্রতারক’ ইত্যাদি। তাঁর পরিচালিত যাদুর বাঁশি সিনেমাটি বাচসাস (বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি) পুরস্কার অর্জন করে। এ ছাড়া নতুন বউ সিনেমাটি তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি বাচসাস, ফজলুল হক স্মৃতি পুরস্কারসহ নানা পুরস্কারে ভূষিত হন।
চলচ্চিত্র ও নাট্যজগতে আব্দুল লতিফ বাচ্চুর অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। শুধু নির্মাণেই নয়, চলচ্চিত্র অঙ্গনের নীতিনির্ধারণী ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি সরকারি সেন্সর বোর্ড ও জুরিবোর্ডে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নির্বাচনে একাধিকবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছে।
আব্দুল লতিফ বাচ্চুর মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমেছে। অভিনয়শিল্পী, পরিচালক, চিত্রগ্রাহক, কলাকুশলীদের পাশাপাশি শোক প্রকাশ করেছে অভিনয়শিল্পী সংঘ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ বিভিন্ন সংগঠন।

গত বছর ‘জংলি’র পর এবার রোজার ঈদ উপলক্ষেও নতুন সিনেমা নিয়ে প্রস্তুত হচ্ছেন সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নামের সিনেমাটি বানাচ্ছেন ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। গত মাসে দেশে শুরু হয় শুটিং। সিয়ামের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এসেছে অ্যানাউন্সমেন্ট টিজার।
৮ ঘণ্টা আগে
পারিবারিক রোমান্টিক গল্প দিয়েই নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন করণ জোহর। ১৯৯৮ থেকে ২০২৩—তিনি উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল...
৮ ঘণ্টা আগে
আগের দুই পর্বের মতো অ্যাভাটারের তৃতীয় পর্বটি শুরুতেই অতটা দাপট দেখাতে পারেনি। তাই ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ শেষ পর্যন্ত বক্স অফিসে সাড়া ফেলতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল। নির্মাতা জেমস ক্যামেরন নিজেও ছিলেন সন্দিহান।
৮ ঘণ্টা আগে
২০২০ সালে একদল থিয়েটারকর্মীর উদ্যোগে নাট্যদল থিয়েটারিয়ানের যাত্রা শুরু হয়। বছর দুয়েক পর মঞ্চে আসে এ দলের প্রথম প্রযোজনা ‘ডেথ অব আ সেলসম্যান’। প্রশংসিত হয় তাদের প্রথম প্রযোজনা। এবার দ্বিতীয় প্রযোজনা নিয়ে আসছে থিয়েটারিয়ান। তাদের নতুন নাটকের নাম ‘তার্ত্যুফ’।
৮ ঘণ্টা আগে