বিনোদন ডেস্ক

রোডিজ, স্লিপটসভিলা, বিগ বসের মতো রিয়েলিটি শো যেমন পছন্দ করেন অভিনেত্রী সোহা আলী খান; তেমনি কমেডি সিরিজও তাঁর খুব প্রিয়। সোহা সম্প্রতি দেখেছেন রোমান্টিক কমেডি ‘কলিন ফ্রম অ্যাকাউন্টস’ ও ডার্ক কমেডি ‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’। সিরিজ দুটি নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন তিনি।
কলিন ফ্রম অ্যাকাউন্টস
অস্ট্রেলিয়ান রোমান্টিক কমেডি সিরিজ ‘কলিন ফ্রম অ্যাকাউন্টস’ বিঞ্জে প্রচারিত হয় ২০২২ সালে। পরের বছর প্যারামাউন্ট প্লাসেও মুক্তি পায়। এ পর্যন্ত দুটি সিজন এসেছে। এ বছর দেওয়া হয়েছে তৃতীয় সিজনের ঘোষণা। সিডনি শহরের গল্প। গল্পের কেন্দ্রে রয়েছে অ্যাশলে ও গর্ডন নামের দুই চরিত্র। এক সড়ক দুর্ঘটনার সূত্র ধরে তাদের পরিচয়। এই দুই মজার চরিত্রের মানুষ একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। কলিন ফ্রম অ্যাকাউন্টস নিয়ে সোহা আলী খান বলেন, ‘এত ভালো চিত্রনাট্যের সিরিজ আগে খুব কমই দেখেছি। চরিত্রগুলো আনন্দ দেয়। সিরিজটি লিখেছেন প্যাট্রিক ব্রামাল ও হ্যারিয়েট ডায়ার, যাঁরা বাস্তবেও দম্পতি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডায়ার।’

ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস
অ্যাপল টিভি প্লাসে ‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’ সিরিজটি প্রচারিত হয় গত এপ্রিলে। কুপ নামের এক ব্যক্তিকে নিয়ে এই সিরিজের গল্প। সম্প্রতি তার বিবাহবিচ্ছেদ হয়েছে।
এদিকে উচ্চ বেতনে যে প্রতিষ্ঠানে সে কাজ করত, সেখান থেকে বরখাস্ত করা হয়েছে তাকে। কুপ এখন সম্পূর্ণ বেকার। কিন্তু উন্নত জীবনযাপনে অভ্যস্ত কুপ তার জীবনমান বজায় রাখতে ধনী প্রতিবেশীদের সম্পদ চুরি করতে থাকে।
সিরিজটি নিয়ে সোহা আলী খান বলেন, ‘ইদানীং আমার সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে এই সিরিজ। জন হ্যাম ও আমান্ডা পিট অভিনীত সিরিজটি তাঁদের জন্য, যাঁরা টুইস্টে ভরা কোনো গল্প খুঁজছেন।’

রোডিজ, স্লিপটসভিলা, বিগ বসের মতো রিয়েলিটি শো যেমন পছন্দ করেন অভিনেত্রী সোহা আলী খান; তেমনি কমেডি সিরিজও তাঁর খুব প্রিয়। সোহা সম্প্রতি দেখেছেন রোমান্টিক কমেডি ‘কলিন ফ্রম অ্যাকাউন্টস’ ও ডার্ক কমেডি ‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’। সিরিজ দুটি নিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন তিনি।
কলিন ফ্রম অ্যাকাউন্টস
অস্ট্রেলিয়ান রোমান্টিক কমেডি সিরিজ ‘কলিন ফ্রম অ্যাকাউন্টস’ বিঞ্জে প্রচারিত হয় ২০২২ সালে। পরের বছর প্যারামাউন্ট প্লাসেও মুক্তি পায়। এ পর্যন্ত দুটি সিজন এসেছে। এ বছর দেওয়া হয়েছে তৃতীয় সিজনের ঘোষণা। সিডনি শহরের গল্প। গল্পের কেন্দ্রে রয়েছে অ্যাশলে ও গর্ডন নামের দুই চরিত্র। এক সড়ক দুর্ঘটনার সূত্র ধরে তাদের পরিচয়। এই দুই মজার চরিত্রের মানুষ একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। কলিন ফ্রম অ্যাকাউন্টস নিয়ে সোহা আলী খান বলেন, ‘এত ভালো চিত্রনাট্যের সিরিজ আগে খুব কমই দেখেছি। চরিত্রগুলো আনন্দ দেয়। সিরিজটি লিখেছেন প্যাট্রিক ব্রামাল ও হ্যারিয়েট ডায়ার, যাঁরা বাস্তবেও দম্পতি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ডায়ার।’

ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস
অ্যাপল টিভি প্লাসে ‘ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড নেইবারস’ সিরিজটি প্রচারিত হয় গত এপ্রিলে। কুপ নামের এক ব্যক্তিকে নিয়ে এই সিরিজের গল্প। সম্প্রতি তার বিবাহবিচ্ছেদ হয়েছে।
এদিকে উচ্চ বেতনে যে প্রতিষ্ঠানে সে কাজ করত, সেখান থেকে বরখাস্ত করা হয়েছে তাকে। কুপ এখন সম্পূর্ণ বেকার। কিন্তু উন্নত জীবনযাপনে অভ্যস্ত কুপ তার জীবনমান বজায় রাখতে ধনী প্রতিবেশীদের সম্পদ চুরি করতে থাকে।
সিরিজটি নিয়ে সোহা আলী খান বলেন, ‘ইদানীং আমার সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে এই সিরিজ। জন হ্যাম ও আমান্ডা পিট অভিনীত সিরিজটি তাঁদের জন্য, যাঁরা টুইস্টে ভরা কোনো গল্প খুঁজছেন।’

বছরের শুরুতে নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ১৪ জানুয়ারি রাত ১২টায় মুক্তি পাবে ‘আঁতকা’ নামের এই সিরিজ। পারিবারিক প্রেক্ষাপটের আশ্রয়ে নানান টুইস্ট রাখা হয়েছে এতে। রাবা খানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি।
১ ঘণ্টা আগে
রবিন হুড মানেই আমাদের চোখে ভেসে ওঠে এক পরোপকারী বীরের ছবি। ধনীদের সম্পদ গরিবের মধ্যে বিলিয়ে দেওয়া এক মহানায়ক। কিন্তু ‘দ্য ডেথ অব রবিন হুড’ সিনেমায় এই চেনা গল্প সম্পূর্ণ বদলে গেছে। চিরাচরিত রবিন হুডের বীরত্বগাথা থেকে বেরিয়ে তাকে একজন অনুতপ্ত অপরাধী হিসেবে দেখানো হয়েছে এতে।
১ ঘণ্টা আগে
কথা ছিল গত ডিসেম্বরে শুরু হবে শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমার শুটিং। তবে নির্ধারিত শিডিউলে ক্যামেরা ওপেন করতে পারেননি নির্মাতা আবু হায়াত মাহমুদ। গত সপ্তাহে গুঞ্জন ছড়ায়, ঠিক সময়ে কাজ শুরু করতে না পারায় রোজার ঈদে আসবে না প্রিন্স। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ...
২০ ঘণ্টা আগে
জনপ্রিয় দক্ষিণি নির্মাতা প্রিয়দর্শনের মেয়ে কল্যাণী প্রিয়দর্শন। ২০১৭ সালে তেলুগু সিনেমা ‘হ্যালো’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। এই আট বছরে এক ডজনের বেশি তেলুগু, তামিল ও মালয়ালম সিনেমায় দেখা গেছে তাঁকে। শুরু থেকেই গল্প ও চরিত্রের ব্যাপারে ভীষণ চুজি তিনি। সেই ধৈর্যের ফল কল্যাণী পেয়েছেন গত বছর।
২১ ঘণ্টা আগে