Ajker Patrika

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা শ্রেয়স তালপাড়ে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১১: ৫৩
হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা শ্রেয়স তালপাড়ে

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা শ্রেয়স তালপাড়ে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বাইতে জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর শুটিং শেষ করে বাড়ি ফেরার ঠিক পরেই হৃদ্‌রোগে আক্রান্ত হন ৪৭ বছর বয়সী এই অভিনেতা।

শ্রেয়সকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপর পশ্চিম মুম্বাইয়ের আন্ধেরি বেলভিউ হাসপাতালে অভিনেতার এনজিওপ্লাস্টি করা হয়। তবে শ্রেয়সের বর্তমানে অবস্থা জানাতে পারেনি ভারতীয় কোনো সংবাদমাধ্যম।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার পুরো দিন একেবারে সুস্থ ছিলেন শ্রেয়স। এমনকি সারা দিন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর শুটিংও করেছিলেন। সারা দিনের শুটিং শেষ করে বাড়ি ফিরে স্ত্রীকে জানান যে, তিনি অস্বস্তি বোধ করছেন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে।

একাধিক ব্যবসাসফল হিন্দি ও মারাঠি সিনেমায় অভিনয় করেছেন শ্রেয়স তালপাড়ে। বিশেষ প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়ও। দুই দশকের ক্যারিয়ারে শ্রেয়স ৪৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন।

প্রসঙ্গত, গত বুধবার থেকে শুরু হয়েছে ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমার শুটিং। এতে দেখা যাবে অক্ষয় কুমার, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, জ্যাকুলিন ফার্নান্দেজ, দিশা পাটানি, সঞ্জয় দত্ত, সুনীল শেঠি, আরশাদ ওয়ারসি, পরেশ রাওয়াল, জনি লিভার, রাজপাল যাদব, তুষার কাপুর, শ্রেয়স তালপাড়সহ একঝাঁক তারকাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত