
বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত এবং প্রেমিকা কৌশানি, দুজনেই তৃণমূলের নেত্রী। তৃণমূলের হয়ে বিধানসভা ভোটে লড়াইয়ে নেমেছিলেন কৌশানি মুখোপাধ্যায়। তা সত্ত্বেও ভোটের সময় বনির বিজেপিতে যোগদান অনেককেই অবাক করেছিল। তৃণমূল ঘনিষ্ঠ বনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতি কিছুটা অসন্তোষ প্রকাশ করেই বিজেপিতে নাম লিখিয়েছিলেন। কিন্তু মাত্র ৮ মাসেই মোহভঙ্গ বনির। ইতিমধ্যেই নাকি বিজেপির সঙ্গ ত্যাগ করেছেন ‘বরবাদ’ তারকা। মৌখিকভাবে নিজের সিদ্ধান্তের কথা বিজেপি নেতৃত্বকে জানিয়েও দিয়েছেন বনি, এমনটাই ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন বনির মা।
আনুষ্ঠানিকভাবে খুব শীঘ্রই এই সিদ্ধান্তের কথা জানাবেন বনি। আপতত একটি ছবির শুটিংয়ে বোলপুরে রয়েছেন বনি, কলকাতায় ফিরে সবটা খাতায়-কলমে জানাবেন অভিনেতা। বনির বাবা-মা দুজনেই চাইছেন ছেলে এখন অভিনয়ে মন দিক,তাই রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন বনি!
এই মুহূর্তে বোলপুরে রাজা চন্দর ছবি ‘আম্রপালি’ র শুটিং করছেন বনি। সেখান থেকে কলকাতায় ফিরবেন আগামিকাল (বৃহস্পতিবার)। এরপর শুটিংয়ে আসবেন বাংলাদেশে।
বনির হাতে এখন একগুচ্ছ ছবির কাজ, দ্রুত সেগুলো শেষ করতে চান। জানা গিয়েছে অনুপম সেনগুপ্তর আগামী ছবিতেও ফের একবার জুটি বাঁধছেন বনি-কৌশানি। এই মুহূর্তে বনির হাতে রয়েছে ‘জতুগৃহ’, ‘ছুটি’, ‘ধাঁধাঁ’, ‘হীরকগড়ের হিরে’, ‘আম্রপালি’র মতো ছবির কাজ। তাই রাজনীতি নিয়ে এখন বেশি কিছু ভাবতে চান না তিনি। বিজেপিতে যোগ দিলেও ভোটের সময় দলীয় প্রচার ছাড়া আর সেভাবে দেখা মেলেনি বনির।
বিজেপির হয়ে প্রার্থী হয়ে হেরে তনুশ্রী, শ্রাবন্তীরা আগেই দল ছেড়েছেন, বনিও সেই পথে হাঁটবেন কিনা সেটাই এখন দেখবার।

বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত এবং প্রেমিকা কৌশানি, দুজনেই তৃণমূলের নেত্রী। তৃণমূলের হয়ে বিধানসভা ভোটে লড়াইয়ে নেমেছিলেন কৌশানি মুখোপাধ্যায়। তা সত্ত্বেও ভোটের সময় বনির বিজেপিতে যোগদান অনেককেই অবাক করেছিল। তৃণমূল ঘনিষ্ঠ বনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতি কিছুটা অসন্তোষ প্রকাশ করেই বিজেপিতে নাম লিখিয়েছিলেন। কিন্তু মাত্র ৮ মাসেই মোহভঙ্গ বনির। ইতিমধ্যেই নাকি বিজেপির সঙ্গ ত্যাগ করেছেন ‘বরবাদ’ তারকা। মৌখিকভাবে নিজের সিদ্ধান্তের কথা বিজেপি নেতৃত্বকে জানিয়েও দিয়েছেন বনি, এমনটাই ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন বনির মা।
আনুষ্ঠানিকভাবে খুব শীঘ্রই এই সিদ্ধান্তের কথা জানাবেন বনি। আপতত একটি ছবির শুটিংয়ে বোলপুরে রয়েছেন বনি, কলকাতায় ফিরে সবটা খাতায়-কলমে জানাবেন অভিনেতা। বনির বাবা-মা দুজনেই চাইছেন ছেলে এখন অভিনয়ে মন দিক,তাই রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন বনি!
এই মুহূর্তে বোলপুরে রাজা চন্দর ছবি ‘আম্রপালি’ র শুটিং করছেন বনি। সেখান থেকে কলকাতায় ফিরবেন আগামিকাল (বৃহস্পতিবার)। এরপর শুটিংয়ে আসবেন বাংলাদেশে।
বনির হাতে এখন একগুচ্ছ ছবির কাজ, দ্রুত সেগুলো শেষ করতে চান। জানা গিয়েছে অনুপম সেনগুপ্তর আগামী ছবিতেও ফের একবার জুটি বাঁধছেন বনি-কৌশানি। এই মুহূর্তে বনির হাতে রয়েছে ‘জতুগৃহ’, ‘ছুটি’, ‘ধাঁধাঁ’, ‘হীরকগড়ের হিরে’, ‘আম্রপালি’র মতো ছবির কাজ। তাই রাজনীতি নিয়ে এখন বেশি কিছু ভাবতে চান না তিনি। বিজেপিতে যোগ দিলেও ভোটের সময় দলীয় প্রচার ছাড়া আর সেভাবে দেখা মেলেনি বনির।
বিজেপির হয়ে প্রার্থী হয়ে হেরে তনুশ্রী, শ্রাবন্তীরা আগেই দল ছেড়েছেন, বনিও সেই পথে হাঁটবেন কিনা সেটাই এখন দেখবার।

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৪ ঘণ্টা আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
৪ ঘণ্টা আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
৪ ঘণ্টা আগে