
আলোচিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মত প্রকাশ করে থাকেন। তসলিমার মন্তব্য ঘিরে নানা সময়ে সৃষ্টি হয়েছে আলোচনা-সমালোচনার। এবার তিনি বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন আর তাঁর ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে টুইট করে নতুন আলোচনার জন্ম দিলেন।
সম্প্রতি ‘দশভি’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক। এটি নিয়ে বিগ বি অমিতাভ টুইটারে লেখেন, ‘আমার গর্ব, আমার আনন্দ তুমি। সবার উপহাসের জবাব দিয়েছ। তবে কিছু না বলেই, নিজের কাজের মাধ্যমে। তুমি সেরা ছিলে এবং থাকবে।’
এরই জেরে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) টুইট করে নিজের মত প্রকাশ করেন তসলিমা। তিনি লেখেন, ‘অমিতজি সন্তানকে এতটাই ভালোবাসেন যে ভাবেন তাঁর সব ভালো গুণ, প্রতিভা ছেলের মধ্যে রয়েছে। এবং ভাবেন তাঁর পুত্রই সেরা। অভিষেক ভালো, কিন্তু অমিতাভ বচ্চনের মতো প্রতিভা তাঁর নেই।’
তসলিমার এই টুইটের পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বচ্চন। টুইটে অভিষেক লিখেছেন, ‘আপনি একেবারে ঠিক কথা বলেছেন। প্রতিভা কিংবা অন্য কোনো কিছুর দিক থেকেই তাঁর সমকক্ষ কেউ হতে পারবে না। অমিতাভ বচ্চন সর্বদাই সেরাই থাকবেন, আমি গর্বিত তাঁর ছেলে হয়ে।’
তসলিমার করা পোস্টের পর অভিষেক বচ্চনের পক্ষে রিটুইট করেন অনেকেই। অমিতাভ বচ্চনের সঙ্গে অভিষেকের তুলনা টানতেই নারাজ তাঁরা।
এদিকে আজ শুক্রবার সকালে তসলিমা নাসরিন আরেকটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘আমি অভিষেকের নম্রতা ও বিনয়ে অভিভূত।’ অভিষেক অভিনীত ‘দশভি’ দেখা শুরু করেছেন বলেও জানান তসলিমা।

আলোচিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মত প্রকাশ করে থাকেন। তসলিমার মন্তব্য ঘিরে নানা সময়ে সৃষ্টি হয়েছে আলোচনা-সমালোচনার। এবার তিনি বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন আর তাঁর ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে টুইট করে নতুন আলোচনার জন্ম দিলেন।
সম্প্রতি ‘দশভি’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন অভিষেক। এটি নিয়ে বিগ বি অমিতাভ টুইটারে লেখেন, ‘আমার গর্ব, আমার আনন্দ তুমি। সবার উপহাসের জবাব দিয়েছ। তবে কিছু না বলেই, নিজের কাজের মাধ্যমে। তুমি সেরা ছিলে এবং থাকবে।’
এরই জেরে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) টুইট করে নিজের মত প্রকাশ করেন তসলিমা। তিনি লেখেন, ‘অমিতজি সন্তানকে এতটাই ভালোবাসেন যে ভাবেন তাঁর সব ভালো গুণ, প্রতিভা ছেলের মধ্যে রয়েছে। এবং ভাবেন তাঁর পুত্রই সেরা। অভিষেক ভালো, কিন্তু অমিতাভ বচ্চনের মতো প্রতিভা তাঁর নেই।’
তসলিমার এই টুইটের পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বচ্চন। টুইটে অভিষেক লিখেছেন, ‘আপনি একেবারে ঠিক কথা বলেছেন। প্রতিভা কিংবা অন্য কোনো কিছুর দিক থেকেই তাঁর সমকক্ষ কেউ হতে পারবে না। অমিতাভ বচ্চন সর্বদাই সেরাই থাকবেন, আমি গর্বিত তাঁর ছেলে হয়ে।’
তসলিমার করা পোস্টের পর অভিষেক বচ্চনের পক্ষে রিটুইট করেন অনেকেই। অমিতাভ বচ্চনের সঙ্গে অভিষেকের তুলনা টানতেই নারাজ তাঁরা।
এদিকে আজ শুক্রবার সকালে তসলিমা নাসরিন আরেকটি টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘আমি অভিষেকের নম্রতা ও বিনয়ে অভিভূত।’ অভিষেক অভিনীত ‘দশভি’ দেখা শুরু করেছেন বলেও জানান তসলিমা।

২০১৭ সালের শেষ দিকে ‘দাহকাল’ সিনেমার শুটিং শুরু করেছিলেন নির্মাতা ধ্রুব হাসান। বিভিন্ন কারণে সে সময় কাজটি শেষ করতে পারেননি নির্মাতা। ২০২২ সালে আবার কাজ শুরু হয়। তবে বদলে যায় সিনেমার নাম ও গল্প। ২০২৪ সালে ‘ফাতিমা’ নামে প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি।
২ ঘণ্টা আগে
প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীতে তরুণ নাট্যকর্মীদের সম্মানিত করে নাট্যদল এথিক। কাজের স্বীকৃতি ও অনুপ্রেরণাস্বরূপ দেওয়া হয় ‘এথিক তারুণ্য সম্মাননা’। প্রতিষ্ঠার ১৭ বছর উদ্যাপন উপলক্ষে এ বছরও ১৭টি নাট্যদলের ১৭ নাট্যকর্মীকে সম্মাননা দিচ্ছে এথিক।
২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২ ঘণ্টা আগে
২০১৮ সালে যাত্রা শুরু করে ব্যান্ড সোনার বাংলা সার্কাস। ২০২০ সালে ব্যান্ডটি প্রকাশ করে তাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’। ছয় বছর পর নতুন অ্যালবাম নিয়ে এসেছে সোনার বাংলা সার্কাস। নাম ‘মহাশ্মশান’। গতকাল ইউটিউব ও স্পটিফাইতে প্রকাশ পেয়েছে নতুন এই অ্যালবাম।
২ ঘণ্টা আগে