বিনোদন ডেস্ক

আমির খানের সঙ্গে ‘সিতারে জমিন পার’ সিনেমায় অভিনয় করে সবার মন জয় করে নিয়েছেন জেনেলিয়া দেশমুখ। সিনেমাটি জেনেলিয়ার জন্য একটু বেশিই স্পেশাল। কারণ, এটি দিয়ে ১৩ বছর পর বলিউডে ফিরেছেন অভিনেত্রী। সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল ২০১২ সালে মুক্তি পাওয়া ‘তেরে নাল লাভ হো গায়া’ সিনেমায়।
এরপর কয়েকটি হিন্দি সিনেমায় অতিথি চরিত্রে দেখা দিয়েছেন। ‘ইটস মাই লাইফ’, ‘মিস্টার মাম্মি’র মতো হিন্দি ভাষার সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ও করেছেন। তবে এগুলো প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। সেই অর্থে সিতারে জমিন পার দিয়ে এক যুগের বেশি সময় পর হিন্দি সিনেমা নিয়ে হলে ফিরেছেন জেনেলিয়া।

ফিরেই দর্শকের প্রতিক্রিয়া দেখে চমকে গেছেন জেনেলিয়া। অভিনেত্রী বলেন, ‘গত ১০ বছর খুব বেশি কাজ করিনি। বন্ধুদের অনুরোধে দু-একটা অতিথি চরিত্র করেছি। ওটিটির জন্য দু-তিনটি সিনেমা করেছি। আমি ভেবেছিলাম, দর্শক আমাকে ভুলেই গেছে, নিজেকে অতটা গুরুত্বপূর্ণ মনে হতো না। কিন্তু সিতারে জমিন পার মুক্তির পর আমার সেই ধারণা বদলে গেছে। দর্শক আমাকে চমকে দিয়েছে।’

জেনেলিয়া বলেন, ‘মানুষ আমার প্রশংসা করছেন। বলছেন, তাঁরা আমাকে আরও বেশি পর্দায় দেখতে চান। সিতারে জমিন পার আমির খানের সিনেমা, সে কারণে দর্শকের আগ্রহ এটার দিকে এমনিই থাকত। ভাবিনি যে এতে আলাদা করে আমারও অস্তিত্ব রয়েছে। দর্শক যখন আমার অভিনয় আরও বেশি দেখতে চায়, একজন শিল্পী হিসেবে সেটা আমার কাছে বিশেষ ব্যাপার।’

সিতারে জমিন পার সিনেমায় তিনি যুক্ত হয়েছিলেন আমির খানের আগ্রহে, জানান জেনেলিয়া। বলেন, ‘আমির খানের সঙ্গে রিতেশের কোথাও দেখা হয়েছিল। উনি জানতে চান, জেনেলিয়া এখন কাজ করছে কি না! রিতেশ বলেছিল, হ্যাঁ, কাজ করছে। তারপর আমির খান আমাকে পরিচালক আর এস প্রসন্নের সঙ্গে দেখা করতে বলেন। আমি চরিত্রটির জন্য অডিশন দিয়ে এতে অভিনয়ের সুযোগ পাই। হয়তো অনেকের মনে হতে পারে, দুই দশক ধরে অভিনয়ের পর কেন অডিশন! তবে আমি মনে করি, যেকোনো সিনেমায় যুক্ত হওয়ার এটাই সবচেয়ে ভালো উপায়।’
সিতারে জমিন পারে আমির অভিনয় করেছেন এক রাগী কোচের ভূমিকায়। যাকে বদলে দেয় বিশেষভাবে সক্ষম একদল কিশোর। এতে জেনেলিয়া অভিনয় করেছেন আমিরের স্ত্রীর চরিত্রে। সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছে।
২০ জুন মুক্তি পাওয়া সিতারে জমিন পার এখনো রমরমিয়ে চলছে সিনেমা হলে। ৮০ কোটি রুপিতে তৈরি সিনেমাটি এ পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ২৩৯ দশমিক ৫০ কোটি রুপি।

