
আজ ৮ জানুয়ারি উদয়পুরের তাজ লেক প্যালেসে বসছে আমিরকন্যা ইরা ও নূপুর শিখরের আনুষ্ঠানিক বিয়ের আসর। সম্প্রতি তাঁরা সেরেছেন কাগুজে বিয়ে। সেখানেই আমির খানের সঙ্গে ইরার মা তথা সাবেক স্ত্রী রীনা দত্তের ঘনিষ্ঠতা সবার নজর কেড়েছে। তবে মেয়ের বিয়ের এমন জমজমাট আয়োজন হলেও, আমির-রীনার বিয়েতে নাকি ১০ রুপির কম খরচ হয়েছিল।
সম্প্রতি সামনে আসা পুরোনো সাক্ষাৎকারে আমির খানকে বলতে শোনা গেছে, ‘আমি তিনজন সাক্ষীকে সঙ্গে নিয়ে কোর্ট ম্যারেজের মাধ্যমে গোপনে রীনাকে বিয়ে করেছিলাম। রীনার সঙ্গে আমার বিয়েটা সবচেয়ে সাশ্রয়ী বিয়ে ছিল। আমি ২১১ বাসে উঠে ৫০ পয়সার টিকিট কিনেছিলাম। এরপর আমি বান্দ্রা স্টেশনের পশ্চিমে নেমে, ব্রিজ পার হয়ে, পূর্বদিকে হাইওয়ে ধরে হাঁটা দিলাম। এরপর সেই হাইওয়ের ধারে নতুন একটি বাড়িতে প্রবেশ করি। যেখানে একটি বিবাহের রেজিস্ট্রির অফিসও ছিল। তাই আমার বিয়েতে খরচ লেগেছে ১০ রুপির কম।’
বিবাহ বিচ্ছেদের পরও রীনা দত্তের সঙ্গে আমির খান খুব সুন্দর সম্পর্ক বজায় রেখেছেন। তবে এই বিচ্ছেদ কতটা বেদনাদায়ক ছিল তা স্বীকার করতেও পিছপা হননি আমির। ভারতের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’ এর সিজন ৬-এর একটি পর্বে সেই সমস্ত মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন তিনি। তাঁর কথায়, ‘রীনা এবং আমি দীর্ঘ ১৬ বছর ধরে বিবাহিত জীবন কাটিয়েছিলাম। যখন আমরা আলাদা হয়ে যাই, তখন এটা আমাদের এবং আমাদের পরিবারের জন্য বেদনাদায়ক ছিল। আমরা যতটা সম্ভব পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছি। রীনা এবং আমি আমাদের বিচ্ছেদের পরেও একে অপরের প্রতি ভালোবাসা বা শ্রদ্ধা হারাইনি।’
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি থেকে রাজস্থানের উদয়পুরে ইরা-নূপুরের তিন দিনের জমকালো বিয়ের উৎসব চলছে। আজ আনুষ্ঠানিকে বিয়ের পর আগামী ১৩ জানুয়ারি মুম্বাইয়ে বসবে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গ্র্যান্ড রিসেপশনের অতিথিদের তালিকায় আছেন—সালমান খান, শাহরুখ খান, অজয় দেবগন, অমিতাভ বচ্চন, করণ জোহর, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকর, জুহি চাওলার মতো বড় তারকা।

আজ ৮ জানুয়ারি উদয়পুরের তাজ লেক প্যালেসে বসছে আমিরকন্যা ইরা ও নূপুর শিখরের আনুষ্ঠানিক বিয়ের আসর। সম্প্রতি তাঁরা সেরেছেন কাগুজে বিয়ে। সেখানেই আমির খানের সঙ্গে ইরার মা তথা সাবেক স্ত্রী রীনা দত্তের ঘনিষ্ঠতা সবার নজর কেড়েছে। তবে মেয়ের বিয়ের এমন জমজমাট আয়োজন হলেও, আমির-রীনার বিয়েতে নাকি ১০ রুপির কম খরচ হয়েছিল।
সম্প্রতি সামনে আসা পুরোনো সাক্ষাৎকারে আমির খানকে বলতে শোনা গেছে, ‘আমি তিনজন সাক্ষীকে সঙ্গে নিয়ে কোর্ট ম্যারেজের মাধ্যমে গোপনে রীনাকে বিয়ে করেছিলাম। রীনার সঙ্গে আমার বিয়েটা সবচেয়ে সাশ্রয়ী বিয়ে ছিল। আমি ২১১ বাসে উঠে ৫০ পয়সার টিকিট কিনেছিলাম। এরপর আমি বান্দ্রা স্টেশনের পশ্চিমে নেমে, ব্রিজ পার হয়ে, পূর্বদিকে হাইওয়ে ধরে হাঁটা দিলাম। এরপর সেই হাইওয়ের ধারে নতুন একটি বাড়িতে প্রবেশ করি। যেখানে একটি বিবাহের রেজিস্ট্রির অফিসও ছিল। তাই আমার বিয়েতে খরচ লেগেছে ১০ রুপির কম।’
বিবাহ বিচ্ছেদের পরও রীনা দত্তের সঙ্গে আমির খান খুব সুন্দর সম্পর্ক বজায় রেখেছেন। তবে এই বিচ্ছেদ কতটা বেদনাদায়ক ছিল তা স্বীকার করতেও পিছপা হননি আমির। ভারতের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’ এর সিজন ৬-এর একটি পর্বে সেই সমস্ত মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন তিনি। তাঁর কথায়, ‘রীনা এবং আমি দীর্ঘ ১৬ বছর ধরে বিবাহিত জীবন কাটিয়েছিলাম। যখন আমরা আলাদা হয়ে যাই, তখন এটা আমাদের এবং আমাদের পরিবারের জন্য বেদনাদায়ক ছিল। আমরা যতটা সম্ভব পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছি। রীনা এবং আমি আমাদের বিচ্ছেদের পরেও একে অপরের প্রতি ভালোবাসা বা শ্রদ্ধা হারাইনি।’
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি থেকে রাজস্থানের উদয়পুরে ইরা-নূপুরের তিন দিনের জমকালো বিয়ের উৎসব চলছে। আজ আনুষ্ঠানিকে বিয়ের পর আগামী ১৩ জানুয়ারি মুম্বাইয়ে বসবে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গ্র্যান্ড রিসেপশনের অতিথিদের তালিকায় আছেন—সালমান খান, শাহরুখ খান, অজয় দেবগন, অমিতাভ বচ্চন, করণ জোহর, অক্ষয় কুমার, কারিনা কাপুর খান, রাজকুমার হিরানি, আশুতোষ গোয়ারিকর, জুহি চাওলার মতো বড় তারকা।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
৩ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
৩ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৪ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৪ ঘণ্টা আগে