বিনোদন ডেস্ক

চার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানসিক থেরাপিতে অংশ নিচ্ছেন ইরা। এই বিশেষ থেরাপি নিয়ে তাঁদের বাবা-মেয়ের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে জানিয়েছেন আমির।
নেটফ্লিক্সের এক শোতে আমির খান মুখ খুলেছেন এ নিয়ে। জানিয়েছেন, নিজেদের মধ্যকার সমস্যাগুলো নিয়ে খোলাখুলি কথা বলতে ও সেগুলোর সমাধান করতে যৌথ থেরাপি নিচ্ছেন তাঁরা। সেই অভিজ্ঞতা জানিয়ে আমির বলেন, ‘ইরাই আমাকে অনেকটা জোর করে এ পথে নিয়ে এসেছে। তবে থেরাপিটা খুবই কাজে দিয়েছে। ইরা ও আমি কয়েক বছর ধরে যৌথ থেরাপি নিচ্ছি। আমাদের নিজেদের সম্পর্ক ভালো রাখার জন্যই থেরাপিস্টের কাছে যাওয়া। বছরের পর বছর ধরে যে সমস্যাগুলো ছিল আমাদের মধ্যে, তা সমাধানের একটা পথ পেয়েছি এর মাধ্যমে। প্রথমে অস্বস্তিতে ছিলাম, কিন্তু পরে বুঝতে পেরেছি এটা কতটা গুরুত্বপূর্ণ।’
এর আগে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টে হাজির হয়ে পরিবারে তাঁর অবদান নিয়ে অনুশোচনা প্রকাশ করেছিলেন আমির খান। জানিয়েছিলেন, কাজকে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর পারিবারিক জীবন। তিন সন্তান—ইরা, জুনায়েদ ও আজাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়ে তাঁদের পাশে থাকতে পারেননি অভিনেতা।
ওই শোতে আমির খান বলেন, ‘একসময় ইরা যখন ডিপ্রেশনে ভুগছিল, ওই সময় তার পাশে থাকার দরকার ছিল আমার। এখন যদিও সে ভালো আছে। জুনায়েদ ক্যারিয়ার শুরু করছে। বলতে গেলে আমাকে ছাড়াই বড় হয়েছে সে। এখন সে জীবনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে, এ সময়ে যদি তার সঙ্গে থাকতে না পারি, তাহলে লাভ কী? আজাদের বয়স এখন ৯ বছর। বছর তিনেকের মধ্যে সে টিনেজার হবে। তার শৈশব তো আর ফিরে আসবে না।’ সব দিক বিবেচনা করে আমির সিদ্ধান্ত নিয়েছেন, সন্তানদের সঙ্গে কাটাবেন বেশির ভাগ সময়।

চার দশকের বেশি সময় ধরে সিনেমার সঙ্গে জড়িয়ে আছেন আমির খান। মনপ্রাণ দিয়ে এত দিন শুধু কাজই করে গেছেন মিস্টার পারফেকশনিস্ট। কাজের ব্যস্ততায় পরিবারের দিকে খেয়াল রাখার তেমন সুযোগ পাননি। ফলে সন্তানদের সঙ্গে তাঁর এক ধরনের দূরত্ব রয়ে গেছে। এই দূরত্ব দূর করতে উদ্যোগী হয়েছেন আমিরকন্যা ইরা খান। বাবাকে নিয়ে মানসিক থেরাপিতে অংশ নিচ্ছেন ইরা। এই বিশেষ থেরাপি নিয়ে তাঁদের বাবা-মেয়ের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে জানিয়েছেন আমির।
নেটফ্লিক্সের এক শোতে আমির খান মুখ খুলেছেন এ নিয়ে। জানিয়েছেন, নিজেদের মধ্যকার সমস্যাগুলো নিয়ে খোলাখুলি কথা বলতে ও সেগুলোর সমাধান করতে যৌথ থেরাপি নিচ্ছেন তাঁরা। সেই অভিজ্ঞতা জানিয়ে আমির বলেন, ‘ইরাই আমাকে অনেকটা জোর করে এ পথে নিয়ে এসেছে। তবে থেরাপিটা খুবই কাজে দিয়েছে। ইরা ও আমি কয়েক বছর ধরে যৌথ থেরাপি নিচ্ছি। আমাদের নিজেদের সম্পর্ক ভালো রাখার জন্যই থেরাপিস্টের কাছে যাওয়া। বছরের পর বছর ধরে যে সমস্যাগুলো ছিল আমাদের মধ্যে, তা সমাধানের একটা পথ পেয়েছি এর মাধ্যমে। প্রথমে অস্বস্তিতে ছিলাম, কিন্তু পরে বুঝতে পেরেছি এটা কতটা গুরুত্বপূর্ণ।’
এর আগে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টে হাজির হয়ে পরিবারে তাঁর অবদান নিয়ে অনুশোচনা প্রকাশ করেছিলেন আমির খান। জানিয়েছিলেন, কাজকে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর পারিবারিক জীবন। তিন সন্তান—ইরা, জুনায়েদ ও আজাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়ে তাঁদের পাশে থাকতে পারেননি অভিনেতা।
ওই শোতে আমির খান বলেন, ‘একসময় ইরা যখন ডিপ্রেশনে ভুগছিল, ওই সময় তার পাশে থাকার দরকার ছিল আমার। এখন যদিও সে ভালো আছে। জুনায়েদ ক্যারিয়ার শুরু করছে। বলতে গেলে আমাকে ছাড়াই বড় হয়েছে সে। এখন সে জীবনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে, এ সময়ে যদি তার সঙ্গে থাকতে না পারি, তাহলে লাভ কী? আজাদের বয়স এখন ৯ বছর। বছর তিনেকের মধ্যে সে টিনেজার হবে। তার শৈশব তো আর ফিরে আসবে না।’ সব দিক বিবেচনা করে আমির সিদ্ধান্ত নিয়েছেন, সন্তানদের সঙ্গে কাটাবেন বেশির ভাগ সময়।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১৩ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৪ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১৪ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১৫ ঘণ্টা আগে