Ajker Patrika

গোবিন্দর দাবি মিথ্যা, মুখ খুললেন ভারতীয় প্রযোজক

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৫: ৪১
গোবিন্দর দাবি মিথ্যা, মুখ খুললেন ভারতীয় প্রযোজক

হলিউডের আলোচিত নির্মাতা জেমস ক্যামেরন নাকি গোবিন্দকে ‘অ্যাভাটার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কয়েক বছর আগে ‘আপ কি আদালত’ শোয়ে গোবিন্দ দাবি করেন, প্রায় ৪০০ দিন গায়ে রং মেখে শুটিং করতে হবে, তাই অ্যাভাটার সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

এমনকি এ সিনেমার নামও নাকি তাঁর দেওয়া। সাক্ষাৎকারে এমন অদ্ভুত দাবি করে সমালোচনার মুখেও পড়তে হয় গোবিন্দকে। কয়েক বছর পর বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রযোজক ও ভারতীয় সেন্সর বোর্ডের সাবেক চেয়ারপারসন পেহলাজ নিহালনি। তিনি জানালেন, গোবিন্দর দাবি মিথ্যা। হলিউডের অ্যাভাটার নয়, বরং ‘অবতার’ নামের এক হিন্দি সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল গোবিন্দকে।

পেহলাজ নিহালনি বলেন, ‘অবতার নামে আমি একটি সিনেমা তৈরি করছিলাম। তাতে গোবিন্দকে নেওয়া হয়েছিল। ৪০ মিনিট শুটিংও করা হয়েছিল এ সিনেমার। তবে গোবিন্দের কারণে সিনেমাটির শুটিং আর হয়নি। দুই সিনেমার একই রকম শিরোনাম হওয়ার কারণে হয়তো গুলিয়ে ফেলেছেন গোবিন্দ।’ নিহালনির দাবি, ওই সময় গোবিন্দর মাথা খারাপ হয়ে গিয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পেহলাজ নিহালনি আরও বলেন, ‘তিনি বলিউডের অবতারকে হলিউডের বলে চালিয়ে দিয়েছেন। আমরা ঠিক সময়ে সিনেমাটির শুটিং শেষ করতে চাইছিলাম। তবে গোবিন্দ একদিন শুটিংয়ে চায়ের সঙ্গে কিছু একটা খাওয়ার পর বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তখনও সিনেমার গানের দৃশ্য ও বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং বাকি ছিল। কিন্তু তিনি কিছুতেই আর শিডিউল দিচ্ছিলেন না। এভাবে শুটিংয়ের তারিখ পেছাতে থাকে। শেষ পর্যন্ত গোবিন্দ আর সময় দেননি। আমাদের সিনেমাটিও আর আলোর মুখ দেখেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত