
প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খানের প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে সিনেমাটি। এবার মুক্তির প্রথম দিনেই দক্ষিণ ভারতীয় ব্লকবাস্টার সিনেমা কেজিএফ–২–এর রেকর্ড ভাঙল ‘পাঠান’। ভারতে মুক্তি পাওয়া হিন্দি ভাষার সংস্করণটি প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছে।
ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষক কমল মেহতার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, ৫৫ কোটি রুপি আয় করে ভারতে মুক্তি পাওয়া হিন্দি ভাষার চলচ্চিত্রের মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছে পাঠান। এর আগে ৫৩ দশমিক ৯৫ কোটি রুপি আয় নিয়ে এই স্থান দখল করেছিল কেজিএফ–২।
এ ছাড়া কর্ম দিবসে মুক্তি পাওয়া চলচ্চিত্র হিসেবেও সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ‘পাঠান’। এর আগে অগ্রিম টিকিট বিক্রিতেও রেকর্ড গড়েছিল সিনেমাটি।
এই সিনেমার মধ্য দিয়ে প্রায় চার বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেল বলিউড বাদশাহর সিনেমা। কাজেই ‘পাঠান’ নিয়ে শাহরুখভক্তদের উচ্ছ্বাস একটু বেশিই। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল বুধবার প্রথম দিনের প্রথম শো থেকেই সিনেমা হলগুলোতে দর্শকের ভিড় ছিল উপচেপড়া। দেশের নানা প্রান্ত থেকে আসছে এমন খবর। সকাল ৭টার দিকে শুরু হয় ‘পাঠান’ সিনেমার প্রথম শো। শো শেষে বের হয়ে শাহরুখের অভিনয়ের প্রশংসা করেন দর্শকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট আসছে। ‘পাঠান’ সম্পর্কে অনুরাগীরা বলছেন, শাহরুখের অভিনয় দারুণ ছিল। দীপিকা আর জন আব্রাহামও দুর্দান্ত অভিনয় করেছেন।
ভারতসহ আরও কয়েকটি দেশে মুক্তি দেওয়া হয়েছে ‘পাঠান’। মুম্বাই, দিল্লি, কলকাতাসহ সব বড় শহরেই চলছে সিনেমাটি নিয়ে উন্মাদনা। প্রথম দিনের প্রথম শো দেখার জন্য সিনেমা হলে আগের দিন থেকেই হাজির হন প্রচুর দর্শক।
মুক্তির আগে বিতর্কও কম হয়নি ‘পাঠান’ নিয়ে। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে ছবিটি বয়কটের ডাক দেওয়া হয়। ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোন কেন গেরুয়া রঙের বিকিনি পরেছেন, তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ‘গেরুয়া’ রঙের কারণে হিন্দুধর্মের অবমাননা হয়েছে বলে দাবি করে ছবিটি বয়কটের ডাক দেয় তারা।

প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খানের প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে সিনেমাটি। এবার মুক্তির প্রথম দিনেই দক্ষিণ ভারতীয় ব্লকবাস্টার সিনেমা কেজিএফ–২–এর রেকর্ড ভাঙল ‘পাঠান’। ভারতে মুক্তি পাওয়া হিন্দি ভাষার সংস্করণটি প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছে।
ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষক কমল মেহতার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, ৫৫ কোটি রুপি আয় করে ভারতে মুক্তি পাওয়া হিন্দি ভাষার চলচ্চিত্রের মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছে পাঠান। এর আগে ৫৩ দশমিক ৯৫ কোটি রুপি আয় নিয়ে এই স্থান দখল করেছিল কেজিএফ–২।
এ ছাড়া কর্ম দিবসে মুক্তি পাওয়া চলচ্চিত্র হিসেবেও সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে ‘পাঠান’। এর আগে অগ্রিম টিকিট বিক্রিতেও রেকর্ড গড়েছিল সিনেমাটি।
এই সিনেমার মধ্য দিয়ে প্রায় চার বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেল বলিউড বাদশাহর সিনেমা। কাজেই ‘পাঠান’ নিয়ে শাহরুখভক্তদের উচ্ছ্বাস একটু বেশিই। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল বুধবার প্রথম দিনের প্রথম শো থেকেই সিনেমা হলগুলোতে দর্শকের ভিড় ছিল উপচেপড়া। দেশের নানা প্রান্ত থেকে আসছে এমন খবর। সকাল ৭টার দিকে শুরু হয় ‘পাঠান’ সিনেমার প্রথম শো। শো শেষে বের হয়ে শাহরুখের অভিনয়ের প্রশংসা করেন দর্শকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট আসছে। ‘পাঠান’ সম্পর্কে অনুরাগীরা বলছেন, শাহরুখের অভিনয় দারুণ ছিল। দীপিকা আর জন আব্রাহামও দুর্দান্ত অভিনয় করেছেন।
ভারতসহ আরও কয়েকটি দেশে মুক্তি দেওয়া হয়েছে ‘পাঠান’। মুম্বাই, দিল্লি, কলকাতাসহ সব বড় শহরেই চলছে সিনেমাটি নিয়ে উন্মাদনা। প্রথম দিনের প্রথম শো দেখার জন্য সিনেমা হলে আগের দিন থেকেই হাজির হন প্রচুর দর্শক।
মুক্তির আগে বিতর্কও কম হয়নি ‘পাঠান’ নিয়ে। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পক্ষ থেকে ছবিটি বয়কটের ডাক দেওয়া হয়। ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গানে দীপিকা পাড়ুকোন কেন গেরুয়া রঙের বিকিনি পরেছেন, তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ‘গেরুয়া’ রঙের কারণে হিন্দুধর্মের অবমাননা হয়েছে বলে দাবি করে ছবিটি বয়কটের ডাক দেয় তারা।

এ বছর ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের খবর দেন তাহসান। এক বছর পার না হতেই তাহসান-রোজার সংসারে বেজে উঠেছে ভাঙনের সুর। আজকের পত্রিকাকে তাহসান নিজেই জানালেন, গত বছরের জুলাই মাস থেকে আলাদা থাকছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
উপকূলের মানুষের জীবনযাপনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘হাঙর’ নামের সিনেমা। বানিয়েছেন তন্ময় সূর্য। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নেপালি অভিনেতা প্রমোদ অগ্রাহারি। হাঙর দিয়ে বাংলাদেশি সিনেমায় অভিষেক হচ্ছে প্রমোদের। রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।
১৭ ঘণ্টা আগে
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে আজ থেকে শুরু হচ্ছে চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
১৭ ঘণ্টা আগে
এক টেকে পুরো গানের শুটিং করে রেকর্ড গড়ল ‘পিনিক’ সিনেমা। ‘আধাচাঁদ’ শিরোনামের এই রোমান্টিক গানটি দিয়ে শেষ হয়েছে সিনেমার শুটিং। গানটিতে অভিনয় করেছেন শবনম বুবলী ও আদর আজাদ।
১৭ ঘণ্টা আগে