
মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত বলিউড সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। ঈদের মুক্তি পেতে যাওয়া সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতারা। সম্প্রতি লক্ষ্ণৌতে অনুষ্ঠিত হয়েছে একটি ইভেন্ট, সেখানে স্টান্ট করে দেখিয়েছেন অক্ষয় আর টাইগার। তবে অতিরিক্ত ভিড়ে ক্ষুব্ধ হয়ে মঞ্চের দিকে জুতো ছুড়ে মারতে শুরু করেন দর্শকেরা।
এক্সে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ভিড় এতই জমে গিয়েছিল যে দর্শকেরা কিছুক্ষণের মধ্যে মঞ্চের দিকে জুতো ছুড়ে মারতে শুরু করেন। এমনকি পাথর মারতেও শুরু করেন কিছু দর্শক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিপেটা করতে হয়। ভাইরাল ভিডিও ও ছবিতে ইভেন্টের জায়গায় অনেক জুতো পড়ে থাকতে দেখা গেছে। তবে এতে অভিনেতাদের মধ্য কেউ আহত হয়েছেন কিনা তা জানা যায়নি।
এতে সমালোচনার মুখে পড়েছে প্রযোজনা সংস্থা। এক নেটিজেন লিখেছেন, ‘এত বড় ইভেন্ট করার আগে দর্শকদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন রাখা দরকার ছিল। তাঁরা যাতে শান্তি করে স্টান্ট দেখতে পারেন, সেটা লক্ষ্য হওয়া উচিত ছিল।’ আরেকজন লিখেছেন তারকাদের দেখতে উপচে পড়া ভিড়, এটা প্রমাণ করতে গিয়ে ব্যর্থ হলেন প্রযোজক। অকারণে কিছু মানুষ আহত হলেন। তারকাদেরও হয়রানি হলো।’
উল্লেখ্য, টাইগার জিন্দা হ্যায় খ্যাত জনপ্রিয় পরিচালক আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় টাইগার শ্রফ ও অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন সোনাক্ষী সিন্হা, পৃথ্বীরাজ সুকুমারন। সিনেমাটির প্রথম দফার শুটিং হয়েছিল মুম্বাইতে। এরপর সিনেমাটির দৃশ্য ধারণ হয় স্কটল্যান্ডে। সিনেমাটির জন্য ভারতের বিভিন্ন শহর ঘুরে প্রচার করার কথা রয়েছে অক্ষয়-টাইগারের। সিনেমাটি নিয়ে যে উৎসাহ আছে দর্শকদের মধ্যে তা বলাই যায়।

মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত বলিউড সিনেমা ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। ঈদের মুক্তি পেতে যাওয়া সিনেমাটির প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতারা। সম্প্রতি লক্ষ্ণৌতে অনুষ্ঠিত হয়েছে একটি ইভেন্ট, সেখানে স্টান্ট করে দেখিয়েছেন অক্ষয় আর টাইগার। তবে অতিরিক্ত ভিড়ে ক্ষুব্ধ হয়ে মঞ্চের দিকে জুতো ছুড়ে মারতে শুরু করেন দর্শকেরা।
এক্সে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ভিড় এতই জমে গিয়েছিল যে দর্শকেরা কিছুক্ষণের মধ্যে মঞ্চের দিকে জুতো ছুড়ে মারতে শুরু করেন। এমনকি পাথর মারতেও শুরু করেন কিছু দর্শক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিপেটা করতে হয়। ভাইরাল ভিডিও ও ছবিতে ইভেন্টের জায়গায় অনেক জুতো পড়ে থাকতে দেখা গেছে। তবে এতে অভিনেতাদের মধ্য কেউ আহত হয়েছেন কিনা তা জানা যায়নি।
এতে সমালোচনার মুখে পড়েছে প্রযোজনা সংস্থা। এক নেটিজেন লিখেছেন, ‘এত বড় ইভেন্ট করার আগে দর্শকদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন রাখা দরকার ছিল। তাঁরা যাতে শান্তি করে স্টান্ট দেখতে পারেন, সেটা লক্ষ্য হওয়া উচিত ছিল।’ আরেকজন লিখেছেন তারকাদের দেখতে উপচে পড়া ভিড়, এটা প্রমাণ করতে গিয়ে ব্যর্থ হলেন প্রযোজক। অকারণে কিছু মানুষ আহত হলেন। তারকাদেরও হয়রানি হলো।’
উল্লেখ্য, টাইগার জিন্দা হ্যায় খ্যাত জনপ্রিয় পরিচালক আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায় টাইগার শ্রফ ও অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন সোনাক্ষী সিন্হা, পৃথ্বীরাজ সুকুমারন। সিনেমাটির প্রথম দফার শুটিং হয়েছিল মুম্বাইতে। এরপর সিনেমাটির দৃশ্য ধারণ হয় স্কটল্যান্ডে। সিনেমাটির জন্য ভারতের বিভিন্ন শহর ঘুরে প্রচার করার কথা রয়েছে অক্ষয়-টাইগারের। সিনেমাটি নিয়ে যে উৎসাহ আছে দর্শকদের মধ্যে তা বলাই যায়।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
৪ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
৪ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৪ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
৪ ঘণ্টা আগে