
কপালে ছোট্ট টিপ পরা পিকু কিংবা রাজকীয় পোশাকে রানি পদ্মাবতী—সবখানেই অনবদ্য দীপিকা পাড়ুকোন। তাঁর ডাগর চোখের চাহনিতে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। ১৫ বছর ধরে বলিউডে রাজত্ব করছেন এই অভিনয়শিল্পী। সাত সমুদ্র তেরো নদী পেরিয়েও আলো ছড়িয়েছেন তিনি।
সম্প্রতি আমেরিকার বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন অ্যালুরের প্রচ্ছদে ছাপা হয়েছে এই নায়িকার ছবি। এই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে গিয়ে কিছুটা বিপাকে দীপিকা। ম্যাগাজিনের প্রচ্ছদে ছাপা হওয়া নিজের ছবির ক্যাপশনের জন্য নেটিজেনদের তোপের মুখে পড়লেন তিনি। ডাগর চোখে নীল-সবুজ শেড, চোখের পাতায় গাঢ় মাসকারা, ওয়েট লুক—সব মিলিয়ে দীপিকার চাহনি মুগ্ধ করছে সবাইকে। কিন্তু বিপত্তি বাধল তাঁর ক্যাপশনে। রীতিমতো রে রে করে উঠলেন নেটিজেনরা।
ছবির ক্যাপশনে দীপিকা লিখেছেন, একজন ‘পারসন অব কালার’ হয়েও বিশ্বের অন্যতম প্রধান বিউটি ম্যাগাজিনের প্রচ্ছদে নিজস্ব সুন্দরতা দিয়ে স্থান করে নিয়েছেন। নিজের এই ‘জার্নি’ থেকে তিনি শিক্ষা নিয়েছেন, উন্নতি করেছেন এবং এগিয়ে গেছেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, দীপিকা মন্তব্য থেকে ‘পারসন অব কালার’ কথাটি নিয়ে আপত্তি তুলেছেন নেটিজেনরা। ‘পারসন অব কালার’ বলতে বোঝায় শ্বেতাঙ্গ নয় এমন। দীপিকার এমন মন্তব্যের পালটা মন্তব্যে অনেকেই লিখেছেন, ‘পারসন অব কালার শব্দের মধ্য দিয়ে অভিনেত্রী কী বোঝাতে চেয়েছেন? এই বর্ণের হওয়া মানে কি অপমানজনক?’ আবার অনেকে নায়িকার সমর্থনে পাশে দাঁড়িয়েছেন। কেউ কেউ বলছেন, ‘গায়ের রং নিয়ে যে শব্দ দীপিকা বেছে নিয়েছেন, তা হয়তো ভুল হতে পারে। কিন্তু, তাঁর উদ্দেশ্য খারাপ ছিল না।’ তবে অধিকাংশ নেটিজেনের দাবি, দীপিকা পাড়ুকোনের মতো সফল একজন অভিনেত্রী গায়ের রং প্রসঙ্গ উল্লেখ করে বর্ণবৈষম্যকে উসকে দিয়েছেন। অনেকে নায়িকার এই মন্তব্য ‘লজ্জাজনক’ বলেও উল্লেখ করেছেন।
উল্লেখ্য, হালের সবচেয়ে জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা এরই মধ্যে হলিউডেও পা রেখেছেন। বাদামি গায়ের রং নিয়েই হলিউড কাঁপাচ্ছেন আরেক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে শ্বেতাঙ্গ অভিনয়শিল্পীদের প্রাধান্য দেওয়া হয়, এই অনুযোগ আজকের নয়। বিভিন্ন অভিনেত্রী একাধিক সময়ে বর্ণবিদ্বেষ নিয়ে সরব হয়েছেন। দীপিকার মন্তব্য সেই বর্ণবিদ্বেষকেই আদতে উসকে দিয়েছে বলে মনে করছে নেট দুনিয়ার একটা বড় অংশ।

