
বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির সামনে গুলি চালানোর অভিযোগে সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে গুজরাটের ভুজ থেকে দুজন শুটারকে গ্রেপ্তার করে ভুজ পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাদের মুম্বাই পুলিশের অপরাধ শাখার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
মুম্বাই পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল সোমবার গভীর রাতে গুজরাটের ভুজ থেকে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত দু’জনকে আরও তদন্তের জন্য মুম্বাই নিয়ে আসা হচ্ছে।
গত রোববার ভোরে সালমান খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়। এরপর হেলমেটের আড়ালে মুখ ঢেকে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
মুম্বাই পুলিশের অপরাধ শাখা এই ঘটনাটিকে ‘পরিকল্পিত হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। ঘটনাস্থলে একটি তাজা কার্তুজও পাওয়া যায়। এর আগে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে তলব করেছিল মুম্বাই পুলিশ।
গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে মুম্বাই পুলিশের অপরাধ শাখার বিশেষ দশটি দল মোতায়েন করেছে মুম্বাই পুলিশ। এই ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ফোনে সালমান খানের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী শিন্ডে মুম্বাইয়ের পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা করে অভিনেতার নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দেন।
এই ঘটনার কয়েক ঘণ্টা পর, গ্যাংস্টার লরেন্স বিষ্ণইয়ের ভাই আনমোল বিষ্ণই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে গুলি চালানোর দায় স্বীকার করে অভিনেতাকে সতর্ক করে দিয়েছিল যে এটি কেবল ‘ট্রেলার’ ছিল।

বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির সামনে গুলি চালানোর অভিযোগে সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার গভীর রাতে গুজরাটের ভুজ থেকে দুজন শুটারকে গ্রেপ্তার করে ভুজ পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাদের মুম্বাই পুলিশের অপরাধ শাখার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
মুম্বাই পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল সোমবার গভীর রাতে গুজরাটের ভুজ থেকে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত দু’জনকে আরও তদন্তের জন্য মুম্বাই নিয়ে আসা হচ্ছে।
গত রোববার ভোরে সালমান খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়। এরপর হেলমেটের আড়ালে মুখ ঢেকে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
মুম্বাই পুলিশের অপরাধ শাখা এই ঘটনাটিকে ‘পরিকল্পিত হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। ঘটনাস্থলে একটি তাজা কার্তুজও পাওয়া যায়। এর আগে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে তলব করেছিল মুম্বাই পুলিশ।
গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে মুম্বাই পুলিশের অপরাধ শাখার বিশেষ দশটি দল মোতায়েন করেছে মুম্বাই পুলিশ। এই ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ফোনে সালমান খানের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী শিন্ডে মুম্বাইয়ের পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা করে অভিনেতার নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দেন।
এই ঘটনার কয়েক ঘণ্টা পর, গ্যাংস্টার লরেন্স বিষ্ণইয়ের ভাই আনমোল বিষ্ণই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে গুলি চালানোর দায় স্বীকার করে অভিনেতাকে সতর্ক করে দিয়েছিল যে এটি কেবল ‘ট্রেলার’ ছিল।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৫ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৫ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
৫ ঘণ্টা আগে