আমির খানের সঙ্গে ‘সিতারে জমিন পার’ সিনেমায় অভিনয় করে সবার মন জয় করে নিয়েছেন জেনেলিয়া দেশমুখ। সিনেমাটি জেনেলিয়ার জন্য একটু বেশিই স্পেশাল। কারণ, এটি দিয়ে ১৩ বছর পর বলিউডে ফিরেছেন অভিনেত্রী। সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল ২০১২ সালে মুক্তি পাওয়া ‘তেরে নাল লাভ হো গায়া’ সিনেমায়।
এরপর কয়েকটি হিন্দি সিনেমায় অতিথি চরিত্রে দেখা দিয়েছেন। ‘ইটস মাই লাইফ’, ‘মিস্টার মাম্মি’র মতো হিন্দি ভাষার সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ও করেছেন। তবে এগুলো প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। সেই অর্থে সিতারে জমিন পার দিয়ে এক যুগের বেশি সময় পর হিন্দি সিনেমা নিয়ে হলে ফিরেছেন জেনেলিয়া।

ফিরেই দর্শকের প্রতিক্রিয়া দেখে চমকে গেছেন জেনেলিয়া। অভিনেত্রী বলেন, ‘গত ১০ বছর খুব বেশি কাজ করিনি। বন্ধুদের অনুরোধে দু-একটা অতিথি চরিত্র করেছি। ওটিটির জন্য দু-তিনটি সিনেমা করেছি। আমি ভেবেছিলাম, দর্শক আমাকে ভুলেই গেছে, নিজেকে অতটা গুরুত্বপূর্ণ মনে হতো না। কিন্তু সিতারে জমিন পার মুক্তির পর আমার সেই ধারণা বদলে গেছে। দর্শক আমাকে চমকে দিয়েছে।’

জেনেলিয়া বলেন, ‘মানুষ আমার প্রশংসা করছেন। বলছেন, তাঁরা আমাকে আরও বেশি পর্দায় দেখতে চান। সিতারে জমিন পার আমির খানের সিনেমা, সে কারণে দর্শকের আগ্রহ এটার দিকে এমনিই থাকত। ভাবিনি যে এতে আলাদা করে আমারও অস্তিত্ব রয়েছে। দর্শক যখন আমার অভিনয় আরও বেশি দেখতে চায়, একজন শিল্পী হিসেবে সেটা আমার কাছে বিশেষ ব্যাপার।’

সিতারে জমিন পার সিনেমায় তিনি যুক্ত হয়েছিলেন আমির খানের আগ্রহে, জানান জেনেলিয়া। বলেন, ‘আমির খানের সঙ্গে রিতেশের কোথাও দেখা হয়েছিল। উনি জানতে চান, জেনেলিয়া এখন কাজ করছে কি না! রিতেশ বলেছিল, হ্যাঁ, কাজ করছে। তারপর আমির খান আমাকে পরিচালক আর এস প্রসন্নের সঙ্গে দেখা করতে বলেন। আমি চরিত্রটির জন্য অডিশন দিয়ে এতে অভিনয়ের সুযোগ পাই। হয়তো অনেকের মনে হতে পারে, দুই দশক ধরে অভিনয়ের পর কেন অডিশন! তবে আমি মনে করি, যেকোনো সিনেমায় যুক্ত হওয়ার এটাই সবচেয়ে ভালো উপায়।’
সিতারে জমিন পারে আমির অভিনয় করেছেন এক রাগী কোচের ভূমিকায়। যাকে বদলে দেয় বিশেষভাবে সক্ষম একদল কিশোর। এতে জেনেলিয়া অভিনয় করেছেন আমিরের স্ত্রীর চরিত্রে। সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত সাড়া ফেলেছে।
২০ জুন মুক্তি পাওয়া সিতারে জমিন পার এখনো রমরমিয়ে চলছে সিনেমা হলে। ৮০ কোটি রুপিতে তৈরি সিনেমাটি এ পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ২৩৯ দশমিক ৫০ কোটি রুপি।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১৫ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১৫ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১৫ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৫ ঘণ্টা আগে