
বছরের বিশেষ সময়গুলোতে সিনেমা মুক্তির হিড়িক পড়ে। অনেক অভিনেতা উৎসবের পরিকল্পনা আগে থেকেই রাখেন। এবারের ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে সালমান খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। বেশ কয়েক বছর পরে এবার ঈদে মুক্তি পাচ্ছে বলিউড ভাইজানের ছবি। তবে এর আগেই এবার জানা গেল, আগামী বছর ঈদেও ভক্তদের নিরাশ করবেন না সালমান। ইতিমধ্যেই সেই ছবি নিয়ে কথাবার্তা শুরু করে দিয়েছেন এ অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে বড় বাজেটের সিনেমাটির পরিচালনার দায়িত্বে থাকবেন করণ জোহর।
২৫ বছর আগে করণ জোহরের পরিচালনায় প্রথম সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’তে অভিনয় করেছিলেন সালমান। এরপর আর করণের পরিচালনায় অভিনয় করেননি সালমান।
জানা গেছে, বড় বাজেটের সিনেমাটি প্রযোজনার দায়িত্বে থাকবে ধর্ম প্রোডাকশন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে আরও জানা গেছে, সিনেমাটি ২০২৪ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
‘কিসি কা ভাই কিসি কি জান’-এর পরেও সালমানের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। শোনা যাচ্ছে, মণীশ শর্মার পরিচালনায় ‘টাইগার থ্রি’ এবং শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান এক্স টাইগার’ সিনেমার কাজ শেষ করার পরেই হয়তো করণের সঙ্গে নতুন ছবি নিয়ে কাজ শুরু করবেন সালমান।
এই ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। দক্ষিণী ব্যবসাসফল তামিল সিনেমা ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সিনেমাটি। সালমানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে ও শেহনাজ গিল।

বছরের বিশেষ সময়গুলোতে সিনেমা মুক্তির হিড়িক পড়ে। অনেক অভিনেতা উৎসবের পরিকল্পনা আগে থেকেই রাখেন। এবারের ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে সালমান খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। বেশ কয়েক বছর পরে এবার ঈদে মুক্তি পাচ্ছে বলিউড ভাইজানের ছবি। তবে এর আগেই এবার জানা গেল, আগামী বছর ঈদেও ভক্তদের নিরাশ করবেন না সালমান। ইতিমধ্যেই সেই ছবি নিয়ে কথাবার্তা শুরু করে দিয়েছেন এ অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে বড় বাজেটের সিনেমাটির পরিচালনার দায়িত্বে থাকবেন করণ জোহর।
২৫ বছর আগে করণ জোহরের পরিচালনায় প্রথম সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’তে অভিনয় করেছিলেন সালমান। এরপর আর করণের পরিচালনায় অভিনয় করেননি সালমান।
জানা গেছে, বড় বাজেটের সিনেমাটি প্রযোজনার দায়িত্বে থাকবে ধর্ম প্রোডাকশন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে আরও জানা গেছে, সিনেমাটি ২০২৪ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
‘কিসি কা ভাই কিসি কি জান’-এর পরেও সালমানের হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। শোনা যাচ্ছে, মণীশ শর্মার পরিচালনায় ‘টাইগার থ্রি’ এবং শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান এক্স টাইগার’ সিনেমার কাজ শেষ করার পরেই হয়তো করণের সঙ্গে নতুন ছবি নিয়ে কাজ শুরু করবেন সালমান।
এই ঈদে মুক্তি পাচ্ছে সালমান খানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। দক্ষিণী ব্যবসাসফল তামিল সিনেমা ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে সিনেমাটি। সালমানের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। চার বছর পর ঈদের সপ্তাহান্তে বড় পর্দায় ফিরছেন সালমান খান। ঈদে মুক্তি পাওয়া তাঁর সর্বশেষ সিনেমা ‘ভারত’। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান খান ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে ও শেহনাজ গিল।

মারা গেছেন বিশ্ব সিনেমার প্রখ্যাত পরিচালক বেলা তার। ৭০ বছর বয়সে প্রস্থান ঘটল এই হাঙ্গেরিয়ান পরিচালকের। ইউরোপিয়ান ফিল্ম একাডেমি এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বেলা তার।
১৪ ঘণ্টা আগে
ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রইদের।
১ দিন আগে
২০১৭ সালের ৫ জানুয়ারি কয়েকজন বন্ধু মিলে শুরু করেন ব্যান্ড কুঁড়েঘর। শুরুতে কাভার গান দিয়ে নজর কাড়লেও অল্প দিনেই মৌলিক গান দিয়েও জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। গতকাল প্রতিষ্ঠার ৯ বছর পূর্ণ করে ১০ বছরে পা দিল ব্যান্ড কুঁড়েঘর।
১ দিন আগে
দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে গত ডিসেম্বরে অনুমতি দেওয়া হয়নি ঢাকায় বিদেশি শিল্পীদের প্রায় অর্ধডজন কনসার্টের। স্বাভাবিকভাবেই তাই অনিশ্চয়তা আছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে। ১০ জানুয়ারি থেকে উৎসবটি শুরু হওয়ার কথা।
১ দিন আগে