
দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান, সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমা দিয়ে। কিন্তু একের পর এক ফ্লপ ছবির নাম জড়িয়ে গেছে শাহরুখের নামের সঙ্গে। তাই তাঁর আত্মবিশ্বাস কিছুটা নড়বড়ে হয়ে গেছে কি না, কে জানে!
সে কারণে হয়তো কিছুটা ভর করতে চাইছেন সালমান খানের কাঁধে। তাই শাহরুখ নিজেই সালমানকে অনুরোধ করেছিলেন ‘পাঠান’ ছবিতে অভিনয়ের জন্য। শাহরুখকে না বলেননি সালমান।
পাঠান সিনেমায় সালমান খানের অংশের শুটিং শেষ হয়েছে। নতুন খবর হলো, সিনেমার ১০ দিনের শুটের জন্য সালমান কোনো পারিশ্রমিক নেননি। শুটিং শুরুর আগে বলেছেন, আগে ভালোভাবে কাজটা শেষ হোক। শুটিং শেষে আদিত্য চোপড়া পারিশ্রমিক নিয়ে কথা বলতে গেলে সালমান বলেছেন, শাহরুখ তাঁর ভাইয়ের মতো, শাহরুখের জন্য সে সবকিছু করতে পারে। সালমান তাঁর পারিশ্রমিক ‘পাঠান’ এবং ‘টাইগার থ্রি’ তে ব্যবহার করতে বলেছেন। আদিত্য চোপড়া সালমানের ব্যবহারে খুশি হয়ে সালমানকে দামি গিফট দেওয়ার চিন্তা করছেন বলে জানান বলিউড হাঙ্গামাকে।
এই ঘটনা আদিত্য চোপড়া যখন শাহরুখকে বলেছেন, শাহরুখ একদমই অবাক না হয়ে উত্তরে বলেন, ভাই তো ভাইই হয়।
এর আগে শাহরুখ-ক্য়াটরিনা ও অনুশকা শর্মা অভিনীত ‘জিরো’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল বলিউড ভাইজানকে। এ ছাড়া ‘কুছ কুছ হোতা হ্য়ায়’, ‘করণ অর্জুন’, ‘হাম তুমহারে হ্য়ায় সনম’ -এর মতো বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন শাহরুখ-সালমান।
২০১৮ সালে শাহরুখের জিরো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তাই পাঠান ছবিটি কেমন হয়, সেদিকেই তাকিয়ে বাদশার ভক্তমহল।
সূত্র: বলিউড হাঙ্গামা

দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান, সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমা দিয়ে। কিন্তু একের পর এক ফ্লপ ছবির নাম জড়িয়ে গেছে শাহরুখের নামের সঙ্গে। তাই তাঁর আত্মবিশ্বাস কিছুটা নড়বড়ে হয়ে গেছে কি না, কে জানে!
সে কারণে হয়তো কিছুটা ভর করতে চাইছেন সালমান খানের কাঁধে। তাই শাহরুখ নিজেই সালমানকে অনুরোধ করেছিলেন ‘পাঠান’ ছবিতে অভিনয়ের জন্য। শাহরুখকে না বলেননি সালমান।
পাঠান সিনেমায় সালমান খানের অংশের শুটিং শেষ হয়েছে। নতুন খবর হলো, সিনেমার ১০ দিনের শুটের জন্য সালমান কোনো পারিশ্রমিক নেননি। শুটিং শুরুর আগে বলেছেন, আগে ভালোভাবে কাজটা শেষ হোক। শুটিং শেষে আদিত্য চোপড়া পারিশ্রমিক নিয়ে কথা বলতে গেলে সালমান বলেছেন, শাহরুখ তাঁর ভাইয়ের মতো, শাহরুখের জন্য সে সবকিছু করতে পারে। সালমান তাঁর পারিশ্রমিক ‘পাঠান’ এবং ‘টাইগার থ্রি’ তে ব্যবহার করতে বলেছেন। আদিত্য চোপড়া সালমানের ব্যবহারে খুশি হয়ে সালমানকে দামি গিফট দেওয়ার চিন্তা করছেন বলে জানান বলিউড হাঙ্গামাকে।
এই ঘটনা আদিত্য চোপড়া যখন শাহরুখকে বলেছেন, শাহরুখ একদমই অবাক না হয়ে উত্তরে বলেন, ভাই তো ভাইই হয়।
এর আগে শাহরুখ-ক্য়াটরিনা ও অনুশকা শর্মা অভিনীত ‘জিরো’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল বলিউড ভাইজানকে। এ ছাড়া ‘কুছ কুছ হোতা হ্য়ায়’, ‘করণ অর্জুন’, ‘হাম তুমহারে হ্য়ায় সনম’ -এর মতো বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন শাহরুখ-সালমান।
২০১৮ সালে শাহরুখের জিরো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তাই পাঠান ছবিটি কেমন হয়, সেদিকেই তাকিয়ে বাদশার ভক্তমহল।
সূত্র: বলিউড হাঙ্গামা

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১৯ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১৯ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১৯ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৯ ঘণ্টা আগে