
সিনেমা হলে এখনও চলছে ‘সূর্যবংশী’। মাত্র দু’সপ্তাহেই দেড়শো কোটি টাকার বেশি ব্যবসা করেছে অক্ষয় কুমারের এই ছবি। এর মধ্যেই নতুন ছবির টিজার প্রকাশ করলেন অক্ষয় কুমার। বলিউডের খিলাড়িকে এবার দেখা যাবে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে। ঐতিহাসিক কোনো ব্যক্তির চরিত্রে এবারই প্রথম অভিনয় করছেন অক্ষয় কুমার।
যশরাজ ফিল্মসের প্রযোজনায় তৈরি ‘পৃথ্বীরাজ’। চন্দ্রপ্রকাশ ত্রিবেদীর পরিচালনায় ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। অক্ষয়ের বিপরীতেই বলিউডে নাম লেখাচ্ছেন প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী ছিল্লার। ছবিতে সংযুক্তার চরিত্রে অভিনয় করছেন তিনি। সংযুক্তা ও পৃথ্বীরাজের প্রেম কাহিনি এ ছবির অন্যতম আকর্ষণ।
অক্ষয়-মানুষী ছাড়াও এ ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত। তাঁকেও যোদ্ধার বেশে টিজারে দেখা যাচ্ছে। শোনা গিয়েছে, পৃথ্বীরাজের আত্মীয় বীর যোদ্ধা কাকা কানহার চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।
সিনেমায় চাঁদ বরদাইয়ের চরিত্রে রয়েছেন সোনু সুদ। ব্রজভাষায় ‘পৃথ্বীরাজ রসো’ তিনিই রচনা করেছিলেন। সাহিত্যপ্রেমীদের কাছে তা এক অমূল্য সম্পদ।
২০১০ সালেই ‘পৃথ্বীরাজ’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন চন্দ্রপ্রকাশ ত্রিবেদি। শোনা যায়, তখন তাঁর পৃথ্বীরাজ হিসেবে পছন্দ ছিল সানি দেওলকে। আর সংযুক্তার ভূমিকায় ঐশ্বর্য রাই বচ্চনকে ভেবেছিলেন পরিচালক। কিন্তু তা সম্ভব হয়নি। তারপর অনেকবছর ছবির জন্য কোনও প্রযোজক পাননি দ্বিবেদী।
২০১৮ সালে ছবিটি প্রযোজনা করতে রাজি হয় যশরাজ ফিল্মস। পৃথ্বীরাজ হিসেবে অভিনয় করতে রাজি হন অক্ষয় কুমার। নিজের ৫২তম জন্মদিনে ছবিতে অভিনয় করার কথা সোশ্যাল মিডিয়ায় জানান অক্ষয়। নায়িকা হিসেবে মানুষী ছিল্লারকে পছন্দ হয়। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাক্ষী তনওয়ার, মানব ভিজের মতো অভিনেতা।
২০২২ সালের ২১ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ‘পৃথ্বীরাজ’।

সিনেমা হলে এখনও চলছে ‘সূর্যবংশী’। মাত্র দু’সপ্তাহেই দেড়শো কোটি টাকার বেশি ব্যবসা করেছে অক্ষয় কুমারের এই ছবি। এর মধ্যেই নতুন ছবির টিজার প্রকাশ করলেন অক্ষয় কুমার। বলিউডের খিলাড়িকে এবার দেখা যাবে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে। ঐতিহাসিক কোনো ব্যক্তির চরিত্রে এবারই প্রথম অভিনয় করছেন অক্ষয় কুমার।
যশরাজ ফিল্মসের প্রযোজনায় তৈরি ‘পৃথ্বীরাজ’। চন্দ্রপ্রকাশ ত্রিবেদীর পরিচালনায় ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। অক্ষয়ের বিপরীতেই বলিউডে নাম লেখাচ্ছেন প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী ছিল্লার। ছবিতে সংযুক্তার চরিত্রে অভিনয় করছেন তিনি। সংযুক্তা ও পৃথ্বীরাজের প্রেম কাহিনি এ ছবির অন্যতম আকর্ষণ।
অক্ষয়-মানুষী ছাড়াও এ ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত। তাঁকেও যোদ্ধার বেশে টিজারে দেখা যাচ্ছে। শোনা গিয়েছে, পৃথ্বীরাজের আত্মীয় বীর যোদ্ধা কাকা কানহার চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।
সিনেমায় চাঁদ বরদাইয়ের চরিত্রে রয়েছেন সোনু সুদ। ব্রজভাষায় ‘পৃথ্বীরাজ রসো’ তিনিই রচনা করেছিলেন। সাহিত্যপ্রেমীদের কাছে তা এক অমূল্য সম্পদ।
২০১০ সালেই ‘পৃথ্বীরাজ’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন চন্দ্রপ্রকাশ ত্রিবেদি। শোনা যায়, তখন তাঁর পৃথ্বীরাজ হিসেবে পছন্দ ছিল সানি দেওলকে। আর সংযুক্তার ভূমিকায় ঐশ্বর্য রাই বচ্চনকে ভেবেছিলেন পরিচালক। কিন্তু তা সম্ভব হয়নি। তারপর অনেকবছর ছবির জন্য কোনও প্রযোজক পাননি দ্বিবেদী।
২০১৮ সালে ছবিটি প্রযোজনা করতে রাজি হয় যশরাজ ফিল্মস। পৃথ্বীরাজ হিসেবে অভিনয় করতে রাজি হন অক্ষয় কুমার। নিজের ৫২তম জন্মদিনে ছবিতে অভিনয় করার কথা সোশ্যাল মিডিয়ায় জানান অক্ষয়। নায়িকা হিসেবে মানুষী ছিল্লারকে পছন্দ হয়। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সাক্ষী তনওয়ার, মানব ভিজের মতো অভিনেতা।
২০২২ সালের ২১ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ‘পৃথ্বীরাজ’।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৫ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৬ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৬ ঘণ্টা আগে