
কয়েক দিন আগেই মাঝরাস্তায় ভারতীয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের ওপর চড়াও হয়েছিলেন একদল লোক। তাঁরা অভিনেত্রীকে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এক ব্যক্তি। এবার সেই ব্যক্তির বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন অভিনেত্রীর আইনজীবীরা।
কয়েক দিন আগে অভিযোগ আসে, রাভিনার ড্রাইভার বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কয়েকজন নারীকে ধাক্কা দিয়েছেন। সেখানে আরও দাবি করা হয়, অভিনেত্রী তখন মদ্যপ অবস্থায় ছিলেন। এই ঘটনার পর গাড়ি থেকে বেরিয়ে এসে অভিযোগকারীদের উদ্দেশ্যে নানান কটূক্তি করেন তিনি। পাশাপাশি গায়েও হাত তোলার অভিযোগ আনা হয়। অন্যদিকে রাভিনার দাবি, তাঁর সঙ্গে কিছু নারী বাজে আচরণ করেন। গভীর রাতে অভিনেত্রীকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তিনজন নারী ঘিরে ধরেন, সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন বলে রাভিনা অভিযোগ করেন।
সেই ঘটনার পরই সেখানে উপস্থিত মানুষের কাছে রাভিনাকে হেনস্তা হতে হয়। আর তা ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে। ওই ভিডিওর মাধ্যমে অভিনেত্রীর মানহানি করার চেষ্টা করেন এক ব্যক্তি, এমন অভিযোগ করা হয়েছে মানহানির মামলায়।
রাভিনার আইনজীবীদের দাবি, সিসিটিভি ফুটেজের একটা অংশ সামনে এনে ইচ্ছাকৃতভাবে অভিনেত্রীর সম্মান নষ্টের চেষ্টা করা হয়েছে।
ঘটনা ঘিরে তৈরি হওয়া জটিলতা যে আরও বাড়ল, তাই বলা যায়। এবার পরিস্থিতি কোন দিকে এগোয়, সেদিকে নজর থাকবে অভিনেত্রীর অনুরাগীদের। এক নেটিজেন লিখেছেন, ‘অনেক সময়ে এ রকম ঘটনায় সেলিব্রিটিরা কোনও কড়া পদক্ষেপ করেন না। জটিলতা চান না বলে। তবে রাভিনা ব্যতিক্রম।’

কয়েক দিন আগেই মাঝরাস্তায় ভারতীয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের ওপর চড়াও হয়েছিলেন একদল লোক। তাঁরা অভিনেত্রীকে হেনস্তা করেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এক ব্যক্তি। এবার সেই ব্যক্তির বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন অভিনেত্রীর আইনজীবীরা।
কয়েক দিন আগে অভিযোগ আসে, রাভিনার ড্রাইভার বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে কয়েকজন নারীকে ধাক্কা দিয়েছেন। সেখানে আরও দাবি করা হয়, অভিনেত্রী তখন মদ্যপ অবস্থায় ছিলেন। এই ঘটনার পর গাড়ি থেকে বেরিয়ে এসে অভিযোগকারীদের উদ্দেশ্যে নানান কটূক্তি করেন তিনি। পাশাপাশি গায়েও হাত তোলার অভিযোগ আনা হয়। অন্যদিকে রাভিনার দাবি, তাঁর সঙ্গে কিছু নারী বাজে আচরণ করেন। গভীর রাতে অভিনেত্রীকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তিনজন নারী ঘিরে ধরেন, সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন বলে রাভিনা অভিযোগ করেন।
সেই ঘটনার পরই সেখানে উপস্থিত মানুষের কাছে রাভিনাকে হেনস্তা হতে হয়। আর তা ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে। ওই ভিডিওর মাধ্যমে অভিনেত্রীর মানহানি করার চেষ্টা করেন এক ব্যক্তি, এমন অভিযোগ করা হয়েছে মানহানির মামলায়।
রাভিনার আইনজীবীদের দাবি, সিসিটিভি ফুটেজের একটা অংশ সামনে এনে ইচ্ছাকৃতভাবে অভিনেত্রীর সম্মান নষ্টের চেষ্টা করা হয়েছে।
ঘটনা ঘিরে তৈরি হওয়া জটিলতা যে আরও বাড়ল, তাই বলা যায়। এবার পরিস্থিতি কোন দিকে এগোয়, সেদিকে নজর থাকবে অভিনেত্রীর অনুরাগীদের। এক নেটিজেন লিখেছেন, ‘অনেক সময়ে এ রকম ঘটনায় সেলিব্রিটিরা কোনও কড়া পদক্ষেপ করেন না। জটিলতা চান না বলে। তবে রাভিনা ব্যতিক্রম।’

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১ দিন আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১ দিন আগে