বিনোদন ডেস্ক

ঢাকা: এক বছর ধরে বলিউডের যে দুই নায়িকা সবচেয়ে বেশি চর্চায় থেকেছেন, তাঁরা নিঃসন্দেহে রিয়া চক্রবর্তী ও অঙ্কিতা লোখান্ডে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক গার্লফ্রেন্ড অঙ্কিতা লোখান্ডে ও রিয়া চক্রবর্তী। রিয়া সুশান্ত সিং রাজপুত মামলার মূল আসামিও। জীবদ্দশায় সুশান্ত কোনো দিনই রিয়াকে নিজের গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেননি, কিন্তু সুশান্তের মৃত্যুর পর রিয়া নিজেই গার্লফ্রেন্ড হওয়ার দাবি জানান। অন্যদিকে সুশান্ত-অঙ্কিতার প্রেমকাহিনি সবার জানা। সাত বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা, ২০১৬ সালে ভেঙে যায় এই ‘পবিত্র রিসতা’খ্যাত দুই তারকার প্রেম। ওই বছরই সুশান্তের সঙ্গে পরিচয় রিয়া চক্রবর্তীর।
এবার শোনা যাচ্ছে এক ছাদের নিচে থাকতে পারেন রিয়া চক্রবর্তী ও অঙ্কিতা লোখান্ডে। বিগ বসের ১৫ নম্বর সিজনের জন্য নাকি অফার করা হয়েছে। এক বাড়িতে থেকে কি মুখোমুখি হবেন সুশান্তের দুই সাবেক বান্ধবী? পুরোটাই নির্ভর করছে রিয়া ও অঙ্কিতার সিদ্ধান্তের ওপর।
সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন অঙ্কিতা। সরাসরি রিয়া চক্রবর্তীর দিকে আঙুল না তুললেও সুশান্তকে নিয়ে রিয়ার একাধিক দাবি মিথ্যা বলে প্রকাশ্যে জানিয়েছেন অঙ্কিতা। অন্যদিকে অঙ্কিতা ‘সুশান্তের বিধবা’ সাজার চেষ্টা করছেন, এমন বাক্যবাণে অঙ্কিতা লোখান্ডেকে সরাসরি বিঁধেছেন রিয়া চক্রবর্তী। পিছিয়ে থাকেননি রিয়ার বান্ধবী শিবানি দাণ্ডেকরসহ আরও অনেকে। তর্ক-বিতর্কে ভরপুর শো-তে এই দুই বিতর্কিত ব্যক্তিত্ব এন্ট্রি নিলে টিআরপি যে বাড়বে তা নিয়ে দ্বিমত নেই।
অঙ্কিতা, রিয়া ছাড়া এই সিজনে দেখা যেতে পারে নেহা মারদা, জেনিফার উইনগেট, নাগিন খ্যাত আদা খান, দিশা পারমার, দিশা ভাকানি, সুরভি চন্দা, তেজস্বী প্রকাশ ও ইন্ডিয়ান আইডল ১–এর বিজয়ী অভিজিৎ সাওয়ান্তকে।
গত বছর বিগ বসের ট্রফি উঠেছিল রুবিনা দিলায়েকের হাতে, পাশাপাশি লাইমলাইট কেড়েছিলেন রাহুল বৈদ্য ও রাখি সাওয়ান্ত। তবে বিগ বস সিজন ১৩–এর সাফল্য রিপিট করতে ব্যর্থ হন রাহুল-রুবিনারা।
‘সিধনাজ’ জুটিকে ছুঁতে পারেনি কেউই, ১৫ নম্বর সিজনে অবশ্য রোম্যান্স নয়, রিয়া-অঙ্কিতাকেই তুরুপের তাস হিসেবে দেখছেন নির্মাতারা।

