অনলাইন ডেস্ক
বলিউড অভিনেত্রী সারা আলী খানকে নিয়ে আবারও নতুন গুঞ্জন ছড়িয়েছে। মডেল-অভিনেতা অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ইন্টারনেটে চলছে আলোচনা। এই গুঞ্জন শুরু হয় গত বছর, যখন কেদারনাথে তাঁদের তোলা কয়েকটি ছবি ভাইরাল হয়। জানা গেছে, সারা ঘন ঘন কেদারনাথ দর্শনে যান, আর সেই জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যাওয়া এই জল্পনার আগুনে ঘি ঢেলে দেয়।
পরবর্তীতে রাজস্থানের একই লোকেশন থেকে তাঁরা আলাদা আলাদা ছবি শেয়ার করেন। তখন এই গুঞ্জন আরও জোরালো হয়।
সম্প্রতি, মডেল-অভিনেতা অর্জুন প্রতাপ বাজওয়া একটি সাক্ষাৎকারে এই সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খোলেন। টিম বরিন্দর চাওলার সঙ্গে কথোপকথনে তিনি বলেন, ‘যে যা লিখতে চায়, লিখবেই। এটা তাঁদের কাজ। আমি কেবল নিজের কাজের দিকে মনোযোগ দিই, আর এসব আমাকে তেমন বিরক্ত করে না।’
অর্জুন একজন মডেল, অভিনেতা ও ফিটনেস অনুরাগী। তার বাবা ফতেহ সিং বাজওয়া একজন রাজনীতিক এবং পাঞ্জাবে বিজেপির জ্যেষ্ঠ সদস্য। অর্জুন ব্যান্ড অব মহারাজাস সিনেমার জন্য পরিচিত এবং ‘সিং ইজ ব্লিং’ সিনেমায় সহকারী হিসেবে কাজ করেছেন। এ ছাড়া তিনি একজন প্রশিক্ষিত এমএমএ ফাইটার। তবে সারা আলী খান এই গুঞ্জন নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
কাজের ক্ষেত্রে সারা সম্প্রতি স্কাই ফোর্স সিনেমায় ভীর পাহারিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। ভীর যিনি সারার প্রাক্তন প্রেমিক হিসেবে পরিচিত, এই সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছেন। সিনেমার প্রচারণার সময় ভীর বলেন, ‘সারা আমাকে অনেক সাহায্য করেছেন এবং তার অভিজ্ঞতা আমাকে এগিয়ে যেতে সহায়ক হয়েছে। আমি তার প্রতি কৃতজ্ঞ।’
বলিউড অভিনেত্রী সারা আলী খানকে নিয়ে আবারও নতুন গুঞ্জন ছড়িয়েছে। মডেল-অভিনেতা অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ইন্টারনেটে চলছে আলোচনা। এই গুঞ্জন শুরু হয় গত বছর, যখন কেদারনাথে তাঁদের তোলা কয়েকটি ছবি ভাইরাল হয়। জানা গেছে, সারা ঘন ঘন কেদারনাথ দর্শনে যান, আর সেই জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যাওয়া এই জল্পনার আগুনে ঘি ঢেলে দেয়।
পরবর্তীতে রাজস্থানের একই লোকেশন থেকে তাঁরা আলাদা আলাদা ছবি শেয়ার করেন। তখন এই গুঞ্জন আরও জোরালো হয়।
সম্প্রতি, মডেল-অভিনেতা অর্জুন প্রতাপ বাজওয়া একটি সাক্ষাৎকারে এই সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খোলেন। টিম বরিন্দর চাওলার সঙ্গে কথোপকথনে তিনি বলেন, ‘যে যা লিখতে চায়, লিখবেই। এটা তাঁদের কাজ। আমি কেবল নিজের কাজের দিকে মনোযোগ দিই, আর এসব আমাকে তেমন বিরক্ত করে না।’
অর্জুন একজন মডেল, অভিনেতা ও ফিটনেস অনুরাগী। তার বাবা ফতেহ সিং বাজওয়া একজন রাজনীতিক এবং পাঞ্জাবে বিজেপির জ্যেষ্ঠ সদস্য। অর্জুন ব্যান্ড অব মহারাজাস সিনেমার জন্য পরিচিত এবং ‘সিং ইজ ব্লিং’ সিনেমায় সহকারী হিসেবে কাজ করেছেন। এ ছাড়া তিনি একজন প্রশিক্ষিত এমএমএ ফাইটার। তবে সারা আলী খান এই গুঞ্জন নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
কাজের ক্ষেত্রে সারা সম্প্রতি স্কাই ফোর্স সিনেমায় ভীর পাহারিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। ভীর যিনি সারার প্রাক্তন প্রেমিক হিসেবে পরিচিত, এই সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছেন। সিনেমার প্রচারণার সময় ভীর বলেন, ‘সারা আমাকে অনেক সাহায্য করেছেন এবং তার অভিজ্ঞতা আমাকে এগিয়ে যেতে সহায়ক হয়েছে। আমি তার প্রতি কৃতজ্ঞ।’
প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ পৃথিবীর সঙ্গে মেলবন্ধন রেখে একক কনসার্ট নিয়ে আসছে ব্যান্ড অর্থহীন। কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি’। জনপ্রিয় ভিডিও গেম সাইবারপাঙ্ক ২০৭৭-এর আদলে কনসার্টটি সাজানো হবে বলে জানিয়েছে ব্যান্ডটি।
২০ ঘণ্টা আগে১৯৪২ সালের ২৫ জুন বরিশালে জন্ম প্রতুল মুখোপাধ্যায়ের। ৮৩ বছর বয়সে কলকাতায় জীবনপথের যাত্রা শেষ হলো তাঁর। গতকাল শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে কলকাতার এসএসকেএম হাসপাতালে মারা যান এই গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী। বাংলাকে খুব ভালোবাসতেন প্রতুল। তাই তো সৃষ্টি করেছিলেন ‘আমি বাংলায় গান গাই’...
২০ ঘণ্টা আগেমঞ্চে নতুন নাটক নিয়ে আসছে শূন্যন রেপার্টরি থিয়েটার। ‘আত্মজয়’ নামের নাটকটি লিখেছেন মোমেনা চৌধুরী, নির্দেশনায় শামীম সাগর। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটকটি। আত্মজয় দিয়ে এক বছর পর মঞ্চে ফিরছেন তাহমিনা সুলতানা মৌ।
২০ ঘণ্টা আগেকয়েকটা মাস অভিনয় নিয়ে ভালোই ব্যস্ততায় কাটালেন সেলেনা গোমেজ। তাঁর অভিনীত ‘এমিলিয়া পেরেজ’ অস্কারে এবার ১৩টি মনোনয়ন পেয়েছে। সিনেমার অভিনয়শিল্পী কার্লা সোফিয়া গ্যাসকনকে নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছে। এসব অধ্যায় পার করে আবারও নিজের চেনা ভুবনে, গানে ফিরলেন সেলেনা। ঘোষণা দিলেন নতুন অ্যালবামের।
২০ ঘণ্টা আগে