
ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে গত মাসে ভারতীয় ধনকুব মুকেশ আম্বানি জাঁকজমকপূর্ণ ভাবে শুরু করেছেন ‘নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রে’। যেখানে একই ছাদের নিচে হাজির হয়েছিল বলিউড–হলিউডের তারকারা। এবার আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিকানাধীন প্রতিষ্ঠান জিও স্টুডিওর ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমা এক ইভেন্টে ১০০টির বেশি কনটেন্টের নাম ঘোষণা করেছে। আগামী ১৮–২৪ মাসে পর্যায়ক্রমে সেগুলো মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মটিতে।
গত মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানায়, নেটফ্লিক্স ও আমাজন স্টুডিওকে টেক্কা দিতে হিন্দি, মারাঠি, বাংলা, গুজরাটি, দক্ষিণ এবং ভোজপুরি সহ একাধিক ভাষার এই চলচ্চিত্রগুলো মুক্তি দেওয়া হবে জিও সিনেমাতে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রির মিডিয়া কর্মকর্তা জ্যোতি দেশপান্ডে বলেন,‘আমাদের কনটেন্ট স্লটে ৭০টিরও বেশি সিনেমা রয়েছে এবং বাকিগুলো ডিজিটাল শো। এর প্রায় ৭০% সিনেমাই হিন্দিতে। এ ছাড়া মারাঠি এবং গুজরাটের মতো অন্যান্য ভাষার সিনেমাও থাকবে।’
জিও সিনেমার প্রকাশিত তালিকায় হিন্দি সিনেমার মধ্যে রয়েছে শাহরুখের ‘ডানকি’, বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া’ ও ‘স্ট্রি’-এর সিকুয়েলের মতো বহু প্রতীক্ষিত বেশ কিছু সিনেমা। এ ছাড়া আছে শহীদ কাপুরের ‘ব্লাডি ড্যাডি’, কার্তিকের ‘ভুল চুক মাফ’, শহীদ-কৃতির নাম নির্ধারণ না হওয়া সিনেমা, অমিতাভের ‘সিলেকশন এইটিফোর, আর মাধবনের ‘হিসাব বরাবর’, ভিকি-সারার ‘জারা হাটকে জারা বাঁচকে’, বিক্রান্ত-মৌনীর ‘ব্ল্যাক আউট’, বিজয় সেতুপতির ‘মুম্বাইকর’, পরেশ রাওয়ালের ‘দ্য স্টোরি টেলার’, প্রতীক-ইয়ামির ‘ধুম ধাম’ এবং তাপসী পান্নুর ‘এমপায়ার।’
ওয়েব সিরিজের মাঝে আছে প্রকাশ ঝা-এর ‘লাল বাতি (নানা পাটেকর ও সঞ্জয় কাপুর), ইউনিয়ন: দ্য মেকিং অব ইন্ডিয়া (কে কে মেনন, আশুতোষ রানা) ও ‘ইন্সপেক্টর অবিনাশ’ (রণদীপ হুদা ও উর্বশী)।
এছাড়া আছে আরও কয়েকটি ওটিটি শো। তার মধ্যে ‘দ্য ম্যাজিক অব শিরি’, ‘ডক্টরস’ ও ‘লিগ্যাল অ্যাফেয়ার’ অন্যতম।

ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে গত মাসে ভারতীয় ধনকুব মুকেশ আম্বানি জাঁকজমকপূর্ণ ভাবে শুরু করেছেন ‘নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রে’। যেখানে একই ছাদের নিচে হাজির হয়েছিল বলিউড–হলিউডের তারকারা। এবার আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিকানাধীন প্রতিষ্ঠান জিও স্টুডিওর ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমা এক ইভেন্টে ১০০টির বেশি কনটেন্টের নাম ঘোষণা করেছে। আগামী ১৮–২৪ মাসে পর্যায়ক্রমে সেগুলো মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মটিতে।
গত মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানায়, নেটফ্লিক্স ও আমাজন স্টুডিওকে টেক্কা দিতে হিন্দি, মারাঠি, বাংলা, গুজরাটি, দক্ষিণ এবং ভোজপুরি সহ একাধিক ভাষার এই চলচ্চিত্রগুলো মুক্তি দেওয়া হবে জিও সিনেমাতে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রির মিডিয়া কর্মকর্তা জ্যোতি দেশপান্ডে বলেন,‘আমাদের কনটেন্ট স্লটে ৭০টিরও বেশি সিনেমা রয়েছে এবং বাকিগুলো ডিজিটাল শো। এর প্রায় ৭০% সিনেমাই হিন্দিতে। এ ছাড়া মারাঠি এবং গুজরাটের মতো অন্যান্য ভাষার সিনেমাও থাকবে।’
জিও সিনেমার প্রকাশিত তালিকায় হিন্দি সিনেমার মধ্যে রয়েছে শাহরুখের ‘ডানকি’, বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া’ ও ‘স্ট্রি’-এর সিকুয়েলের মতো বহু প্রতীক্ষিত বেশ কিছু সিনেমা। এ ছাড়া আছে শহীদ কাপুরের ‘ব্লাডি ড্যাডি’, কার্তিকের ‘ভুল চুক মাফ’, শহীদ-কৃতির নাম নির্ধারণ না হওয়া সিনেমা, অমিতাভের ‘সিলেকশন এইটিফোর, আর মাধবনের ‘হিসাব বরাবর’, ভিকি-সারার ‘জারা হাটকে জারা বাঁচকে’, বিক্রান্ত-মৌনীর ‘ব্ল্যাক আউট’, বিজয় সেতুপতির ‘মুম্বাইকর’, পরেশ রাওয়ালের ‘দ্য স্টোরি টেলার’, প্রতীক-ইয়ামির ‘ধুম ধাম’ এবং তাপসী পান্নুর ‘এমপায়ার।’
ওয়েব সিরিজের মাঝে আছে প্রকাশ ঝা-এর ‘লাল বাতি (নানা পাটেকর ও সঞ্জয় কাপুর), ইউনিয়ন: দ্য মেকিং অব ইন্ডিয়া (কে কে মেনন, আশুতোষ রানা) ও ‘ইন্সপেক্টর অবিনাশ’ (রণদীপ হুদা ও উর্বশী)।
এছাড়া আছে আরও কয়েকটি ওটিটি শো। তার মধ্যে ‘দ্য ম্যাজিক অব শিরি’, ‘ডক্টরস’ ও ‘লিগ্যাল অ্যাফেয়ার’ অন্যতম।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
৩ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
৩ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৩ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৩ ঘণ্টা আগে