
করন জোহর জানিয়েছেন তাঁর অনুষ্ঠানের সঙ্গে বলিউডের প্রেমের নাকি যোগসূত্র রয়েছে। তাঁর ‘কফি উইথ করন’-এর আসনে বসে পছন্দের মানুষের নাম নিলেই নাকি ইচ্ছাপূরণ হয়।
ব্যাপারটা মোটেও কাকতালীয় নয়, এমন মনে করছেন অনেকেই। এর নাকি অনেক উদাহরণ আছে। ২০০৪ সালে শুরু হয় এই অনুষ্ঠান। এরপর এই অনুষ্ঠান ঘিরে কত না কাণ্ড ঘটে যায়। শুরু হয়েছে নতুন সিজন। এই সোফায় বসেই এক দিন ক্যাটরিনা বলেছিলেন, তাঁর ভিকি কৌশলকে ভালো লাগে। এখন তাঁরা সুখী দম্পতি। আলিয়াও নাকি এই সোফায় বসে বারবার রনবীরের নাম নিয়েছেন। পরে গাঁটছড়া বাঁধেন তাঁরা। সারা আলি খান ও কার্তিক আরিয়ানের প্রেমের শুরুও নাকি এই সোফা থেকেই!
করন বলেছেন ‘আমার অনুষ্ঠানের ওই আসনে জাদু আছে। এখানে বসে পছন্দের মানুষের নাম নিলেই তার সঙ্গে শুরু হয় প্রেম-পর্ব। এই আসনে বসেই এক দিন ক্যাটরিনা ভিকি কৌশলের প্রতি তাঁর দুর্বলতার কথা বলেছিল। সারা, কর্তিকের নাম বলেছিল। আর আলিয়া রণবীরের।’ এদের মধ্যে একমাত্র সারা-কার্তিকের সম্পর্ক ভেঙেছে। বাকিরা সুখে সংসার করছেন। সারা-কার্তিককে আবার একসঙ্গে দেখা যাচ্ছে, এর পিছনেও নাকি রয়েছে ওই সোফার ম্যাজিক। এমনটাই মনে করেন করন।
বন্ধুত্ব থেকে ভালোলাগা, ভালোলাগা থেকে ‘প্রেম’...আর প্রেমের পরেই বিচ্ছেদ। বলিউড সংবাদমাধ্যমগুলো বলছে, সারা-কার্তিকের মধ্যে নাকি সামান্য সৌজন্যমূলক কথাও ছিল না। কী করে এতটা তিক্ত হল সম্পর্ক? আর কেনই বা এক সময়ের জুটি ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করে দিয়েছেন! সেই তথ্য আজও অজানা। নতুন খবর দুজনে আবারও প্রেমে মজেছেন।
বেশ কিছু অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে সারা আলী খান ও কার্তিক আরিয়ানকে। গত মাসেই এক অনুষ্ঠানের রেড কার্পেটে একসঙ্গে দুই জনকে ছবি তুলতেও দেখা গিয়েছে। আর তাতেই শুরু হয়েছে গুঞ্জন। সারা-কার্তিক পরস্পরের প্রেমে মজেছেন আবার।
এর আগেও দুইজন গভীর সম্পর্কে জড়িয়েছিলেন। ২০১৮ নাগাদ তাঁদের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। এর পরেই জুটিকে দেখা যায় ‘লাভ আজ কাল’ সিনেমায়।
এই সিনেমা মু্ক্তির পরেই তাঁদের সম্পর্কেরও ইতি ঘটে যায়। সিনেমার মতো বাস্তবেও মুখ থুবড়ে পড়েছিল সারা-কার্তিকের সম্পর্ক। বলিউডের নতুন গুঞ্জন এই জুটিকে আবার একসঙ্গে দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে করন জোহরের মন্তব্য গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে।

করন জোহর জানিয়েছেন তাঁর অনুষ্ঠানের সঙ্গে বলিউডের প্রেমের নাকি যোগসূত্র রয়েছে। তাঁর ‘কফি উইথ করন’-এর আসনে বসে পছন্দের মানুষের নাম নিলেই নাকি ইচ্ছাপূরণ হয়।
ব্যাপারটা মোটেও কাকতালীয় নয়, এমন মনে করছেন অনেকেই। এর নাকি অনেক উদাহরণ আছে। ২০০৪ সালে শুরু হয় এই অনুষ্ঠান। এরপর এই অনুষ্ঠান ঘিরে কত না কাণ্ড ঘটে যায়। শুরু হয়েছে নতুন সিজন। এই সোফায় বসেই এক দিন ক্যাটরিনা বলেছিলেন, তাঁর ভিকি কৌশলকে ভালো লাগে। এখন তাঁরা সুখী দম্পতি। আলিয়াও নাকি এই সোফায় বসে বারবার রনবীরের নাম নিয়েছেন। পরে গাঁটছড়া বাঁধেন তাঁরা। সারা আলি খান ও কার্তিক আরিয়ানের প্রেমের শুরুও নাকি এই সোফা থেকেই!
