
ঢাকা: ডার্ক কমেডি সিনেমা ‘সন্দীপ অর পিংকি ফারার’–এর ওপর দিয়ে ঝড় কম যায়নি। ২০১৭ সালের শেষ দিকে শুটিং হয়েছিল। এরপর মুক্তির তারিখ নিয়ে জটিলতা বেড়েছে কেবলই। ঠিক হয়েছিল, গত বছর মুক্তি দেওয়ার। কিন্তু করোনার ধাক্কায় পিছিয়ে যায় এক বছর। অবশেষে এ বছরের ১৯ মার্চ সিনেমা হলে দেখা দিয়েছিল ‘সন্দীপ অর পিংকি ফারার’। কিন্তু এবারও করোনা পিছু ছাড়েনি। ফলে সিনেমা হলে দর্শক–খরায় ভুগেছে এ সিনেমা।
কিন্তু পরিস্থিতি বদলে গেছে ওটিটি প্ল্যাটফর্মে আসার পর। গত বছরের শেষের দিকে আমাজন প্রাইমে স্থান পায় সন্দীপ আর পিংকির এ গল্প। এত দিনে এসে ভাগ্য খুলেছে ছবিটির। দর্শক দেখছেন। প্রশংসা করছেন। ভাসছেন উত্তেজনায়। এতে অভিনয় করেছেন পরিনীতি চোপড়া। তিনি জানালেন, এ সিনেমার একটি দৃশ্যের জন্য টানা দুই দিন গোসল করেননি। দৃশ্যটি ছিল গর্ভপাতের। পাহাড়ের ওপর ছোট একটি কুঁড়েঘরে দৃশ্যটির শুটিং হয়েছিল।
কুঁড়েঘরের মধ্যে পুরো দৃশ্যটির শুটিং হয়েছিল দুই-তিন দিন ধরে। একজন অভিনেত্রী হিসেবে বলছি, জানি না, সবাই এই বিষয়টি কীভাবে দেখবেন! কিন্তু ওই দৃশ্যের জন্য টানা দুদিন আমি গোসল করিনি।
পরিনীতি চোপড়া
শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে পরিনীতি বলছেন, ‘লোকেশনটাও খুব অপরিষ্কার ছিল। শুটিং শেষ করে যখন ফিরতাম, সারা শরীরভর্তি ধুলাবালি থাকত। ধুলা লেগে চুল সাদা হয়ে যেত। সেই অবস্থায় ঘুমিয়ে পড়তাম। পরদিন একই অবস্থায় যেতাম শুটিংয়ে।’ ওই দৃশ্যে পরিনীতির মলিন-বিধ্বস্ত লুক দরকার ছিল। সেটা যাতে বাস্তবিকভাবে আসে পর্দায়, সে জন্য এমনটা করতেন পরিনীতি।
তবে এত কষ্টের ফলাফলও পাচ্ছেন অভিনেত্রী। এতে সন্দীপ ওয়ালিয়া ওরফে স্যান্ডির চরিত্রে তাঁর অভিনয়ের প্রশংসা করছেন সবাই। দিবাকর ব্যানার্জি পরিচালিত ‘সন্দীপ অর পিংকি ফারার’ এ পিংকি চরিত্রে আছেন অর্জুন কাপুর।
দেখুন ‘সন্দীপ অর পিংকি ফারার’ এর ট্রেলার:

ঢাকা: ডার্ক কমেডি সিনেমা ‘সন্দীপ অর পিংকি ফারার’–এর ওপর দিয়ে ঝড় কম যায়নি। ২০১৭ সালের শেষ দিকে শুটিং হয়েছিল। এরপর মুক্তির তারিখ নিয়ে জটিলতা বেড়েছে কেবলই। ঠিক হয়েছিল, গত বছর মুক্তি দেওয়ার। কিন্তু করোনার ধাক্কায় পিছিয়ে যায় এক বছর। অবশেষে এ বছরের ১৯ মার্চ সিনেমা হলে দেখা দিয়েছিল ‘সন্দীপ অর পিংকি ফারার’। কিন্তু এবারও করোনা পিছু ছাড়েনি। ফলে সিনেমা হলে দর্শক–খরায় ভুগেছে এ সিনেমা।
কিন্তু পরিস্থিতি বদলে গেছে ওটিটি প্ল্যাটফর্মে আসার পর। গত বছরের শেষের দিকে আমাজন প্রাইমে স্থান পায় সন্দীপ আর পিংকির এ গল্প। এত দিনে এসে ভাগ্য খুলেছে ছবিটির। দর্শক দেখছেন। প্রশংসা করছেন। ভাসছেন উত্তেজনায়। এতে অভিনয় করেছেন পরিনীতি চোপড়া। তিনি জানালেন, এ সিনেমার একটি দৃশ্যের জন্য টানা দুই দিন গোসল করেননি। দৃশ্যটি ছিল গর্ভপাতের। পাহাড়ের ওপর ছোট একটি কুঁড়েঘরে দৃশ্যটির শুটিং হয়েছিল।
কুঁড়েঘরের মধ্যে পুরো দৃশ্যটির শুটিং হয়েছিল দুই-তিন দিন ধরে। একজন অভিনেত্রী হিসেবে বলছি, জানি না, সবাই এই বিষয়টি কীভাবে দেখবেন! কিন্তু ওই দৃশ্যের জন্য টানা দুদিন আমি গোসল করিনি।
পরিনীতি চোপড়া
শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে পরিনীতি বলছেন, ‘লোকেশনটাও খুব অপরিষ্কার ছিল। শুটিং শেষ করে যখন ফিরতাম, সারা শরীরভর্তি ধুলাবালি থাকত। ধুলা লেগে চুল সাদা হয়ে যেত। সেই অবস্থায় ঘুমিয়ে পড়তাম। পরদিন একই অবস্থায় যেতাম শুটিংয়ে।’ ওই দৃশ্যে পরিনীতির মলিন-বিধ্বস্ত লুক দরকার ছিল। সেটা যাতে বাস্তবিকভাবে আসে পর্দায়, সে জন্য এমনটা করতেন পরিনীতি।
তবে এত কষ্টের ফলাফলও পাচ্ছেন অভিনেত্রী। এতে সন্দীপ ওয়ালিয়া ওরফে স্যান্ডির চরিত্রে তাঁর অভিনয়ের প্রশংসা করছেন সবাই। দিবাকর ব্যানার্জি পরিচালিত ‘সন্দীপ অর পিংকি ফারার’ এ পিংকি চরিত্রে আছেন অর্জুন কাপুর।
দেখুন ‘সন্দীপ অর পিংকি ফারার’ এর ট্রেলার:

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১ দিন আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১ দিন আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১ দিন আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১ দিন আগে