
সামনের দিনগুলোতে প্রেক্ষাগৃহের জায়গা দখল করে নেবে ওটিটি প্ল্যাটফর্ম। তাই ওটিটি কনটেন্টের যাচাই বাছায়ের প্রয়োজন রয়েছে বলে মনে করেন অনেকেই। আপত্তিকর বিষয় গুলোর জন্য সেন্সরের প্রয়োজন বলে মনে করেন বলিউড ভাইজান, সালমান খান। সম্প্রতি এক অনুষ্ঠানে ওটিটি নিয়ে সালমানের মন্তব্য তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস। সালমানের মতে, ওটিটি নতুন প্রজন্মের জন্য মোটেও ভালো নয়। কারণ ওটিটিতে নগ্নতা, যৌনতা খুবই সহজলভ্য।
ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট নিয়ে হতাশা প্রকাশ করে সালমান জানান, ‘ওটিটির মাধ্যমে নগ্নতা, যৌনতা ছড়িয়ে পড়ছে। যার প্রভাব পড়ছে নতুন প্রজন্মের ওপর। তাই এই মাধ্যমের জন্য একটি সেন্সর থাকা প্রয়োজন। অশ্লীলতা, যৌনতা, নগ্নতা, গালিগালাজ বন্ধ হওয়া উচিত। মোবাইল ফোনের মাধ্যমে অল্প বয়সের ছেলেমেয়েরা পড়াশোনার বাহানায় তারা এগুলো দেখবে।’ তাঁর কথায়, ভারতের সংস্কৃতির সঙ্গে নগ্নতা, যৌনতা, গালিগালাজ একেবারেই বেমানান।
ওই অনুষ্ঠানে বলিউডের অধিকাংশ ছবির ব্যর্থতা নিয়েও কথা বলেন সালমান খান। তিনি বলেন, ‘আমি অনেক দিন ধরে বলে আসছি যে, হিন্দি ছবি ভালো চলছে না। ভুল ছবি বানালে কীভাবে চলবে? এখনকার নির্মাতাদের মনে ভারতের ভিন্ন বোঝাপড়া রয়েছে। তারা ভাবেন আন্ধেরি থেকে কোলাবা পর্যন্তই ভারত! কিন্তু হিন্দুস্তান আরও বৈচিত্র্যপূর্ণ।’
আগামী ঈদে মুক্তি পাবে সালমান খানের সিনেমা পাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’। দক্ষিণী ব্যবসাসফল তামিল সিনেমা ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সিনেমাটি। সালমানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে ও শেহনাজ গিল।

সামনের দিনগুলোতে প্রেক্ষাগৃহের জায়গা দখল করে নেবে ওটিটি প্ল্যাটফর্ম। তাই ওটিটি কনটেন্টের যাচাই বাছায়ের প্রয়োজন রয়েছে বলে মনে করেন অনেকেই। আপত্তিকর বিষয় গুলোর জন্য সেন্সরের প্রয়োজন বলে মনে করেন বলিউড ভাইজান, সালমান খান। সম্প্রতি এক অনুষ্ঠানে ওটিটি নিয়ে সালমানের মন্তব্য তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস। সালমানের মতে, ওটিটি নতুন প্রজন্মের জন্য মোটেও ভালো নয়। কারণ ওটিটিতে নগ্নতা, যৌনতা খুবই সহজলভ্য।
ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট নিয়ে হতাশা প্রকাশ করে সালমান জানান, ‘ওটিটির মাধ্যমে নগ্নতা, যৌনতা ছড়িয়ে পড়ছে। যার প্রভাব পড়ছে নতুন প্রজন্মের ওপর। তাই এই মাধ্যমের জন্য একটি সেন্সর থাকা প্রয়োজন। অশ্লীলতা, যৌনতা, নগ্নতা, গালিগালাজ বন্ধ হওয়া উচিত। মোবাইল ফোনের মাধ্যমে অল্প বয়সের ছেলেমেয়েরা পড়াশোনার বাহানায় তারা এগুলো দেখবে।’ তাঁর কথায়, ভারতের সংস্কৃতির সঙ্গে নগ্নতা, যৌনতা, গালিগালাজ একেবারেই বেমানান।
ওই অনুষ্ঠানে বলিউডের অধিকাংশ ছবির ব্যর্থতা নিয়েও কথা বলেন সালমান খান। তিনি বলেন, ‘আমি অনেক দিন ধরে বলে আসছি যে, হিন্দি ছবি ভালো চলছে না। ভুল ছবি বানালে কীভাবে চলবে? এখনকার নির্মাতাদের মনে ভারতের ভিন্ন বোঝাপড়া রয়েছে। তারা ভাবেন আন্ধেরি থেকে কোলাবা পর্যন্তই ভারত! কিন্তু হিন্দুস্তান আরও বৈচিত্র্যপূর্ণ।’
আগামী ঈদে মুক্তি পাবে সালমান খানের সিনেমা পাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’। দক্ষিণী ব্যবসাসফল তামিল সিনেমা ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সিনেমাটি। সালমানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে ও শেহনাজ গিল।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১ দিন আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১ দিন আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১ দিন আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১ দিন আগে