
বলিউড বনাম দক্ষিণের লড়াই যেন একা হাতেই ঠান্ডা করলেন শাহরুখ খান। গতকাল বুধবার ‘জওয়ান’ সিনেমার গ্র্যান্ড মিউজিক রিলিজ অনুষ্ঠানে দক্ষিণী তারকাদের মধ্যমণি হয়ে মঞ্চ মাতিয়েছেন বলিউড বাদশাহ। প্রকৃত অর্থেই তিনি যেন ভারতীয় সিনেদুনিয়ার ‘বাদশা’ অবতারে ধরা দিলেন।
অনুষ্ঠানে শাহরুখের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দক্ষিণের তারকারা। আর সেখানেই সিনেমাটির শিল্প নির্দেশক মুথুরাজ জানিয়েছেন এক বড় তথ্য। জওয়ানের শুটিংয়ের কারণে উপকৃত হয়েছে চেন্নাইয়ের ৩ হাজারেরও অধিক পরিবার।
মুথুরাজ বলেন, ‘সিনেমার সেট মুম্বাইয়েও ফেলা যেত, কিন্তু শাহরুখ এর পরও চেন্নাইয়ে এসেছিলেন শুটিংয়ে। জওয়ানের শুটিং হয় ১৫০ দিনের মতো, যার মাঝে ৩০ দিন শুটিংয়ে অংশ নেন শাহরুখ। এর ফলে চেন্নাইয়ের প্রায় ৩ হাজার পরিবার উপকৃত হয়েছে। বলিউড বাদশাহর প্রতি কৃতজ্ঞতা।’
গতকাল বুধবার সকাল থেকেই চেন্নাইয়ে ‘জওয়ান’-এর ঝোড়ো হাওয়া বইতে থাকে। শ্রী সাইরাম ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে তিল ধারণের জায়গা ছিল না, এর বাইরেও ব্যানার-ফেস্টুন হাতে ‘শাহরুখ-শাহরুখ’ চিৎকারে চারদিক প্রকম্পিত হয়েছে।
উল্লেখ্য, ‘জওয়ান’-এর সিংহভাগ শুটিংই চেন্নাইয়ে হয়েছে। গত বছর যখন একটানা ৩০ দিন সেখানে শুটিং করেছিলেন শাহরুখ, তখন পরিচালক অ্যাটলিও সে কারণে তাঁকে ধন্যবাদ জানিয়ে লিখেছিলেন, ‘শাহরুখ প্রকৃতই রাজা। অন্তত হাজার হাজার পরিবার এই শুটের জন্য উপকৃত হলো।’
গ্র্যান্ড মিউজিক লঞ্চ শাহরুখের সঙ্গে ছিলেন বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়ামণি, অনিরুদ্ধ আরসহ একাধিক দক্ষিণী তারকা। প্রিরিলিজ অনুষ্ঠানের নানান মুহূর্ত ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এদিন শাহরুখকে ১. ২. ৩. ৪ গানে নাচতে দেখা যায়।
‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম ও কন্নড় ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।

বলিউড বনাম দক্ষিণের লড়াই যেন একা হাতেই ঠান্ডা করলেন শাহরুখ খান। গতকাল বুধবার ‘জওয়ান’ সিনেমার গ্র্যান্ড মিউজিক রিলিজ অনুষ্ঠানে দক্ষিণী তারকাদের মধ্যমণি হয়ে মঞ্চ মাতিয়েছেন বলিউড বাদশাহ। প্রকৃত অর্থেই তিনি যেন ভারতীয় সিনেদুনিয়ার ‘বাদশা’ অবতারে ধরা দিলেন।
অনুষ্ঠানে শাহরুখের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দক্ষিণের তারকারা। আর সেখানেই সিনেমাটির শিল্প নির্দেশক মুথুরাজ জানিয়েছেন এক বড় তথ্য। জওয়ানের শুটিংয়ের কারণে উপকৃত হয়েছে চেন্নাইয়ের ৩ হাজারেরও অধিক পরিবার।
মুথুরাজ বলেন, ‘সিনেমার সেট মুম্বাইয়েও ফেলা যেত, কিন্তু শাহরুখ এর পরও চেন্নাইয়ে এসেছিলেন শুটিংয়ে। জওয়ানের শুটিং হয় ১৫০ দিনের মতো, যার মাঝে ৩০ দিন শুটিংয়ে অংশ নেন শাহরুখ। এর ফলে চেন্নাইয়ের প্রায় ৩ হাজার পরিবার উপকৃত হয়েছে। বলিউড বাদশাহর প্রতি কৃতজ্ঞতা।’
