বিনোদন প্রতিবেদক

নিজের ও সহযোগীদের লাগেজে থাকা দামী ঘড়ির জন্য শুল্ক কর্মকর্তারা মুম্বাই বিমানবন্দরে কয়েক ঘণ্টা আটকে রেখেছিলেন বলিউড কিং শাহরুখ খানকে। বিলাসবহুল সেসব ঘড়ির জন্য ৬ লাখ ৩৮ হাজার রুপি শুল্ক দিয়েই তবে ছাড়া পেয়েছেন তাঁরা।
শারজা আন্তর্জাতিক বই মেলায় অংশ নিয়ে দেশে ফেরার পথে গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যমে খবর এসেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শাহরুখ ও তাঁর দল শারজা বিমানবন্দর থেকে ব্যক্তিগত উড়োজাহাজে করে মুম্বাই বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে নামেন। টার্মিনাল ছাড়ার সময় তাঁদের লাগেজে বিলাশবহুল ঘড়িগুলো পাওয়া যায়।
সূত্রের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, শুল্ক কর্মকর্তারা আনুষ্ঠানিকতা শেষে শাহরুখ ও তার ম্যানেজারকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হলেও দেহরক্ষীসহ তাঁর সফরসঙ্গীদের রাতভর আটকে রেখে জিজ্ঞাসাবাদের পরই ছাড়া হয়।
শুল্ক কর্মকর্তারা বলছেন, এই চলচ্চিত্র তারকা ও সহযোগীদের ব্যাগেজে প্রায় ১৮ লাখ রুপি মূল্যের ছয়টি ঘড়ির প্যাকেট পাওয়া গিয়েছিল।
বিশ্ব চলচ্চিত্র ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য দুবাইয়ে ৪১তম শারজা আন্তর্জাতিক বইমেলায় শাহরুখকে ‘গ্লোবাল আইকন অব সিনেমা অ্যান্ড কালচারাল ন্যারেটিভ অ্যাওয়ার্ডস’ পুরস্কার দেওয়া হয়।
সেখান থেকেই ব্যক্তিগত বিমানে গোটা টিম নিয়ে ফেরার পথে আটকা পড়েন শাহরুখ। তবে শুল্ক দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে শাহরুখ সহযোগিতার পাশাপাশি নিয়ম মেনে যা যা করণীয় ছিল, তার সবটাই করেছেন তিনি।
ছাড়া পাওয়ার পর কালবিলম্ব না করে বিমানবন্দর থেকে বেরিয়ে এই সুপারস্টার সোজা নিজের গাড়িতে উঠে চলে যান বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়।
বহুদিন পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র' সিনেমায় তাকে বিশেষ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তবে আগামী বছর তিনি তিনটি সিনেমা নিয়ে ফিরছেন।
‘পাঠান’, ‘ডানকি’, ‘জওয়ান’ মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে তার ভক্তরা।

নিজের ও সহযোগীদের লাগেজে থাকা দামী ঘড়ির জন্য শুল্ক কর্মকর্তারা মুম্বাই বিমানবন্দরে কয়েক ঘণ্টা আটকে রেখেছিলেন বলিউড কিং শাহরুখ খানকে। বিলাসবহুল সেসব ঘড়ির জন্য ৬ লাখ ৩৮ হাজার রুপি শুল্ক দিয়েই তবে ছাড়া পেয়েছেন তাঁরা।
শারজা আন্তর্জাতিক বই মেলায় অংশ নিয়ে দেশে ফেরার পথে গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যমে খবর এসেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শাহরুখ ও তাঁর দল শারজা বিমানবন্দর থেকে ব্যক্তিগত উড়োজাহাজে করে মুম্বাই বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে নামেন। টার্মিনাল ছাড়ার সময় তাঁদের লাগেজে বিলাশবহুল ঘড়িগুলো পাওয়া যায়।
সূত্রের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, শুল্ক কর্মকর্তারা আনুষ্ঠানিকতা শেষে শাহরুখ ও তার ম্যানেজারকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হলেও দেহরক্ষীসহ তাঁর সফরসঙ্গীদের রাতভর আটকে রেখে জিজ্ঞাসাবাদের পরই ছাড়া হয়।
শুল্ক কর্মকর্তারা বলছেন, এই চলচ্চিত্র তারকা ও সহযোগীদের ব্যাগেজে প্রায় ১৮ লাখ রুপি মূল্যের ছয়টি ঘড়ির প্যাকেট পাওয়া গিয়েছিল।
বিশ্ব চলচ্চিত্র ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য দুবাইয়ে ৪১তম শারজা আন্তর্জাতিক বইমেলায় শাহরুখকে ‘গ্লোবাল আইকন অব সিনেমা অ্যান্ড কালচারাল ন্যারেটিভ অ্যাওয়ার্ডস’ পুরস্কার দেওয়া হয়।
সেখান থেকেই ব্যক্তিগত বিমানে গোটা টিম নিয়ে ফেরার পথে আটকা পড়েন শাহরুখ। তবে শুল্ক দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে শাহরুখ সহযোগিতার পাশাপাশি নিয়ম মেনে যা যা করণীয় ছিল, তার সবটাই করেছেন তিনি।
ছাড়া পাওয়ার পর কালবিলম্ব না করে বিমানবন্দর থেকে বেরিয়ে এই সুপারস্টার সোজা নিজের গাড়িতে উঠে চলে যান বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়।
বহুদিন পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র' সিনেমায় তাকে বিশেষ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তবে আগামী বছর তিনি তিনটি সিনেমা নিয়ে ফিরছেন।
‘পাঠান’, ‘ডানকি’, ‘জওয়ান’ মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে তার ভক্তরা।

গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
৩১ মিনিট আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
৭ ঘণ্টা আগে
মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১৮ ঘণ্টা আগে
আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
১ দিন আগে