
করন জোহর জানিয়েছেন তাঁর অনুষ্ঠানের সঙ্গে বলিউডের প্রেমের নাকি যোগসূত্র রয়েছে। তাঁর ‘কফি উইথ করন’-এর আসনে বসে পছন্দের মানুষের নাম নিলেই নাকি ইচ্ছাপূরণ হয়।
ব্যাপারটা মোটেও কাকতালীয় নয়, এমন মনে করছেন অনেকেই। এর নাকি অনেক উদাহরণ আছে। ২০০৪ সালে শুরু হয় এই অনুষ্ঠান। এরপর এই অনুষ্ঠান ঘিরে কত না কাণ্ড ঘটে যায়। শুরু হয়েছে নতুন সিজন। এই সোফায় বসেই এক দিন ক্যাটরিনা বলেছিলেন, তাঁর ভিকি কৌশলকে ভালো লাগে। এখন তাঁরা সুখী দম্পতি। আলিয়াও নাকি এই সোফায় বসে বারবার রনবীরের নাম নিয়েছেন। পরে গাঁটছড়া বাঁধেন তাঁরা। সারা আলি খান ও কার্তিক আরিয়ানের প্রেমের শুরুও নাকি এই সোফা থেকেই!
করন বলেছেন ‘আমার অনুষ্ঠানের ওই আসনে জাদু আছে। এখানে বসে পছন্দের মানুষের নাম নিলেই তার সঙ্গে শুরু হয় প্রেম-পর্ব। এই আসনে বসেই এক দিন ক্যাটরিনা ভিকি কৌশলের প্রতি তাঁর দুর্বলতার কথা বলেছিল। সারা, কর্তিকের নাম বলেছিল। আর আলিয়া রণবীরের।’ এদের মধ্যে একমাত্র সারা-কার্তিকের সম্পর্ক ভেঙেছে। বাকিরা সুখে সংসার করছেন। সারা-কার্তিককে আবার একসঙ্গে দেখা যাচ্ছে, এর পিছনেও নাকি রয়েছে ওই সোফার ম্যাজিক। এমনটাই মনে করেন করন।
বন্ধুত্ব থেকে ভালোলাগা, ভালোলাগা থেকে ‘প্রেম’...আর প্রেমের পরেই বিচ্ছেদ। বলিউড সংবাদমাধ্যমগুলো বলছে, সারা-কার্তিকের মধ্যে নাকি সামান্য সৌজন্যমূলক কথাও ছিল না। কী করে এতটা তিক্ত হল সম্পর্ক? আর কেনই বা এক সময়ের জুটি ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করে দিয়েছেন! সেই তথ্য আজও অজানা। নতুন খবর দুজনে আবারও প্রেমে মজেছেন।
বেশ কিছু অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে সারা আলী খান ও কার্তিক আরিয়ানকে। গত মাসেই এক অনুষ্ঠানের রেড কার্পেটে একসঙ্গে দুই জনকে ছবি তুলতেও দেখা গিয়েছে। আর তাতেই শুরু হয়েছে গুঞ্জন। সারা-কার্তিক পরস্পরের প্রেমে মজেছেন আবার।
এর আগেও দুইজন গভীর সম্পর্কে জড়িয়েছিলেন। ২০১৮ নাগাদ তাঁদের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। এর পরেই জুটিকে দেখা যায় ‘লাভ আজ কাল’ সিনেমায়।
এই সিনেমা মু্ক্তির পরেই তাঁদের সম্পর্কেরও ইতি ঘটে যায়। সিনেমার মতো বাস্তবেও মুখ থুবড়ে পড়েছিল সারা-কার্তিকের সম্পর্ক। বলিউডের নতুন গুঞ্জন এই জুটিকে আবার একসঙ্গে দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে করন জোহরের মন্তব্য গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে।

করন জোহর জানিয়েছেন তাঁর অনুষ্ঠানের সঙ্গে বলিউডের প্রেমের নাকি যোগসূত্র রয়েছে। তাঁর ‘কফি উইথ করন’-এর আসনে বসে পছন্দের মানুষের নাম নিলেই নাকি ইচ্ছাপূরণ হয়।
ব্যাপারটা মোটেও কাকতালীয় নয়, এমন মনে করছেন অনেকেই। এর নাকি অনেক উদাহরণ আছে। ২০০৪ সালে শুরু হয় এই অনুষ্ঠান। এরপর এই অনুষ্ঠান ঘিরে কত না কাণ্ড ঘটে যায়। শুরু হয়েছে নতুন সিজন। এই সোফায় বসেই এক দিন ক্যাটরিনা বলেছিলেন, তাঁর ভিকি কৌশলকে ভালো লাগে। এখন তাঁরা সুখী দম্পতি। আলিয়াও নাকি এই সোফায় বসে বারবার রনবীরের নাম নিয়েছেন। পরে গাঁটছড়া বাঁধেন তাঁরা। সারা আলি খান ও কার্তিক আরিয়ানের প্রেমের শুরুও নাকি এই সোফা থেকেই!
করন বলেছেন ‘আমার অনুষ্ঠানের ওই আসনে জাদু আছে। এখানে বসে পছন্দের মানুষের নাম নিলেই তার সঙ্গে শুরু হয় প্রেম-পর্ব। এই আসনে বসেই এক দিন ক্যাটরিনা ভিকি কৌশলের প্রতি তাঁর দুর্বলতার কথা বলেছিল। সারা, কর্তিকের নাম বলেছিল। আর আলিয়া রণবীরের।’ এদের মধ্যে একমাত্র সারা-কার্তিকের সম্পর্ক ভেঙেছে। বাকিরা সুখে সংসার করছেন। সারা-কার্তিককে আবার একসঙ্গে দেখা যাচ্ছে, এর পিছনেও নাকি রয়েছে ওই সোফার ম্যাজিক। এমনটাই মনে করেন করন।
বন্ধুত্ব থেকে ভালোলাগা, ভালোলাগা থেকে ‘প্রেম’...আর প্রেমের পরেই বিচ্ছেদ। বলিউড সংবাদমাধ্যমগুলো বলছে, সারা-কার্তিকের মধ্যে নাকি সামান্য সৌজন্যমূলক কথাও ছিল না। কী করে এতটা তিক্ত হল সম্পর্ক? আর কেনই বা এক সময়ের জুটি ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করে দিয়েছেন! সেই তথ্য আজও অজানা। নতুন খবর দুজনে আবারও প্রেমে মজেছেন।
বেশ কিছু অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে সারা আলী খান ও কার্তিক আরিয়ানকে। গত মাসেই এক অনুষ্ঠানের রেড কার্পেটে একসঙ্গে দুই জনকে ছবি তুলতেও দেখা গিয়েছে। আর তাতেই শুরু হয়েছে গুঞ্জন। সারা-কার্তিক পরস্পরের প্রেমে মজেছেন আবার।
এর আগেও দুইজন গভীর সম্পর্কে জড়িয়েছিলেন। ২০১৮ নাগাদ তাঁদের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। এর পরেই জুটিকে দেখা যায় ‘লাভ আজ কাল’ সিনেমায়।
এই সিনেমা মু্ক্তির পরেই তাঁদের সম্পর্কেরও ইতি ঘটে যায়। সিনেমার মতো বাস্তবেও মুখ থুবড়ে পড়েছিল সারা-কার্তিকের সম্পর্ক। বলিউডের নতুন গুঞ্জন এই জুটিকে আবার একসঙ্গে দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে করন জোহরের মন্তব্য গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে।

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৪ ঘণ্টা আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
৪ ঘণ্টা আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
৪ ঘণ্টা আগে