কপালে ছোট্ট টিপ পরা পিকু কিংবা রাজকীয় পোশাকে রানি পদ্মাবতী—সবখানেই অনবদ্য দীপিকা পাড়ুকোন। তাঁর ডাগর চোখের চাহনিতে মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া দায়। ১৫ বছর ধরে বলিউডে রাজত্ব করছেন এই অভিনয়শিল্পী। সাত সমুদ্র তেরো নদী পেরিয়েও আলো ছড়িয়েছেন তিনি।
সম্প্রতি আমেরিকার বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন অ্যালুরের প্রচ্ছদে ছাপা হয়েছে এই নায়িকার ছবি। এই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে গিয়ে কিছুটা বিপাকে দীপিকা। ম্যাগাজিনের প্রচ্ছদে ছাপা হওয়া নিজের ছবির ক্যাপশনের জন্য নেটিজেনদের তোপের মুখে পড়লেন তিনি। ডাগর চোখে নীল-সবুজ শেড, চোখের পাতায় গাঢ় মাসকারা, ওয়েট লুক—সব মিলিয়ে দীপিকার চাহনি মুগ্ধ করছে সবাইকে। কিন্তু বিপত্তি বাধল তাঁর ক্যাপশনে। রীতিমতো রে রে করে উঠলেন নেটিজেনরা।
ছবির ক্যাপশনে দীপিকা লিখেছেন, একজন ‘পারসন অব কালার’ হয়েও বিশ্বের অন্যতম প্রধান বিউটি ম্যাগাজিনের প্রচ্ছদে নিজস্ব সুন্দরতা দিয়ে স্থান করে নিয়েছেন। নিজের এই ‘জার্নি’ থেকে তিনি শিক্ষা নিয়েছেন, উন্নতি করেছেন এবং এগিয়ে গেছেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, দীপিকা মন্তব্য থেকে ‘পারসন অব কালার’ কথাটি নিয়ে আপত্তি তুলেছেন নেটিজেনরা। ‘পারসন অব কালার’ বলতে বোঝায় শ্বেতাঙ্গ নয় এমন। দীপিকার এমন মন্তব্যের পালটা মন্তব্যে অনেকেই লিখেছেন, ‘পারসন অব কালার শব্দের মধ্য দিয়ে অভিনেত্রী কী বোঝাতে চেয়েছেন? এই বর্ণের হওয়া মানে কি অপমানজনক?’ আবার অনেকে নায়িকার সমর্থনে পাশে দাঁড়িয়েছেন। কেউ কেউ বলছেন, ‘গায়ের রং নিয়ে যে শব্দ দীপিকা বেছে নিয়েছেন, তা হয়তো ভুল হতে পারে। কিন্তু, তাঁর উদ্দেশ্য খারাপ ছিল না।’ তবে অধিকাংশ নেটিজেনের দাবি, দীপিকা পাড়ুকোনের মতো সফল একজন অভিনেত্রী গায়ের রং প্রসঙ্গ উল্লেখ করে বর্ণবৈষম্যকে উসকে দিয়েছেন। অনেকে নায়িকার এই মন্তব্য ‘লজ্জাজনক’ বলেও উল্লেখ করেছেন।
উল্লেখ্য, হালের সবচেয়ে জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা এরই মধ্যে হলিউডেও পা রেখেছেন। বাদামি গায়ের রং নিয়েই হলিউড কাঁপাচ্ছেন আরেক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডে শ্বেতাঙ্গ অভিনয়শিল্পীদের প্রাধান্য দেওয়া হয়, এই অনুযোগ আজকের নয়। বিভিন্ন অভিনেত্রী একাধিক সময়ে বর্ণবিদ্বেষ নিয়ে সরব হয়েছেন। দীপিকার মন্তব্য সেই বর্ণবিদ্বেষকেই আদতে উসকে দিয়েছে বলে মনে করছে নেট দুনিয়ার একটা বড় অংশ।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১ দিন আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১ দিন আগে