
হিন্দি চলচ্চিত্রের মান ক্রমেই নিচের দিকে নামছে বলে মনে করেন বিতর্কিত সিনেমা দ্য কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী। অমিতাভ বচ্চনের শাহেনশাহ মুক্তির পর ‘বলিউডের গল্প বলার ধরন খেই হারিয়েছে’ এবং শাহরুখ খান ও করণ জোহর হিন্দি সিনেমাকে বিপথে নিয়ে গেছে বলেও অভিযোগ করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অমিতাভ বচ্চনের শাহেনশাহর পর হিন্দি সিনেমা আর কোনো দিন প্রকৃত গল্প বলেনি। বিশেষ করে শাহরুখ খান ও করণ জোহরের সিনেমা ভারতীয় সংস্কৃতিকে অত্যন্ত ধ্বংসাত্মক পথে নিয়ে গেছে। আমি মনে করি, আসল ও সত্য গল্প বলাটা খুব জরুরি।’
তবে বিবেকের এই কথায় রীতিমতো চটেছে শাহরুখ ভক্তরা। অনেকেই বিবেকের সঙ্গে তুলনা টেনেছেন কঙ্গনা রানাউতের। একজন নেটিজেন লেখেন, ‘এ তো পুরো লেডি কঙ্গনা রানাউত।’ অনেকেই আবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রসঙ্গ তুলে খোঁচা দেন বিবেককে। আরেকজন লিখেছেন, ‘নিজে তো প্রোপাগান্ডা ছবি তৈরি করেন, অন্যকে নিয়ে আবার বড় বড় মন্তব্য কিসের?’
এই প্রথম নয়, এর আগেও শাহরুখের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যে সমালোচিত হয়েছিলেন বিবেক। ‘পাঠান’ সিনেমায় দীপিকার বিকিনি বিতর্কের সময় টুইটারে একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। সেখানে তিনি দাবি তোলেন পাঠানের গানের নাচ ‘অশ্লীল’ এবং এই ধরনের ভিডিওর কারণে ‘ধর্ষিত ও লাঞ্ছিত হয় সাধারণ মেয়েরা’।
প্রসঙ্গত, পরিচালক করণ জোহরের খুব কাছের বন্ধু শাহরুখ খান। ১৯৯৫ সালে আদিত্য চোপড়া পরিচালিত ‘দিলওয়ালে দুলহানিয়া লেজাঙ্গে’তে শাহরুখের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন করণ। এরপর পর্দার সেই বন্ধুত্ব গড়ায় বাস্তবে। পরিচালক করণের প্রথম সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’তে প্রধান চরিত্রে অভিনয় করেন শাহরুখ। পরবর্তীকালে ‘কাভি খুশি কাভি গম’, ‘কাভি আলবিদা না কেহনা’, ‘মাই নেম ইজ খান’-এর মতো ছবি উপহার দিয়েছে এই জুটি।
উল্লেখ্য, ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক আগামীতে নিয়ে আসছেন ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। আগামী ২৮ সেপ্টেম্বরেই মুক্তি পাবে এই ছবি। তাঁর হাতে রয়েছে ‘দ্য দিল্লি ফাইলস’-এর মতো ছবি।

হিন্দি চলচ্চিত্রের মান ক্রমেই নিচের দিকে নামছে বলে মনে করেন বিতর্কিত সিনেমা দ্য কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী। অমিতাভ বচ্চনের শাহেনশাহ মুক্তির পর ‘বলিউডের গল্প বলার ধরন খেই হারিয়েছে’ এবং শাহরুখ খান ও করণ জোহর হিন্দি সিনেমাকে বিপথে নিয়ে গেছে বলেও অভিযোগ করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অমিতাভ বচ্চনের শাহেনশাহর পর হিন্দি সিনেমা আর কোনো দিন প্রকৃত গল্প বলেনি। বিশেষ করে শাহরুখ খান ও করণ জোহরের সিনেমা ভারতীয় সংস্কৃতিকে অত্যন্ত ধ্বংসাত্মক পথে নিয়ে গেছে। আমি মনে করি, আসল ও সত্য গল্প বলাটা খুব জরুরি।’
তবে বিবেকের এই কথায় রীতিমতো চটেছে শাহরুখ ভক্তরা। অনেকেই বিবেকের সঙ্গে তুলনা টেনেছেন কঙ্গনা রানাউতের। একজন নেটিজেন লেখেন, ‘এ তো পুরো লেডি কঙ্গনা রানাউত।’ অনেকেই আবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রসঙ্গ তুলে খোঁচা দেন বিবেককে। আরেকজন লিখেছেন, ‘নিজে তো প্রোপাগান্ডা ছবি তৈরি করেন, অন্যকে নিয়ে আবার বড় বড় মন্তব্য কিসের?’
এই প্রথম নয়, এর আগেও শাহরুখের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যে সমালোচিত হয়েছিলেন বিবেক। ‘পাঠান’ সিনেমায় দীপিকার বিকিনি বিতর্কের সময় টুইটারে একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। সেখানে তিনি দাবি তোলেন পাঠানের গানের নাচ ‘অশ্লীল’ এবং এই ধরনের ভিডিওর কারণে ‘ধর্ষিত ও লাঞ্ছিত হয় সাধারণ মেয়েরা’।
প্রসঙ্গত, পরিচালক করণ জোহরের খুব কাছের বন্ধু শাহরুখ খান। ১৯৯৫ সালে আদিত্য চোপড়া পরিচালিত ‘দিলওয়ালে দুলহানিয়া লেজাঙ্গে’তে শাহরুখের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন করণ। এরপর পর্দার সেই বন্ধুত্ব গড়ায় বাস্তবে। পরিচালক করণের প্রথম সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’তে প্রধান চরিত্রে অভিনয় করেন শাহরুখ। পরবর্তীকালে ‘কাভি খুশি কাভি গম’, ‘কাভি আলবিদা না কেহনা’, ‘মাই নেম ইজ খান’-এর মতো ছবি উপহার দিয়েছে এই জুটি।
উল্লেখ্য, ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বিবেক আগামীতে নিয়ে আসছেন ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। আগামী ২৮ সেপ্টেম্বরেই মুক্তি পাবে এই ছবি। তাঁর হাতে রয়েছে ‘দ্য দিল্লি ফাইলস’-এর মতো ছবি।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১২ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১২ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৩ ঘণ্টা আগে