
কিছুদিন আগেই ‘ছাওয়া’ সিনেমার শুটিং শেষ করেছেন ভিকি কৌশল। অবসর পেয়েই ক্যাটরিনাকে নিয়ে লন্ডনে পাড়ি দিয়েছেন অভিনেতা। বেকার স্ট্রিটের রাস্তায় এক নেটিজেনের ক্যামেরাবন্দী হন তারকা দম্পতি। সেখানে অভিনেত্রীকে পুরো শরীর ওভারকোটে ঢাকা অবস্থায় দেখা যায়। ভিকির পরনে ছিল ব্লু ডেনিম। সামনে থেকে দ্রুত এক ব্যক্তি হেঁটে আসছিলেন। তাঁর গতি দেখে সতর্ক হন অভিনেতা। হাত দিয়ে আলতো করে ক্যাটরিনাকে আগলে নেন।
এই ভিডিও দেখেই নেটিজেনদের বক্তব্য, ক্যাটরিনা নিশ্চিতভাবে অন্তঃসত্ত্বা। দীপিকার থেকে বেশি মাসের গর্ভাবস্থা ক্যাটরিনার, এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে কমেন্ট বক্সে।
এ রকম গুঞ্জন শুরু হয়েছে সম্প্রতি। আরও স্পষ্ট করে বললে অভিনেতা ভিকি কৌশলের জন্মদিনে পোস্ট করেন ক্যাটরিনা। সেখানে তিনটা হার্ট ইমোজি আর তিনটা কেকের ছবি ছিল। নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি পরিবারের তিন নম্বর সদস্য আসতে চলেছে? পাশাপাশি তাঁদের কৌতূহল, কেন একটা ছবিতেও ক্যাটরিনা নেই? তিনি কি সামনে আসতে চাইছেন না?
দীপিকার পর এবার ক্যাটরিনাও মা হওয়ার তালিকায় নাম লেখাতে পারেন বলেই মনে করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘নিশ্চয়ই প্রেগন্যান্ট ক্যাটরিনা। তাঁকে আর ভিকিকে আগাম শুভেচ্ছা রইল।’
যদিও ক্যাটরিনার ক্ষেত্রে এমন রটনা নতুন নয়। এর আগেও একাধিকবার তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার রটনা শোনা গেছে। এবার এই রটনা ঘটনায় পরিণত হোক—এমনই আশা অনুরাগীদের।

কিছুদিন আগেই ‘ছাওয়া’ সিনেমার শুটিং শেষ করেছেন ভিকি কৌশল। অবসর পেয়েই ক্যাটরিনাকে নিয়ে লন্ডনে পাড়ি দিয়েছেন অভিনেতা। বেকার স্ট্রিটের রাস্তায় এক নেটিজেনের ক্যামেরাবন্দী হন তারকা দম্পতি। সেখানে অভিনেত্রীকে পুরো শরীর ওভারকোটে ঢাকা অবস্থায় দেখা যায়। ভিকির পরনে ছিল ব্লু ডেনিম। সামনে থেকে দ্রুত এক ব্যক্তি হেঁটে আসছিলেন। তাঁর গতি দেখে সতর্ক হন অভিনেতা। হাত দিয়ে আলতো করে ক্যাটরিনাকে আগলে নেন।
এই ভিডিও দেখেই নেটিজেনদের বক্তব্য, ক্যাটরিনা নিশ্চিতভাবে অন্তঃসত্ত্বা। দীপিকার থেকে বেশি মাসের গর্ভাবস্থা ক্যাটরিনার, এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে কমেন্ট বক্সে।
এ রকম গুঞ্জন শুরু হয়েছে সম্প্রতি। আরও স্পষ্ট করে বললে অভিনেতা ভিকি কৌশলের জন্মদিনে পোস্ট করেন ক্যাটরিনা। সেখানে তিনটা হার্ট ইমোজি আর তিনটা কেকের ছবি ছিল। নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি পরিবারের তিন নম্বর সদস্য আসতে চলেছে? পাশাপাশি তাঁদের কৌতূহল, কেন একটা ছবিতেও ক্যাটরিনা নেই? তিনি কি সামনে আসতে চাইছেন না?
দীপিকার পর এবার ক্যাটরিনাও মা হওয়ার তালিকায় নাম লেখাতে পারেন বলেই মনে করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘নিশ্চয়ই প্রেগন্যান্ট ক্যাটরিনা। তাঁকে আর ভিকিকে আগাম শুভেচ্ছা রইল।’
যদিও ক্যাটরিনার ক্ষেত্রে এমন রটনা নতুন নয়। এর আগেও একাধিকবার তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার রটনা শোনা গেছে। এবার এই রটনা ঘটনায় পরিণত হোক—এমনই আশা অনুরাগীদের।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
২০ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
২০ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
২০ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
২০ ঘণ্টা আগে