বিনোদন ডেস্ক

ঢাকা: ইচ্ছে থাকলেও উপায় নেই। তাই ছাড়তে হলো পছন্দের চরিত্র। ভারতীয় হকির জাদুকর ধ্যানচাঁদের বায়োপিকে মূল চরিত্র করার জন্য প্রস্তাব পেয়েছিলেন বলিউড নায়ক বরুণ ধাওয়ান। তবে শিডিউল নিয়ে জটিলতার কারণে শেষ পর্যন্ত ছবিটি ছাড়তে হলো তাঁকে। এ সিনেমার শুটিং ও প্রস্তুতি নিতে যে সময় দরকার, বর্তমানে সে সময় নেই অভিনেতার হাতে।
তবে এটা প্রথম নয়। এর আগে শাহরুখ খানকে চরিত্রটি করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। কলেজজীবনে ভালো হকি খেলতেন শাহরুখ। মূলত সে কারণেই করণ জোহর তাঁকে এই চরিত্র করার জন্য প্রস্তাব দেন। তা ছাড়া ‘চাক দে ইন্ডিয়া’র মতো হকিকেন্দ্রিক সিনেমা শাহরুখ খানের কারণে ব্লকবাস্টার হিট হয়েছিল।
তবে শেষ পর্যন্ত তিনি অভিনয় করবেন না বলে জানিয়েছেন। করণের হাত থেকে আপাতত ছবির স্বত্ব রয়েছে প্রযোজক রনি স্ক্রুওয়ালার হাতে। আগামী বছর বড় বাজেটের এ সিনেমার শুটিংয়ের কথা রয়েছে।
ছবিটি পরিচালনা করবেন অভিষেক চৌবে। অভিষেকের সঙ্গে চিত্রনাট্য লিখেছেন সুপ্রতীক সেন। জানা গেছে, ছবির স্ক্রিপ্ট পড়ে খুব উৎসাহিত হয়েছিলেন বরুণ। প্রাথমিকভাবে তিনি রাজিও হয়েছিলেন ছবিটি করার জন্য। তবে চলতি বছরে শুটিং করার জন্য তাঁর কাছে কোনো ডেট ছিল না। সে কারণে ছাড়তে হলো সিনেমাটি।
বর্তমানে বরুণের হাতে চারটি সিনেমা আছে। ধর্ম প্রোডাকশনসের ‘যুগ যুগ জিও’, অমর কৌশিকের হরর কমেডি ‘ভেড়িয়া’, যার শুটিং সম্প্রতি শেষ করেছেন বরুণ। এতে তাঁর সঙ্গে দেখা যাবে কৃতী স্যানন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সাজিদ নাদিয়াওয়ালার ‘সঙ্কি’ ও শ্রীরাম রাঘবনের ‘ইক্কিস’ সিনেমাতেও মূল চরিত্রে আছেন বরুণ।

ঢাকা: ইচ্ছে থাকলেও উপায় নেই। তাই ছাড়তে হলো পছন্দের চরিত্র। ভারতীয় হকির জাদুকর ধ্যানচাঁদের বায়োপিকে মূল চরিত্র করার জন্য প্রস্তাব পেয়েছিলেন বলিউড নায়ক বরুণ ধাওয়ান। তবে শিডিউল নিয়ে জটিলতার কারণে শেষ পর্যন্ত ছবিটি ছাড়তে হলো তাঁকে। এ সিনেমার শুটিং ও প্রস্তুতি নিতে যে সময় দরকার, বর্তমানে সে সময় নেই অভিনেতার হাতে।
তবে এটা প্রথম নয়। এর আগে শাহরুখ খানকে চরিত্রটি করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। কলেজজীবনে ভালো হকি খেলতেন শাহরুখ। মূলত সে কারণেই করণ জোহর তাঁকে এই চরিত্র করার জন্য প্রস্তাব দেন। তা ছাড়া ‘চাক দে ইন্ডিয়া’র মতো হকিকেন্দ্রিক সিনেমা শাহরুখ খানের কারণে ব্লকবাস্টার হিট হয়েছিল।
তবে শেষ পর্যন্ত তিনি অভিনয় করবেন না বলে জানিয়েছেন। করণের হাত থেকে আপাতত ছবির স্বত্ব রয়েছে প্রযোজক রনি স্ক্রুওয়ালার হাতে। আগামী বছর বড় বাজেটের এ সিনেমার শুটিংয়ের কথা রয়েছে।
ছবিটি পরিচালনা করবেন অভিষেক চৌবে। অভিষেকের সঙ্গে চিত্রনাট্য লিখেছেন সুপ্রতীক সেন। জানা গেছে, ছবির স্ক্রিপ্ট পড়ে খুব উৎসাহিত হয়েছিলেন বরুণ। প্রাথমিকভাবে তিনি রাজিও হয়েছিলেন ছবিটি করার জন্য। তবে চলতি বছরে শুটিং করার জন্য তাঁর কাছে কোনো ডেট ছিল না। সে কারণে ছাড়তে হলো সিনেমাটি।
বর্তমানে বরুণের হাতে চারটি সিনেমা আছে। ধর্ম প্রোডাকশনসের ‘যুগ যুগ জিও’, অমর কৌশিকের হরর কমেডি ‘ভেড়িয়া’, যার শুটিং সম্প্রতি শেষ করেছেন বরুণ। এতে তাঁর সঙ্গে দেখা যাবে কৃতী স্যানন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সাজিদ নাদিয়াওয়ালার ‘সঙ্কি’ ও শ্রীরাম রাঘবনের ‘ইক্কিস’ সিনেমাতেও মূল চরিত্রে আছেন বরুণ।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৫ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৫ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৬ ঘণ্টা আগে