বিনোদন ডেস্ক

ঢাকা: এক বছর ধরে বলিউডের যে দুই নায়িকা সবচেয়ে বেশি চর্চায় থেকেছেন, তাঁরা নিঃসন্দেহে রিয়া চক্রবর্তী ও অঙ্কিতা লোখান্ডে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক গার্লফ্রেন্ড অঙ্কিতা লোখান্ডে ও রিয়া চক্রবর্তী। রিয়া সুশান্ত সিং রাজপুত মামলার মূল আসামিও। জীবদ্দশায় সুশান্ত কোনো দিনই রিয়াকে নিজের গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেননি, কিন্তু সুশান্তের মৃত্যুর পর রিয়া নিজেই গার্লফ্রেন্ড হওয়ার দাবি জানান। অন্যদিকে সুশান্ত-অঙ্কিতার প্রেমকাহিনি সবার জানা। সাত বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা, ২০১৬ সালে ভেঙে যায় এই ‘পবিত্র রিসতা’খ্যাত দুই তারকার প্রেম। ওই বছরই সুশান্তের সঙ্গে পরিচয় রিয়া চক্রবর্তীর।
এবার শোনা যাচ্ছে এক ছাদের নিচে থাকতে পারেন রিয়া চক্রবর্তী ও অঙ্কিতা লোখান্ডে। বিগ বসের ১৫ নম্বর সিজনের জন্য নাকি অফার করা হয়েছে। এক বাড়িতে থেকে কি মুখোমুখি হবেন সুশান্তের দুই সাবেক বান্ধবী? পুরোটাই নির্ভর করছে রিয়া ও অঙ্কিতার সিদ্ধান্তের ওপর।
সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন অঙ্কিতা। সরাসরি রিয়া চক্রবর্তীর দিকে আঙুল না তুললেও সুশান্তকে নিয়ে রিয়ার একাধিক দাবি মিথ্যা বলে প্রকাশ্যে জানিয়েছেন অঙ্কিতা। অন্যদিকে অঙ্কিতা ‘সুশান্তের বিধবা’ সাজার চেষ্টা করছেন, এমন বাক্যবাণে অঙ্কিতা লোখান্ডেকে সরাসরি বিঁধেছেন রিয়া চক্রবর্তী। পিছিয়ে থাকেননি রিয়ার বান্ধবী শিবানি দাণ্ডেকরসহ আরও অনেকে। তর্ক-বিতর্কে ভরপুর শো-তে এই দুই বিতর্কিত ব্যক্তিত্ব এন্ট্রি নিলে টিআরপি যে বাড়বে তা নিয়ে দ্বিমত নেই।
অঙ্কিতা, রিয়া ছাড়া এই সিজনে দেখা যেতে পারে নেহা মারদা, জেনিফার উইনগেট, নাগিন খ্যাত আদা খান, দিশা পারমার, দিশা ভাকানি, সুরভি চন্দা, তেজস্বী প্রকাশ ও ইন্ডিয়ান আইডল ১–এর বিজয়ী অভিজিৎ সাওয়ান্তকে।
গত বছর বিগ বসের ট্রফি উঠেছিল রুবিনা দিলায়েকের হাতে, পাশাপাশি লাইমলাইট কেড়েছিলেন রাহুল বৈদ্য ও রাখি সাওয়ান্ত। তবে বিগ বস সিজন ১৩–এর সাফল্য রিপিট করতে ব্যর্থ হন রাহুল-রুবিনারা।
‘সিধনাজ’ জুটিকে ছুঁতে পারেনি কেউই, ১৫ নম্বর সিজনে অবশ্য রোম্যান্স নয়, রিয়া-অঙ্কিতাকেই তুরুপের তাস হিসেবে দেখছেন নির্মাতারা।

