
হলিউডের আলোচিত নির্মাতা জেমস ক্যামেরন নাকি গোবিন্দকে ‘অ্যাভাটার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কয়েক বছর আগে ‘আপ কি আদালত’ শোয়ে গোবিন্দ দাবি করেন, প্রায় ৪০০ দিন গায়ে রং মেখে শুটিং করতে হবে, তাই অ্যাভাটার সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
এমনকি এ সিনেমার নামও নাকি তাঁর দেওয়া। সাক্ষাৎকারে এমন অদ্ভুত দাবি করে সমালোচনার মুখেও পড়তে হয় গোবিন্দকে। কয়েক বছর পর বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রযোজক ও ভারতীয় সেন্সর বোর্ডের সাবেক চেয়ারপারসন পেহলাজ নিহালনি। তিনি জানালেন, গোবিন্দর দাবি মিথ্যা। হলিউডের অ্যাভাটার নয়, বরং ‘অবতার’ নামের এক হিন্দি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল গোবিন্দকে।
পেহলাজ নিহালনি বলেন, ‘অবতার নামে আমি একটি সিনেমা তৈরি করছিলাম। তাতে গোবিন্দকে নেওয়া হয়েছিল। ৪০ মিনিট শুটিংও করা হয়েছিল এ সিনেমার। তবে গোবিন্দের কারণে সিনেমাটির শুটিং আর হয়নি। দুই সিনেমার একই রকম শিরোনাম হওয়ার কারণে হয়তো গুলিয়ে ফেলেছেন গোবিন্দ।’ নিহালনির দাবি, ওই সময় গোবিন্দর মাথা খারাপ হয়ে গিয়েছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পেহলাজ নিহালনি আরও বলেন, ‘তিনি বলিউডের অবতারকে হলিউডের বলে চালিয়ে দিয়েছেন। আমরা ঠিক সময়ে সিনেমাটির শুটিং শেষ করতে চাইছিলাম। তবে গোবিন্দ একদিন শুটিংয়ে চায়ের সঙ্গে কিছু একটা খাওয়ার পর বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তখনও সিনেমার গানের দৃশ্য ও বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং বাকি ছিল। কিন্তু তিনি কিছুতেই আর শিডিউল দিচ্ছিলেন না। এভাবে শুটিংয়ের তারিখ পেছাতে থাকে। শেষ পর্যন্ত গোবিন্দ আর সময় দেননি। আমাদের সিনেমাটিও আর আলোর মুখ দেখেনি।’

হলিউডের আলোচিত নির্মাতা জেমস ক্যামেরন নাকি গোবিন্দকে ‘অ্যাভাটার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কয়েক বছর আগে ‘আপ কি আদালত’ শোয়ে গোবিন্দ দাবি করেন, প্রায় ৪০০ দিন গায়ে রং মেখে শুটিং করতে হবে, তাই অ্যাভাটার সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
এমনকি এ সিনেমার নামও নাকি তাঁর দেওয়া। সাক্ষাৎকারে এমন অদ্ভুত দাবি করে সমালোচনার মুখেও পড়তে হয় গোবিন্দকে। কয়েক বছর পর বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রযোজক ও ভারতীয় সেন্সর বোর্ডের সাবেক চেয়ারপারসন পেহলাজ নিহালনি। তিনি জানালেন, গোবিন্দর দাবি মিথ্যা। হলিউডের অ্যাভাটার নয়, বরং ‘অবতার’ নামের এক হিন্দি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল গোবিন্দকে।
পেহলাজ নিহালনি বলেন, ‘অবতার নামে আমি একটি সিনেমা তৈরি করছিলাম। তাতে গোবিন্দকে নেওয়া হয়েছিল। ৪০ মিনিট শুটিংও করা হয়েছিল এ সিনেমার। তবে গোবিন্দের কারণে সিনেমাটির শুটিং আর হয়নি। দুই সিনেমার একই রকম শিরোনাম হওয়ার কারণে হয়তো গুলিয়ে ফেলেছেন গোবিন্দ।’ নিহালনির দাবি, ওই সময় গোবিন্দর মাথা খারাপ হয়ে গিয়েছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পেহলাজ নিহালনি আরও বলেন, ‘তিনি বলিউডের অবতারকে হলিউডের বলে চালিয়ে দিয়েছেন। আমরা ঠিক সময়ে সিনেমাটির শুটিং শেষ করতে চাইছিলাম। তবে গোবিন্দ একদিন শুটিংয়ে চায়ের সঙ্গে কিছু একটা খাওয়ার পর বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তখনও সিনেমার গানের দৃশ্য ও বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং বাকি ছিল। কিন্তু তিনি কিছুতেই আর শিডিউল দিচ্ছিলেন না। এভাবে শুটিংয়ের তারিখ পেছাতে থাকে। শেষ পর্যন্ত গোবিন্দ আর সময় দেননি। আমাদের সিনেমাটিও আর আলোর মুখ দেখেনি।’

কথা ছিল গত ডিসেম্বরে শুরু হবে শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমার শুটিং। তবে নির্ধারিত শিডিউলে ক্যামেরা ওপেন করতে পারেননি নির্মাতা আবু হায়াত মাহমুদ। গত সপ্তাহে গুঞ্জন ছড়ায়, ঠিক সময়ে কাজ শুরু করতে না পারায় রোজার ঈদে আসবে না প্রিন্স। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ...
৩ ঘণ্টা আগে
জনপ্রিয় দক্ষিণি নির্মাতা প্রিয়দর্শনের মেয়ে কল্যাণী প্রিয়দর্শন। ২০১৭ সালে তেলুগু সিনেমা ‘হ্যালো’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। এই আট বছরে এক ডজনের বেশি তেলুগু, তামিল ও মালয়ালম সিনেমায় দেখা গেছে তাঁকে। শুরু থেকেই গল্প ও চরিত্রের ব্যাপারে ভীষণ চুজি তিনি। সেই ধৈর্যের ফল কল্যাণী পেয়েছেন গত বছর।
৪ ঘণ্টা আগে
সুমন ধরের পরিচালনায় ‘শেষ চিঠি’ ও ‘ফেরা’ নামের দুটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। আবারও এই নির্মাতার নতুন কাজে যুক্ত হয়েছেন দীঘি। ডার্ক থ্রিলার গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মে দীঘি ছাড়াও আছেন ইরফান সাজ্জাদ ও আশনা হাবিব ভাবনা।
৪ ঘণ্টা আগে
কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ সিনেমা দিয়ে বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। থ্রিলার ঘরানার এ সিনেমার শুটিং শুরু হয়েছে গত ডিসেম্বরে। এতে অপুর নায়ক আবদুন নূর সজল। গতকাল সোশ্যাল মিডিয়ায় দুর্বার সিনেমার নতুন পোস্টার প্রকাশ করে নির্মাতা জানান, আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দুর্বার।
৫ ঘণ্টা আগে