Ajker Patrika

কান্না ধরে রাখতে পারলেন না কাজল

কান্না ধরে রাখতে পারলেন না কাজল

কাজল, রানি মুখার্জিদের বাড়ির দুর্গাপুজা মুম্বাইয়েও বেশ জনপ্রিয়। মুখোর্জি বাড়ির পুজাতে অংশ নেওয়ার জন্য দূর দূর থেকে লোক ছুটে আসেন। তার কারণ ভোগ খাওয়া এবং সামনে থেকে কাজল, রানিদের এক ঝলক দেখে নেওয়া। প্রতিবারই নিয়ম মেনে কাজল ও রানিরা এই পুজায় রীতিমতো কোমর বেঁধে নেমে পড়েন। পুজার প্রত্যেকটি আচার-অনুষ্ঠানে অংশও নেন তাঁরা। তবে করোনার কারণে গত বছর থেকেই একটু অন্যরকম মুখার্জি বাড়ির পুজা। আর এবার তো বাইরের দর্শনার্থীদের ভিতরে ঢোকার অনুমতিই নেই।

কাজলসম্প্রতি সামনে এল কাজল ও রানির বাড়ির পুজার এক ভিডিও। যেখানে লাল শাড়িতে দেখা গেল কাজলকে। গত বছরের পুজায় বাড়িতে আসতে পারেননি কাজল। দেখা হয়নি কাকা, জ্যাঠাদের সঙ্গে। ভিডিওতে দেখা গেল কাকা, জ্যাঠাদের সামনে পেয়ে জড়িয়ে ধরলেন কাজল। ক্যামেরার সামনেই কেঁদে ফেললেন। কাজলের এই অবস্থা দেখে তাঁকে সামলে নিলেন কাকা দেব মুখার্জি। মুছে দিলেন কাজলের চোখের পানি।

কাজলসপ্তমী থেকে দশমী মুখার্জি বাড়িতেই কাটান কাজল। এই পুজাতে অংশ নেন স্বামী অজয় দেবগনও। সঙ্গে থাকেন কাজলের কন্যা ও পুত্র। পুজার কয়েকটা দিন কাজল একেবারেই বাঙালি মেয়ে। শাড়ি পরেন, ভোগ খান, পুজার নানা অনুষ্ঠানের সঙ্গে যুক্তও হন। ঢাকের তালে নাচেনও কাজল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত