
প্রকাশ্যে এল ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ সিনেমার ট্রেলার। মানুষ ও প্রকৃতির দ্বন্দ্বকে উপজীব্য করে নির্মিত হয়েছে এই ছবি। এটি সৃজিতের তৃতীয় হিন্দি ছবি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠী। ছবিতে পঙ্কজের সঙ্গে সায়নি গুপ্তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এ ছাড়া রয়েছেন অভিনেতা নীরজ কবি। ডুয়ার্সের জঙ্গলে বাঘের খপ্পরে পড়ার গল্প উঠে আসবে ছবিতে।
আজ শুক্রবার (৩ জুন) টি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় রহস্যে জমজমাট ‘শেরদিল’-এর ট্রেলার। এতে দেখা যায়, ভারতের উত্তর প্রদেশ ও নেপাল সীমান্তের কুখ্যাত টাইগার রিজার্ভ পিলিভিটের পাশের গ্রামের বাসিন্দা গঙ্গারাম চরিত্রের পঙ্কজকে। টাইগার রিজার্ভের কাছে বাঘের হামলায় মৃত্যু হলে ক্ষতিপূরণ দেওয়ার সরকারি নিয়ম রয়েছে। কিন্তু তা থেকে বঞ্চিতই থেকে যায় গ্রামের মানুষ। তাই গ্রামের ২০০ মানুষের জন্য বাঘের মুখে প্রাণ দিতে রাজি গঙ্গারাম।
নেপাল সীমান্তে ৬০২ কিলোমিটার অঞ্চলজুড়ে এক ব্যাঘ্র প্রকল্প রয়েছে, যেখানে বাঘের সংখ্যা প্রায় অর্ধশত। সরকারি নিয়ম অনুযায়ী, জঙ্গলের বাইরে বাঘের আক্রমণে কোনো এলাকাবাসী মারা গেলে মৃতের পরিবার ১০ লাখ টাকা করে পাবে। সেই টাকার জন্য নাকি বহু দুস্থ পরিবার তাঁদের বৃদ্ধ কিংবা অসহায় কোনো পরিবারের সদস্যকে জঙ্গলে ছেড়ে আসত। পেটের দায়ে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, মানুষ ও প্রকৃতির দ্বন্দ্বকে ঘিরে আবর্তিত হয়েছে ছবির গল্প।
ডুয়ার্সের জঙ্গল, গরুমারা ন্যাশনাল পার্ক, লাটাগুড়ির বিভিন্ন অঞ্চলে হয়েছে এই ছবির শুটিং। ‘বেগমজান’, ‘শাবাশ মিথু’র পর এটা সৃজিতের তৃতীয় হিন্দি ছবি। আগামী ২২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

প্রকাশ্যে এল ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ সিনেমার ট্রেলার। মানুষ ও প্রকৃতির দ্বন্দ্বকে উপজীব্য করে নির্মিত হয়েছে এই ছবি। এটি সৃজিতের তৃতীয় হিন্দি ছবি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ‘শেরদিল: দ্য পিলিভিট সাগা’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠী। ছবিতে পঙ্কজের সঙ্গে সায়নি গুপ্তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এ ছাড়া রয়েছেন অভিনেতা নীরজ কবি। ডুয়ার্সের জঙ্গলে বাঘের খপ্পরে পড়ার গল্প উঠে আসবে ছবিতে।
আজ শুক্রবার (৩ জুন) টি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় রহস্যে জমজমাট ‘শেরদিল’-এর ট্রেলার। এতে দেখা যায়, ভারতের উত্তর প্রদেশ ও নেপাল সীমান্তের কুখ্যাত টাইগার রিজার্ভ পিলিভিটের পাশের গ্রামের বাসিন্দা গঙ্গারাম চরিত্রের পঙ্কজকে। টাইগার রিজার্ভের কাছে বাঘের হামলায় মৃত্যু হলে ক্ষতিপূরণ দেওয়ার সরকারি নিয়ম রয়েছে। কিন্তু তা থেকে বঞ্চিতই থেকে যায় গ্রামের মানুষ। তাই গ্রামের ২০০ মানুষের জন্য বাঘের মুখে প্রাণ দিতে রাজি গঙ্গারাম।
নেপাল সীমান্তে ৬০২ কিলোমিটার অঞ্চলজুড়ে এক ব্যাঘ্র প্রকল্প রয়েছে, যেখানে বাঘের সংখ্যা প্রায় অর্ধশত। সরকারি নিয়ম অনুযায়ী, জঙ্গলের বাইরে বাঘের আক্রমণে কোনো এলাকাবাসী মারা গেলে মৃতের পরিবার ১০ লাখ টাকা করে পাবে। সেই টাকার জন্য নাকি বহু দুস্থ পরিবার তাঁদের বৃদ্ধ কিংবা অসহায় কোনো পরিবারের সদস্যকে জঙ্গলে ছেড়ে আসত। পেটের দায়ে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, মানুষ ও প্রকৃতির দ্বন্দ্বকে ঘিরে আবর্তিত হয়েছে ছবির গল্প।
ডুয়ার্সের জঙ্গল, গরুমারা ন্যাশনাল পার্ক, লাটাগুড়ির বিভিন্ন অঞ্চলে হয়েছে এই ছবির শুটিং। ‘বেগমজান’, ‘শাবাশ মিথু’র পর এটা সৃজিতের তৃতীয় হিন্দি ছবি। আগামী ২২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১ দিন আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১ দিন আগে