
দীর্ঘ ২২ বছর পর ‘তারা সিং’ হয়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছেন সানি দেওল। এ সাফল্যের মাঝেই ঋণ পরিশোধ না করতে পারার মাশুল গুনতে হলো অভিনেতাকে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নিলামে উঠেছে সানি দেওলের প্রিয় ‘জুহু ভিলা’।
সানি দেওলের এই বিশালাকার বিলাসবহুল বাংলোটি মুম্বাইয়ের জুহুতে অবস্থিত। সেই বাংলোজুড়ে অনেক স্মৃতি জমে আছে দেওল পরিবারের। এবার সেই বাংলোকেই নিলামে তুলেছে ভারতের একটি বেসরকারি ব্যাংক। ঋণ শোধ করতে না পারায় এমন সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি।
ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, ব্যাংকের থেকে ৫৬ কোটি রুপি ঋণ নিয়েছিলেন অভিনেতা সানি দেওল। কিন্তু শোধ করতে পারেননি তিনি। এবার তাই সানি দেওলের কাছ থেকে সুদসহ ঋণ শোধ করতে অভিনেতার জুহুর বাংলোকে নিলামে তুলেছে ওই ব্যাংক। জুহুর গান্ধীগ্রাম রোডে ৫৯৯ দমমিক ৪৪ স্কয়ার মিটার জায়গার ওপর অবস্থিত ওই ভিলা।
আজ রোববার সংবাদপত্রে ব্যাংকের সেই নিলামে তোলার বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। বিজ্ঞাপনে ঋণ নেওয়ার আরও কিছু তথ্যের উল্লেখও রয়েছে। সানির ভাই ববি দেওলের প্রকৃত নামও (বিজয় সিং দেওল) দেখা গিয়েছে ওই বিজ্ঞাপনে। আর করপোরেট গ্যারেন্টর হিসেবে নাম দেওয়া হয়েছে ‘গদর ২’ অভিনেতার সংস্থা সানি সাউন্ডস প্রাইভেট লিমিটেডের।
প্রসঙ্গত, ১১ আগস্ট মুক্তি পেয়েছে সানি দেওল-আমিশা প্যাটেলের সিনেমা ‘গদর-২ ’। ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও আমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। মুক্তির ৯ দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির বক্স অফিস আয় ৪০০ কোটি রুপি স্পর্শ করেছে।

দীর্ঘ ২২ বছর পর ‘তারা সিং’ হয়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছেন সানি দেওল। এ সাফল্যের মাঝেই ঋণ পরিশোধ না করতে পারার মাশুল গুনতে হলো অভিনেতাকে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নিলামে উঠেছে সানি দেওলের প্রিয় ‘জুহু ভিলা’।
সানি দেওলের এই বিশালাকার বিলাসবহুল বাংলোটি মুম্বাইয়ের জুহুতে অবস্থিত। সেই বাংলোজুড়ে অনেক স্মৃতি জমে আছে দেওল পরিবারের। এবার সেই বাংলোকেই নিলামে তুলেছে ভারতের একটি বেসরকারি ব্যাংক। ঋণ শোধ করতে না পারায় এমন সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি।
ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, ব্যাংকের থেকে ৫৬ কোটি রুপি ঋণ নিয়েছিলেন অভিনেতা সানি দেওল। কিন্তু শোধ করতে পারেননি তিনি। এবার তাই সানি দেওলের কাছ থেকে সুদসহ ঋণ শোধ করতে অভিনেতার জুহুর বাংলোকে নিলামে তুলেছে ওই ব্যাংক। জুহুর গান্ধীগ্রাম রোডে ৫৯৯ দমমিক ৪৪ স্কয়ার মিটার জায়গার ওপর অবস্থিত ওই ভিলা।
আজ রোববার সংবাদপত্রে ব্যাংকের সেই নিলামে তোলার বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। বিজ্ঞাপনে ঋণ নেওয়ার আরও কিছু তথ্যের উল্লেখও রয়েছে। সানির ভাই ববি দেওলের প্রকৃত নামও (বিজয় সিং দেওল) দেখা গিয়েছে ওই বিজ্ঞাপনে। আর করপোরেট গ্যারেন্টর হিসেবে নাম দেওয়া হয়েছে ‘গদর ২’ অভিনেতার সংস্থা সানি সাউন্ডস প্রাইভেট লিমিটেডের।
প্রসঙ্গত, ১১ আগস্ট মুক্তি পেয়েছে সানি দেওল-আমিশা প্যাটেলের সিনেমা ‘গদর-২ ’। ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও আমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। মুক্তির ৯ দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির বক্স অফিস আয় ৪০০ কোটি রুপি স্পর্শ করেছে।

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
৬ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
৬ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে