কলকাতা সংবাদদাতা
গভীর রাতে মুম্বাইয়ের বাড়িতে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এক ব্যক্তি ঘরে ঢুকে তাঁকে ছুরিকাঘাত করে। সাইফ আলি খান আহত হলেও আশঙ্কামুক্ত বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। বান্দ্রা থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, সাইফ আলি খানকে চারবার ছুরিকাঘাত করা হয়। হামলার সময় বাড়ির তিনজন কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে একজন আহত হয়েছেন। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করছে ।
সাইফ আলি খানের ঘনিষ্ঠ সূত্র এক বিবৃতিতে বলেছে, চুরির উদ্দেশ্যে সাইফ আলি খানের বাড়িতে ঢুকে হামলা করা হয়। হাসপাতালে সাইফের অস্ত্রোপচার করা হয়েছে। তিনি আশঙ্কামুক্ত বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী করিনা কাপুর এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে থাকেন সাইফ। বুধবার রাত ২টা ৩০ মিনিট নাগাদ বাড়িতে ঢোকার সময় সাইফের ওপর হামলা হয়। কারিনা ও বাচ্চারা নিরাপদ রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি সুইজারল্যান্ড থেকে ফিরেছেন তাঁরা।
পুলিশ বলছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার পরিচারকের সঙ্গে তর্ক শুরু করেন। গোলমাল থামাতে গেলে আচমকা সাইফের ওপর চড়াও হন ওই ব্যক্তি। অভিনেতার গলায় ১০ সেন্টিমিটারের ক্ষত, আঘাতের চিহ্ন হাতে। হাসপাতালে আনার সময় পিঠে ধারালো কিছু গেঁথে ছিল।
অভিনেতা সাইফ আলি খান সম্প্রতি ‘দেবারা পার্ট ১’ ছবিতে অভিনয় করেছেন। এতে তাঁর সহশিল্পী ছিলেন জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুর, প্রকাশ রাজ ও অন্যরা। এটি তেলেগু, তামিল, মালায়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে।
গভীর রাতে মুম্বাইয়ের বাড়িতে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এক ব্যক্তি ঘরে ঢুকে তাঁকে ছুরিকাঘাত করে। সাইফ আলি খান আহত হলেও আশঙ্কামুক্ত বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। বান্দ্রা থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, সাইফ আলি খানকে চারবার ছুরিকাঘাত করা হয়। হামলার সময় বাড়ির তিনজন কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে একজন আহত হয়েছেন। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করছে ।
সাইফ আলি খানের ঘনিষ্ঠ সূত্র এক বিবৃতিতে বলেছে, চুরির উদ্দেশ্যে সাইফ আলি খানের বাড়িতে ঢুকে হামলা করা হয়। হাসপাতালে সাইফের অস্ত্রোপচার করা হয়েছে। তিনি আশঙ্কামুক্ত বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী করিনা কাপুর এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে থাকেন সাইফ। বুধবার রাত ২টা ৩০ মিনিট নাগাদ বাড়িতে ঢোকার সময় সাইফের ওপর হামলা হয়। কারিনা ও বাচ্চারা নিরাপদ রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি সুইজারল্যান্ড থেকে ফিরেছেন তাঁরা।
পুলিশ বলছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার পরিচারকের সঙ্গে তর্ক শুরু করেন। গোলমাল থামাতে গেলে আচমকা সাইফের ওপর চড়াও হন ওই ব্যক্তি। অভিনেতার গলায় ১০ সেন্টিমিটারের ক্ষত, আঘাতের চিহ্ন হাতে। হাসপাতালে আনার সময় পিঠে ধারালো কিছু গেঁথে ছিল।
অভিনেতা সাইফ আলি খান সম্প্রতি ‘দেবারা পার্ট ১’ ছবিতে অভিনয় করেছেন। এতে তাঁর সহশিল্পী ছিলেন জুনিয়র এনটিআর, জাহ্নবী কাপুর, প্রকাশ রাজ ও অন্যরা। এটি তেলেগু, তামিল, মালায়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে।
প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ পৃথিবীর সঙ্গে মেলবন্ধন রেখে একক কনসার্ট নিয়ে আসছে ব্যান্ড অর্থহীন। কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি’। জনপ্রিয় ভিডিও গেম সাইবারপাঙ্ক ২০৭৭-এর আদলে কনসার্টটি সাজানো হবে বলে জানিয়েছে ব্যান্ডটি।
১৮ ঘণ্টা আগে১৯৪২ সালের ২৫ জুন বরিশালে জন্ম প্রতুল মুখোপাধ্যায়ের। ৮৩ বছর বয়সে কলকাতায় জীবনপথের যাত্রা শেষ হলো তাঁর। গতকাল শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে কলকাতার এসএসকেএম হাসপাতালে মারা যান এই গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী। বাংলাকে খুব ভালোবাসতেন প্রতুল। তাই তো সৃষ্টি করেছিলেন ‘আমি বাংলায় গান গাই’...
১৮ ঘণ্টা আগেমঞ্চে নতুন নাটক নিয়ে আসছে শূন্যন রেপার্টরি থিয়েটার। ‘আত্মজয়’ নামের নাটকটি লিখেছেন মোমেনা চৌধুরী, নির্দেশনায় শামীম সাগর। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটকটি। আত্মজয় দিয়ে এক বছর পর মঞ্চে ফিরছেন তাহমিনা সুলতানা মৌ।
১৯ ঘণ্টা আগেকয়েকটা মাস অভিনয় নিয়ে ভালোই ব্যস্ততায় কাটালেন সেলেনা গোমেজ। তাঁর অভিনীত ‘এমিলিয়া পেরেজ’ অস্কারে এবার ১৩টি মনোনয়ন পেয়েছে। সিনেমার অভিনয়শিল্পী কার্লা সোফিয়া গ্যাসকনকে নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছে। এসব অধ্যায় পার করে আবারও নিজের চেনা ভুবনে, গানে ফিরলেন সেলেনা। ঘোষণা দিলেন নতুন অ্যালবামের।
১৯ ঘণ্টা আগে