ঢাকা: এক বছর ধরে বলিউডের যে দুই নায়িকা সবচেয়ে বেশি চর্চায় থেকেছেন, তাঁরা নিঃসন্দেহে রিয়া চক্রবর্তী ও অঙ্কিতা লোখান্ডে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক গার্লফ্রেন্ড অঙ্কিতা লোখান্ডে ও রিয়া চক্রবর্তী। রিয়া সুশান্ত সিং রাজপুত মামলার মূল আসামিও। জীবদ্দশায় সুশান্ত কোনো দিনই রিয়াকে নিজের গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেননি, কিন্তু সুশান্তের মৃত্যুর পর রিয়া নিজেই গার্লফ্রেন্ড হওয়ার দাবি জানান। অন্যদিকে সুশান্ত-অঙ্কিতার প্রেমকাহিনি সবার জানা। সাত বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা, ২০১৬ সালে ভেঙে যায় এই ‘পবিত্র রিসতা’খ্যাত দুই তারকার প্রেম। ওই বছরই সুশান্তের সঙ্গে পরিচয় রিয়া চক্রবর্তীর।
এবার শোনা যাচ্ছে এক ছাদের নিচে থাকতে পারেন রিয়া চক্রবর্তী ও অঙ্কিতা লোখান্ডে। বিগ বসের ১৫ নম্বর সিজনের জন্য নাকি অফার করা হয়েছে। এক বাড়িতে থেকে কি মুখোমুখি হবেন সুশান্তের দুই সাবেক বান্ধবী? পুরোটাই নির্ভর করছে রিয়া ও অঙ্কিতার সিদ্ধান্তের ওপর।
সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন অঙ্কিতা। সরাসরি রিয়া চক্রবর্তীর দিকে আঙুল না তুললেও সুশান্তকে নিয়ে রিয়ার একাধিক দাবি মিথ্যা বলে প্রকাশ্যে জানিয়েছেন অঙ্কিতা। অন্যদিকে অঙ্কিতা ‘সুশান্তের বিধবা’ সাজার চেষ্টা করছেন, এমন বাক্যবাণে অঙ্কিতা লোখান্ডেকে সরাসরি বিঁধেছেন রিয়া চক্রবর্তী। পিছিয়ে থাকেননি রিয়ার বান্ধবী শিবানি দাণ্ডেকরসহ আরও অনেকে। তর্ক-বিতর্কে ভরপুর শো-তে এই দুই বিতর্কিত ব্যক্তিত্ব এন্ট্রি নিলে টিআরপি যে বাড়বে তা নিয়ে দ্বিমত নেই।
অঙ্কিতা, রিয়া ছাড়া এই সিজনে দেখা যেতে পারে নেহা মারদা, জেনিফার উইনগেট, নাগিন খ্যাত আদা খান, দিশা পারমার, দিশা ভাকানি, সুরভি চন্দা, তেজস্বী প্রকাশ ও ইন্ডিয়ান আইডল ১–এর বিজয়ী অভিজিৎ সাওয়ান্তকে।
গত বছর বিগ বসের ট্রফি উঠেছিল রুবিনা দিলায়েকের হাতে, পাশাপাশি লাইমলাইট কেড়েছিলেন রাহুল বৈদ্য ও রাখি সাওয়ান্ত। তবে বিগ বস সিজন ১৩–এর সাফল্য রিপিট করতে ব্যর্থ হন রাহুল-রুবিনারা।
‘সিধনাজ’ জুটিকে ছুঁতে পারেনি কেউই, ১৫ নম্বর সিজনে অবশ্য রোম্যান্স নয়, রিয়া-অঙ্কিতাকেই তুরুপের তাস হিসেবে দেখছেন নির্মাতারা।

প্রতিষ্ঠিত শিল্পীরা এখন কনসার্ট নিয়েই ব্যস্ত থাকেন বেশি। নতুন গান প্রকাশ থেকে অনেকেই সরে এসেছেন। তবে ব্যতিক্রম ফাহমিদা নবী। নিয়মিতই গান প্রকাশ করছেন তিনি। সম্প্রতি ফাহমিদা নবী নতুন তিনটি গান রেকর্ড করেছেন।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে নকলের অভিযোগ নতুন কিছু নয়। সিনেমার গল্প থেকে শুরু করে পোস্টার, অভিনয়শিল্পীদের লুক, অ্যাকশন ও ভায়োলেন্সের দৃশ্য অনুকরণের অভিযোগ প্রায়ই ওঠে। এ নিয়ে সমালোচনাও চলে বিস্তর। গত মাসে ‘রাক্ষস’ সিনেমার টিজার প্রকাশের পরও উঠেছিল নকলের অভিযোগ।
১৪ ঘণ্টা আগে
এ আর রাহমানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ভারতীয় চলচ্চিত্র তো বটেই, হলিউডেও রয়েছে তাঁর চাহিদা। ভারতের অন্যতম ব্যস্ত সংগীত পরিচালক তিনি। বর্তমানে ১৫টির বেশি সিনেমার সংগীতের কাজ রয়েছে রাহমানের হাতে।
১৪ ঘণ্টা আগে
চার বছর পর আবারও বিশ্বসংগীতের দুনিয়ায় পা রাখছে বিটিএস। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই ব্যান্ডের সাত সদস্য ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। গত বছরের জুন নাগাদ সবাই ফিরে আসেন প্রশিক্ষণ থেকে। বিটিএসের সাত সদস্য—আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক, সুগা; মিলিত হন তিন বছর পর।
১৪ ঘণ্টা আগে