করন বলেছেন ‘আমার অনুষ্ঠানের ওই আসনে জাদু আছে। এখানে বসে পছন্দের মানুষের নাম নিলেই তার সঙ্গে শুরু হয় প্রেম-পর্ব। এই আসনে বসেই এক দিন ক্যাটরিনা ভিকি কৌশলের প্রতি তাঁর দুর্বলতার কথা বলেছিল। সারা, কর্তিকের নাম বলেছিল। আর আলিয়া রণবীরের।’ এদের মধ্যে একমাত্র সারা-কার্তিকের সম্পর্ক ভেঙেছে। বাকিরা সুখে সংসার করছেন। সারা-কার্তিককে আবার একসঙ্গে দেখা যাচ্ছে, এর পিছনেও নাকি রয়েছে ওই সোফার ম্যাজিক। এমনটাই মনে করেন করন।
বন্ধুত্ব থেকে ভালোলাগা, ভালোলাগা থেকে ‘প্রেম’...আর প্রেমের পরেই বিচ্ছেদ। বলিউড সংবাদমাধ্যমগুলো বলছে, সারা-কার্তিকের মধ্যে নাকি সামান্য সৌজন্যমূলক কথাও ছিল না। কী করে এতটা তিক্ত হল সম্পর্ক? আর কেনই বা এক সময়ের জুটি ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করে দিয়েছেন! সেই তথ্য আজও অজানা। নতুন খবর দুজনে আবারও প্রেমে মজেছেন।
বেশ কিছু অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে সারা আলী খান ও কার্তিক আরিয়ানকে। গত মাসেই এক অনুষ্ঠানের রেড কার্পেটে একসঙ্গে দুই জনকে ছবি তুলতেও দেখা গিয়েছে। আর তাতেই শুরু হয়েছে গুঞ্জন। সারা-কার্তিক পরস্পরের প্রেমে মজেছেন আবার।
এর আগেও দুইজন গভীর সম্পর্কে জড়িয়েছিলেন। ২০১৮ নাগাদ তাঁদের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। এর পরেই জুটিকে দেখা যায় ‘লাভ আজ কাল’ সিনেমায়।
এই সিনেমা মু্ক্তির পরেই তাঁদের সম্পর্কেরও ইতি ঘটে যায়। সিনেমার মতো বাস্তবেও মুখ থুবড়ে পড়েছিল সারা-কার্তিকের সম্পর্ক। বলিউডের নতুন গুঞ্জন এই জুটিকে আবার একসঙ্গে দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে করন জোহরের মন্তব্য গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে।

এ বছর ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের খবর দেন তাহসান। এক বছর পার না হতেই তাহসান-রোজার সংসারে বেজে উঠেছে ভাঙনের সুর। আজকের পত্রিকাকে তাহসান নিজেই জানালেন, গত বছরের জুলাই মাস থেকে আলাদা থাকছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
উপকূলের মানুষের জীবনযাপনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘হাঙর’ নামের সিনেমা। বানিয়েছেন তন্ময় সূর্য। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নেপালি অভিনেতা প্রমোদ অগ্রাহারি। হাঙর দিয়ে বাংলাদেশি সিনেমায় অভিষেক হচ্ছে প্রমোদের। রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা।
১৭ ঘণ্টা আগে
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে আজ থেকে শুরু হচ্ছে চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
১৭ ঘণ্টা আগে
এক টেকে পুরো গানের শুটিং করে রেকর্ড গড়ল ‘পিনিক’ সিনেমা। ‘আধাচাঁদ’ শিরোনামের এই রোমান্টিক গানটি দিয়ে শেষ হয়েছে সিনেমার শুটিং। গানটিতে অভিনয় করেছেন শবনম বুবলী ও আদর আজাদ।
১৭ ঘণ্টা আগে