বিনোদন ডেস্ক

রোডিজ, স্লিপটসভিলা, বিগ বসের মতো রিয়েলিটি শো যেমন পছন্দ করেন অভিনেত্রী সোহা আলী খান; তেমনি কমেডি সিরিজও তাঁর খুব প্রিয়। সোহা সম্প্রতি দেখেছেন রোমান্টিক কমেডি ‘কলিন ফ্রম অ্যাকাউন্টস’ ও ডার্ক কমেডি ‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’। সিরিজ দুটি নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন তিনি।
কলিন ফ্রম অ্যাকাউন্টস
অস্ট্রেলিয়ান রোমান্টিক কমেডি সিরিজ ‘কলিন ফ্রম অ্যাকাউন্টস’ বিঞ্জে প্রচারিত হয় ২০২২ সালে। পরের বছর প্যারামাউন্ট প্লাসেও মুক্তি পায়। এ পর্যন্ত দুটি সিজন এসেছে। এ বছর দেওয়া হয়েছে তৃতীয় সিজনের ঘোষণা। সিডনি শহরের গল্প। গল্পের কেন্দ্রে রয়েছে অ্যাশলে ও গর্ডন নামের দুই চরিত্র। এক সড়ক দুর্ঘটনার সূত্র ধরে তাদের পরিচয়। এই দুই মজার চরিত্রের মানুষ একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। কলিন ফ্রম অ্যাকাউন্টস নিয়ে সোহা আলী খান বলেন, ‘এত ভালো চিত্রনাট্যের সিরিজ আগে খুব কমই দেখেছি। চরিত্রগুলো আনন্দ দেয়। সিরিজটি লিখেছেন প্যাট্রিক ব্রামাল ও হ্যারিয়েট ডায়ার, যাঁরা বাস্তবেও দম্পতি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডায়ার।’

ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস
অ্যাপল টিভি প্লাসে ‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’ সিরিজটি প্রচারিত হয় গত এপ্রিলে। কুপ নামের এক ব্যক্তিকে নিয়ে এই সিরিজের গল্প। সম্প্রতি তার বিবাহবিচ্ছেদ হয়েছে।
এদিকে উচ্চ বেতনে যে প্রতিষ্ঠানে সে কাজ করত, সেখান থেকে বরখাস্ত করা হয়েছে তাকে। কুপ এখন সম্পূর্ণ বেকার। কিন্তু উন্নত জীবনযাপনে অভ্যস্ত কুপ তার জীবনমান বজায় রাখতে ধনী প্রতিবেশীদের সম্পদ চুরি করতে থাকে।
সিরিজটি নিয়ে সোহা আলী খান বলেন, ‘ইদানীং আমার সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে এই সিরিজ। জন হ্যাম ও আমান্ডা পিট অভিনীত সিরিজটি তাঁদের জন্য, যাঁরা টুইস্টে ভরা কোনো গল্প খুঁজছেন।’

রোডিজ, স্লিপটসভিলা, বিগ বসের মতো রিয়েলিটি শো যেমন পছন্দ করেন অভিনেত্রী সোহা আলী খান; তেমনি কমেডি সিরিজও তাঁর খুব প্রিয়। সোহা সম্প্রতি দেখেছেন রোমান্টিক কমেডি ‘কলিন ফ্রম অ্যাকাউন্টস’ ও ডার্ক কমেডি ‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’। সিরিজ দুটি নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন তিনি।
কলিন ফ্রম অ্যাকাউন্টস
অস্ট্রেলিয়ান রোমান্টিক কমেডি সিরিজ ‘কলিন ফ্রম অ্যাকাউন্টস’ বিঞ্জে প্রচারিত হয় ২০২২ সালে। পরের বছর প্যারামাউন্ট প্লাসেও মুক্তি পায়। এ পর্যন্ত দুটি সিজন এসেছে। এ বছর দেওয়া হয়েছে তৃতীয় সিজনের ঘোষণা। সিডনি শহরের গল্প। গল্পের কেন্দ্রে রয়েছে অ্যাশলে ও গর্ডন নামের দুই চরিত্র। এক সড়ক দুর্ঘটনার সূত্র ধরে তাদের পরিচয়। এই দুই মজার চরিত্রের মানুষ একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। কলিন ফ্রম অ্যাকাউন্টস নিয়ে সোহা আলী খান বলেন, ‘এত ভালো চিত্রনাট্যের সিরিজ আগে খুব কমই দেখেছি। চরিত্রগুলো আনন্দ দেয়। সিরিজটি লিখেছেন প্যাট্রিক ব্রামাল ও হ্যারিয়েট ডায়ার, যাঁরা বাস্তবেও দম্পতি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডায়ার।’

ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস
অ্যাপল টিভি প্লাসে ‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’ সিরিজটি প্রচারিত হয় গত এপ্রিলে। কুপ নামের এক ব্যক্তিকে নিয়ে এই সিরিজের গল্প। সম্প্রতি তার বিবাহবিচ্ছেদ হয়েছে।
এদিকে উচ্চ বেতনে যে প্রতিষ্ঠানে সে কাজ করত, সেখান থেকে বরখাস্ত করা হয়েছে তাকে। কুপ এখন সম্পূর্ণ বেকার। কিন্তু উন্নত জীবনযাপনে অভ্যস্ত কুপ তার জীবনমান বজায় রাখতে ধনী প্রতিবেশীদের সম্পদ চুরি করতে থাকে।
সিরিজটি নিয়ে সোহা আলী খান বলেন, ‘ইদানীং আমার সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে এই সিরিজ। জন হ্যাম ও আমান্ডা পিট অভিনীত সিরিজটি তাঁদের জন্য, যাঁরা টুইস্টে ভরা কোনো গল্প খুঁজছেন।’

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১৫ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১৫ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১৫ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৫ ঘণ্টা আগে