
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বিভিন্ন চ্যাট শো—আমিরের দেখা পাওয়া যায় না। ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার শোতে সব তারকাকে দেখা গেলেও আমিরের দেখা মেলেনি। এই শোতে আমির খান কোনো দিন আসবেন কি না, তা নিয়ে সঞ্চালকের মনে সংশয় ছিল। কিন্তু প্রথমবার এসে আমির এমন সব কথা বলেছেন যে, তা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে।
গতকাল প্রকাশ পেয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে আমির খানের পর্বটির প্রমো, যেখানে আমিরের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বলিউডের বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন উঠে এসেছে। আর আমিরকেও দেখা গেছে সব প্রশ্নের উত্তর দিতে। সেই সব নিয়ে চলছে আলোচনা।
অনুষ্ঠানে আমিরের কাছে প্রশ্ন করা হয়েছিল, ‘কেন তিনি বলিউডের কোনো অ্যাওয়ার্ড শোতে যান না?’ এতে আমিরের উত্তর, ‘সময়ের দাম আছে। তাই ঠিক কাজে সময় ব্যয় করা উচিত।’
বলিউডের অধিকাংশ অ্যাওয়ার্ড শো অর্গানিক নয়—এমন চর্চা চলছে বহু বছর ধরে। তার মধ্যে আমিরের মতো সুপারস্টারের এমন মন্তব্য আগুনে ঘি ঢেলেছে।
অনুষ্ঠানে আমিরের তৃতীয় বিয়ে সম্পর্কেও জানতে চান কপিল। প্রশ্নটি হেসে উড়িয়ে দেন আমির।
অনুষ্ঠানে আমির এটাও খোলসা করেছেন, বাচ্চারা তাঁর কোনো কথা শোনে না। যেমন এই শোতে সুপারস্টার আসতে চেয়েছিলেন শর্টস পরে। শেষ পর্যন্ত ছেলের পরামর্শে তিনি নাকি ডেনিম পরেছেন বলেই জানান। এ কথায় অনুষ্ঠানের সবাই একসঙ্গে হেসে দেন।
আমিরের কিছু ছবি বক্স অফিসে ভালো ফল করেনি—এমন প্রসঙ্গ উত্থাপন করার সঙ্গে সঙ্গে আমির বলেছেন, ‘হ্যাঁ, আমার শেষ দু-দুটি ছবি ভালো ব্যবসা করতে পারেনি।’
উল্লেখ, সম্প্রতি নেটফ্লিক্সে শুরু হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। এই শোয়ের প্রথম পর্বে অতিথির আসনে থাকবেন আমির খান। আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে পর্বটি প্রচার করে হবে।

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বিভিন্ন চ্যাট শো—আমিরের দেখা পাওয়া যায় না। ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার শোতে সব তারকাকে দেখা গেলেও আমিরের দেখা মেলেনি। এই শোতে আমির খান কোনো দিন আসবেন কি না, তা নিয়ে সঞ্চালকের মনে সংশয় ছিল। কিন্তু প্রথমবার এসে আমির এমন সব কথা বলেছেন যে, তা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে।
গতকাল প্রকাশ পেয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে আমির খানের পর্বটির প্রমো, যেখানে আমিরের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বলিউডের বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন উঠে এসেছে। আর আমিরকেও দেখা গেছে সব প্রশ্নের উত্তর দিতে। সেই সব নিয়ে চলছে আলোচনা।
অনুষ্ঠানে আমিরের কাছে প্রশ্ন করা হয়েছিল, ‘কেন তিনি বলিউডের কোনো অ্যাওয়ার্ড শোতে যান না?’ এতে আমিরের উত্তর, ‘সময়ের দাম আছে। তাই ঠিক কাজে সময় ব্যয় করা উচিত।’
বলিউডের অধিকাংশ অ্যাওয়ার্ড শো অর্গানিক নয়—এমন চর্চা চলছে বহু বছর ধরে। তার মধ্যে আমিরের মতো সুপারস্টারের এমন মন্তব্য আগুনে ঘি ঢেলেছে।
অনুষ্ঠানে আমিরের তৃতীয় বিয়ে সম্পর্কেও জানতে চান কপিল। প্রশ্নটি হেসে উড়িয়ে দেন আমির।
অনুষ্ঠানে আমির এটাও খোলসা করেছেন, বাচ্চারা তাঁর কোনো কথা শোনে না। যেমন এই শোতে সুপারস্টার আসতে চেয়েছিলেন শর্টস পরে। শেষ পর্যন্ত ছেলের পরামর্শে তিনি নাকি ডেনিম পরেছেন বলেই জানান। এ কথায় অনুষ্ঠানের সবাই একসঙ্গে হেসে দেন।
আমিরের কিছু ছবি বক্স অফিসে ভালো ফল করেনি—এমন প্রসঙ্গ উত্থাপন করার সঙ্গে সঙ্গে আমির বলেছেন, ‘হ্যাঁ, আমার শেষ দু-দুটি ছবি ভালো ব্যবসা করতে পারেনি।’
উল্লেখ, সম্প্রতি নেটফ্লিক্সে শুরু হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। এই শোয়ের প্রথম পর্বে অতিথির আসনে থাকবেন আমির খান। আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে পর্বটি প্রচার করে হবে।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১০ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১০ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১০ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১২ ঘণ্টা আগে