গতকাল বুধবার সকাল থেকেই চেন্নাইয়ে ‘জওয়ান’-এর ঝোড়ো হাওয়া বইতে থাকে। শ্রী সাইরাম ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে তিল ধারণের জায়গা ছিল না, এর বাইরেও ব্যানার-ফেস্টুন হাতে ‘শাহরুখ-শাহরুখ’ চিৎকারে চারদিক প্রকম্পিত হয়েছে।
উল্লেখ্য, ‘জওয়ান’-এর সিংহভাগ শুটিংই চেন্নাইয়ে হয়েছে। গত বছর যখন একটানা ৩০ দিন সেখানে শুটিং করেছিলেন শাহরুখ, তখন পরিচালক অ্যাটলিও সে কারণে তাঁকে ধন্যবাদ জানিয়ে লিখেছিলেন, ‘শাহরুখ প্রকৃতই রাজা। অন্তত হাজার হাজার পরিবার এই শুটের জন্য উপকৃত হলো।’
গ্র্যান্ড মিউজিক লঞ্চ শাহরুখের সঙ্গে ছিলেন বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়ামণি, অনিরুদ্ধ আরসহ একাধিক দক্ষিণী তারকা। প্রিরিলিজ অনুষ্ঠানের নানান মুহূর্ত ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এদিন শাহরুখকে ১. ২. ৩. ৪ গানে নাচতে দেখা যায়।
‘জওয়ান’ নির্মাণ করেছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, যোগী বাবু প্রমুখ। সিনেমাটিতে অতিথি চরিত্রে হাজির হবেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম ও কন্নড় ভাষায় আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।

বাঙালি মুসলমান নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়ার ‘সুলতানাস ড্রিম’ উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন স্প্যানিশ নারী নির্মাতা ইসাবেল হারগুয়েরা। ২০২৩ সালে ৮৬ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার প্রিমিয়ার হয় স্পেনের সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। ওই বছর স্পেনের প্রেক্ষাগৃহে মুক্তি পায়...
৩ ঘণ্টা আগে
মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল মেঘদূত নাট্য সম্প্রদায়। নাম ‘শায়েস্তা খাঁর পরী’। এটি দলের ২১তম প্রযোজনা। ১৯ জানুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।
৩ ঘণ্টা আগে
বছরের শুরুতে নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ১৪ জানুয়ারি রাত ১২টায় মুক্তি পাবে ‘আঁতকা’ নামের এই সিরিজ। পারিবারিক প্রেক্ষাপটের আশ্রয়ে নানান টুইস্ট রাখা হয়েছে এতে। রাবা খানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি।
৫ ঘণ্টা আগে
রবিন হুড মানেই আমাদের চোখে ভেসে ওঠে এক পরোপকারী বীরের ছবি। ধনীদের সম্পদ গরিবের মধ্যে বিলিয়ে দেওয়া এক মহানায়ক। কিন্তু ‘দ্য ডেথ অব রবিন হুড’ সিনেমায় এই চেনা গল্প সম্পূর্ণ বদলে গেছে। চিরাচরিত রবিন হুডের বীরত্বগাথা থেকে বেরিয়ে তাকে একজন অনুতপ্ত অপরাধী হিসেবে দেখানো হয়েছে এতে।
৫ ঘণ্টা আগে