ঢাকা: এক বছর ধরে বলিউডের যে দুই নায়িকা সবচেয়ে বেশি চর্চায় থেকেছেন, তাঁরা নিঃসন্দেহে রিয়া চক্রবর্তী ও অঙ্কিতা লোখান্ডে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক গার্লফ্রেন্ড অঙ্কিতা লোখান্ডে ও রিয়া চক্রবর্তী। রিয়া সুশান্ত সিং রাজপুত মামলার মূল আসামিও। জীবদ্দশায় সুশান্ত কোনো দিনই রিয়াকে নিজের গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেননি, কিন্তু সুশান্তের মৃত্যুর পর রিয়া নিজেই গার্লফ্রেন্ড হওয়ার দাবি জানান। অন্যদিকে সুশান্ত-অঙ্কিতার প্রেমকাহিনি সবার জানা। সাত বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা, ২০১৬ সালে ভেঙে যায় এই ‘পবিত্র রিসতা’খ্যাত দুই তারকার প্রেম। ওই বছরই সুশান্তের সঙ্গে পরিচয় রিয়া চক্রবর্তীর।
এবার শোনা যাচ্ছে এক ছাদের নিচে থাকতে পারেন রিয়া চক্রবর্তী ও অঙ্কিতা লোখান্ডে। বিগ বসের ১৫ নম্বর সিজনের জন্য নাকি অফার করা হয়েছে। এক বাড়িতে থেকে কি মুখোমুখি হবেন সুশান্তের দুই সাবেক বান্ধবী? পুরোটাই নির্ভর করছে রিয়া ও অঙ্কিতার সিদ্ধান্তের ওপর।
সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন অঙ্কিতা। সরাসরি রিয়া চক্রবর্তীর দিকে আঙুল না তুললেও সুশান্তকে নিয়ে রিয়ার একাধিক দাবি মিথ্যা বলে প্রকাশ্যে জানিয়েছেন অঙ্কিতা। অন্যদিকে অঙ্কিতা ‘সুশান্তের বিধবা’ সাজার চেষ্টা করছেন, এমন বাক্যবাণে অঙ্কিতা লোখান্ডেকে সরাসরি বিঁধেছেন রিয়া চক্রবর্তী। পিছিয়ে থাকেননি রিয়ার বান্ধবী শিবানি দাণ্ডেকরসহ আরও অনেকে। তর্ক-বিতর্কে ভরপুর শো-তে এই দুই বিতর্কিত ব্যক্তিত্ব এন্ট্রি নিলে টিআরপি যে বাড়বে তা নিয়ে দ্বিমত নেই।
অঙ্কিতা, রিয়া ছাড়া এই সিজনে দেখা যেতে পারে নেহা মারদা, জেনিফার উইনগেট, নাগিন খ্যাত আদা খান, দিশা পারমার, দিশা ভাকানি, সুরভি চন্দা, তেজস্বী প্রকাশ ও ইন্ডিয়ান আইডল ১–এর বিজয়ী অভিজিৎ সাওয়ান্তকে।
গত বছর বিগ বসের ট্রফি উঠেছিল রুবিনা দিলায়েকের হাতে, পাশাপাশি লাইমলাইট কেড়েছিলেন রাহুল বৈদ্য ও রাখি সাওয়ান্ত। তবে বিগ বস সিজন ১৩–এর সাফল্য রিপিট করতে ব্যর্থ হন রাহুল-রুবিনারা।
‘সিধনাজ’ জুটিকে ছুঁতে পারেনি কেউই, ১৫ নম্বর সিজনে অবশ্য রোম্যান্স নয়, রিয়া-অঙ্কিতাকেই তুরুপের তাস হিসেবে দেখছেন নির্মাতারা।

ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রইদের।
১০ ঘণ্টা আগে
২০১৭ সালের ৫ জানুয়ারি কয়েকজন বন্ধু মিলে শুরু করেন ব্যান্ড কুঁড়েঘর। শুরুতে কাভার গান দিয়ে নজর কাড়লেও অল্প দিনেই মৌলিক গান দিয়েও জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। গতকাল প্রতিষ্ঠার ৯ বছর পূর্ণ করে ১০ বছরে পা দিল ব্যান্ড কুঁড়েঘর।
১০ ঘণ্টা আগে
দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে গত ডিসেম্বরে অনুমতি দেওয়া হয়নি ঢাকায় বিদেশি শিল্পীদের প্রায় অর্ধডজন কনসার্টের। স্বাভাবিকভাবেই তাই অনিশ্চয়তা আছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে। ১০ জানুয়ারি থেকে উৎসবটি শুরু হওয়ার কথা।
১০ ঘণ্টা আগে
ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে সেরা সিনেমার পুরস্কার জিতে নিল লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা পরিচালক ও সেরা অভিযোজিত চিত্রনাট্য বিভাগেও পুরস্কৃত হলেন এ সিনেমার নির্মাতা পল থমাস অ্যান্ডারসন।
১০ ঘণ্টা আগে