Ajker Patrika

রাভিনার ১০০ কোটি রুপির মানহানির মামলা

রাভিনার ১০০ কোটি রুপির মানহানির মামলা

কয়েক দিন আগেই মাঝরাস্তায় ভারতীয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের ওপর চড়াও হয়েছিলেন একদল লোক। তাঁরা অভিনেত্রীকে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এক ব্যক্তি। এবার সেই ব্যক্তির বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন অভিনেত্রীর আইনজীবীরা।

কয়েক দিন আগে অভিযোগ আসে, রাভিনার ড্রাইভার বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কয়েকজন নারীকে ধাক্কা দিয়েছেন। সেখানে আরও দাবি করা হয়, অভিনেত্রী তখন মদ্যপ অবস্থায় ছিলেন। এই ঘটনার পর গাড়ি থেকে বেরিয়ে এসে অভিযোগকারীদের উদ্দেশ্যে নানান কটূক্তি করেন তিনি। পাশাপাশি গায়েও হাত তোলার অভিযোগ আনা হয়। অন্যদিকে রাভিনার দাবি, তাঁর সঙ্গে কিছু নারী বাজে আচরণ করেন। গভীর রাতে অভিনেত্রীকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তিনজন নারী ঘিরে ধরেন, সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন বলে রাভিনা অভিযোগ করেন।

সেই ঘটনার পরই সেখানে উপস্থিত মানুষের কাছে রাভিনাকে হেনস্তা হতে হয়। আর তা ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে। ওই ভিডিওর মাধ্যমে অভিনেত্রীর মানহানি করার চেষ্টা করেন এক ব্যক্তি, এমন অভিযোগ করা হয়েছে মানহানির মামলায়।

রাভিনার আইনজীবীদের দাবি, সিসিটিভি ফুটেজের একটা অংশ সামনে এনে ইচ্ছাকৃতভাবে অভিনেত্রীর সম্মান নষ্টের চেষ্টা করা হয়েছে।

ঘটনা ঘিরে তৈরি হওয়া জটিলতা যে আরও বাড়ল, তাই বলা যায়। এবার পরিস্থিতি কোন দিকে এগোয়, সেদিকে নজর থাকবে অভিনেত্রীর অনুরাগীদের। এক নেটিজেন লিখেছেন, ‘অনেক সময়ে এ রকম ঘটনায় সেলিব্রিটিরা কোনও কড়া পদক্ষেপ করেন না। জটিলতা চান না বলে। তবে রাভিনা ব্যতিক্রম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত