
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বিভিন্ন চ্যাট শো—আমিরের দেখা পাওয়া যায় না। ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার শোতে সব তারকাকে দেখা গেলেও আমিরের দেখা মেলেনি। এই শোতে আমির খান কোনো দিন আসবেন কি না, তা নিয়ে সঞ্চালকের মনে সংশয় ছিল। কিন্তু প্রথমবার এসে আমির এমন সব কথা বলেছেন যে, তা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে।
গতকাল প্রকাশ পেয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে আমির খানের পর্বটির প্রমো, যেখানে আমিরের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বলিউডের বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন উঠে এসেছে। আর আমিরকেও দেখা গেছে সব প্রশ্নের উত্তর দিতে। সেই সব নিয়ে চলছে আলোচনা।
অনুষ্ঠানে আমিরের কাছে প্রশ্ন করা হয়েছিল, ‘কেন তিনি বলিউডের কোনো অ্যাওয়ার্ড শোতে যান না?’ এতে আমিরের উত্তর, ‘সময়ের দাম আছে। তাই ঠিক কাজে সময় ব্যয় করা উচিত।’
বলিউডের অধিকাংশ অ্যাওয়ার্ড শো অর্গানিক নয়—এমন চর্চা চলছে বহু বছর ধরে। তার মধ্যে আমিরের মতো সুপারস্টারের এমন মন্তব্য আগুনে ঘি ঢেলেছে।
অনুষ্ঠানে আমিরের তৃতীয় বিয়ে সম্পর্কেও জানতে চান কপিল। প্রশ্নটি হেসে উড়িয়ে দেন আমির।
অনুষ্ঠানে আমির এটাও খোলসা করেছেন, বাচ্চারা তাঁর কোনো কথা শোনে না। যেমন এই শোতে সুপারস্টার আসতে চেয়েছিলেন শর্টস পরে। শেষ পর্যন্ত ছেলের পরামর্শে তিনি নাকি ডেনিম পরেছেন বলেই জানান। এ কথায় অনুষ্ঠানের সবাই একসঙ্গে হেসে দেন।
আমিরের কিছু ছবি বক্স অফিসে ভালো ফল করেনি—এমন প্রসঙ্গ উত্থাপন করার সঙ্গে সঙ্গে আমির বলেছেন, ‘হ্যাঁ, আমার শেষ দু-দুটি ছবি ভালো ব্যবসা করতে পারেনি।’
উল্লেখ, সম্প্রতি নেটফ্লিক্সে শুরু হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। এই শোয়ের প্রথম পর্বে অতিথির আসনে থাকবেন আমির খান। আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে পর্বটি প্রচার করে হবে।

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বিভিন্ন চ্যাট শো—আমিরের দেখা পাওয়া যায় না। ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার শোতে সব তারকাকে দেখা গেলেও আমিরের দেখা মেলেনি। এই শোতে আমির খান কোনো দিন আসবেন কি না, তা নিয়ে সঞ্চালকের মনে সংশয় ছিল। কিন্তু প্রথমবার এসে আমির এমন সব কথা বলেছেন যে, তা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে।
গতকাল প্রকাশ পেয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে আমির খানের পর্বটির প্রমো, যেখানে আমিরের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বলিউডের বিভিন্ন ইস্যু নিয়ে প্রশ্ন উঠে এসেছে। আর আমিরকেও দেখা গেছে সব প্রশ্নের উত্তর দিতে। সেই সব নিয়ে চলছে আলোচনা।
অনুষ্ঠানে আমিরের কাছে প্রশ্ন করা হয়েছিল, ‘কেন তিনি বলিউডের কোনো অ্যাওয়ার্ড শোতে যান না?’ এতে আমিরের উত্তর, ‘সময়ের দাম আছে। তাই ঠিক কাজে সময় ব্যয় করা উচিত।’
বলিউডের অধিকাংশ অ্যাওয়ার্ড শো অর্গানিক নয়—এমন চর্চা চলছে বহু বছর ধরে। তার মধ্যে আমিরের মতো সুপারস্টারের এমন মন্তব্য আগুনে ঘি ঢেলেছে।
অনুষ্ঠানে আমিরের তৃতীয় বিয়ে সম্পর্কেও জানতে চান কপিল। প্রশ্নটি হেসে উড়িয়ে দেন আমির।
অনুষ্ঠানে আমির এটাও খোলসা করেছেন, বাচ্চারা তাঁর কোনো কথা শোনে না। যেমন এই শোতে সুপারস্টার আসতে চেয়েছিলেন শর্টস পরে। শেষ পর্যন্ত ছেলের পরামর্শে তিনি নাকি ডেনিম পরেছেন বলেই জানান। এ কথায় অনুষ্ঠানের সবাই একসঙ্গে হেসে দেন।
আমিরের কিছু ছবি বক্স অফিসে ভালো ফল করেনি—এমন প্রসঙ্গ উত্থাপন করার সঙ্গে সঙ্গে আমির বলেছেন, ‘হ্যাঁ, আমার শেষ দু-দুটি ছবি ভালো ব্যবসা করতে পারেনি।’
উল্লেখ, সম্প্রতি নেটফ্লিক্সে শুরু হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। এই শোয়ের প্রথম পর্বে অতিথির আসনে থাকবেন আমির খান। আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে পর্বটি প্রচার করে হবে।

তিনি জানান, কান চলচ্চিত্র উৎসবে সমুদ্রসৈকতে দর্শকেরা চলচ্চিত্র উপভোগ করেন। এবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেই সুযোগ পাবেন বাংলাদেশের দর্শকেরা। এতে সহযোগিতা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
১২ ঘণ্টা আগে
বাঙালি মুসলমান নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়ার ‘সুলতানাস ড্রিম’ উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন স্প্যানিশ নারী নির্মাতা ইসাবেল হারগুয়েরা। ২০২৩ সালে ৮৬ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার প্রিমিয়ার হয় স্পেনের সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। ওই বছর স্পেনের প্রেক্ষাগৃহে মুক্তি পায়...
১ দিন আগে
মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল মেঘদূত নাট্য সম্প্রদায়। নাম ‘শায়েস্তা খাঁর পরী’। এটি দলের ২১তম প্রযোজনা। ১৯ জানুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।
১ দিন আগে
বছরের শুরুতে নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ১৪ জানুয়ারি রাত ১২টায় মুক্তি পাবে ‘আঁতকা’ নামের এই সিরিজ। পারিবারিক প্রেক্ষাপটের আশ্রয়ে নানান টুইস্ট রাখা হয়েছে এতে। রাবা খানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি।
১ দিন আগে