
দীর্ঘ দুই বছরের সম্পর্কে ইতি টেনেছেন আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডে—বলিউডে এমনই গুঞ্জন। বিচ্ছেদে নাকি মন ভেঙেছে অনন্যার। বাড়িতে পোষ্যের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। আর এর মাঝেই আদিত্যকে দেখা গেছে সারা আলি খানের সঙ্গে পার্টি করতে। পার্টিতে পাশাপাশি দাঁড়িয়ে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন আদিত্য-সারা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই হয়েছে ভাইরাল।
একসঙ্গে ‘মেট্রো ইন দিনো’ ছবির শুটিং করছেন আদিত্য আর সারা। পরিচালক অনুরাগ বসুর জন্মদিন পালন করতে সেটেই বার্থডে পার্টির আয়োজন করা হয়েছিল।
এর আগে এক ফ্যাশন শোতেও একসঙ্গে হেঁটেছিলেন আদিত্য-সারা। তাঁদের রসায়ন পছন্দ হয়েছিল অনেকেরই। বাস্তবে কি এবার সারার সঙ্গেই ঘনিষ্ঠতা বাড়ছে? সময়ই তার উত্তর দিতে পারবে।
‘মেট্রো ইন দিনো’ ছবিতে সারা ও আদিত্য ছাড়াও রয়েছেন অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেনশর্মা, আলি ফজল, ফাতিমা সানা শেখ। বর্তমানে সম্পর্কের নানা রকমের সমীকরণ নিয়ে তৈরি এই ছবি। অনুরাগ ছবি সম্পর্কে বলেছিলেন, ‘মানুষের জন্য মানুষের গল্প নিয়ে তৈরি ‘‘মেট্রো ইন দিনো’’।’
অন্যদিকে, অনন্যার সঙ্গে সম্পর্কের ইতি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি আদিত্য। দুজনেরই এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, প্রায় এক মাস আগে সম্পর্ক ভেঙেছে তাঁদের। দুজনের মধ্যে সব ভালোই চলছিল। তাই সম্পর্ক ভাঙায় অনেকেই অবাক। তবে বিচ্ছেদ হলেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন তাঁরা।
এদিকে সম্প্রতি মাঝরাতে প্রাক্তন প্রেমিকা শ্রদ্ধা কাপুরের বাড়ি থেকে বেরোতে দেখা যায় আদিত্যকে। পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন অভিনেতা। অনুরাগীদের একাংশের আশঙ্কা, তবে কি পুরোনো প্রেমের জেরেই ভাঙল আদিত্য-অনন্যার সম্পর্ক? সেই উত্তর অবশ্য মেলেনি এখনো।

দীর্ঘ দুই বছরের সম্পর্কে ইতি টেনেছেন আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডে—বলিউডে এমনই গুঞ্জন। বিচ্ছেদে নাকি মন ভেঙেছে অনন্যার। বাড়িতে পোষ্যের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। আর এর মাঝেই আদিত্যকে দেখা গেছে সারা আলি খানের সঙ্গে পার্টি করতে। পার্টিতে পাশাপাশি দাঁড়িয়ে সেলিব্রেশনে মেতে উঠেছিলেন আদিত্য-সারা। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই হয়েছে ভাইরাল।
একসঙ্গে ‘মেট্রো ইন দিনো’ ছবির শুটিং করছেন আদিত্য আর সারা। পরিচালক অনুরাগ বসুর জন্মদিন পালন করতে সেটেই বার্থডে পার্টির আয়োজন করা হয়েছিল।
এর আগে এক ফ্যাশন শোতেও একসঙ্গে হেঁটেছিলেন আদিত্য-সারা। তাঁদের রসায়ন পছন্দ হয়েছিল অনেকেরই। বাস্তবে কি এবার সারার সঙ্গেই ঘনিষ্ঠতা বাড়ছে? সময়ই তার উত্তর দিতে পারবে।
‘মেট্রো ইন দিনো’ ছবিতে সারা ও আদিত্য ছাড়াও রয়েছেন অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেনশর্মা, আলি ফজল, ফাতিমা সানা শেখ। বর্তমানে সম্পর্কের নানা রকমের সমীকরণ নিয়ে তৈরি এই ছবি। অনুরাগ ছবি সম্পর্কে বলেছিলেন, ‘মানুষের জন্য মানুষের গল্প নিয়ে তৈরি ‘‘মেট্রো ইন দিনো’’।’
অন্যদিকে, অনন্যার সঙ্গে সম্পর্কের ইতি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি আদিত্য। দুজনেরই এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, প্রায় এক মাস আগে সম্পর্ক ভেঙেছে তাঁদের। দুজনের মধ্যে সব ভালোই চলছিল। তাই সম্পর্ক ভাঙায় অনেকেই অবাক। তবে বিচ্ছেদ হলেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন তাঁরা।
এদিকে সম্প্রতি মাঝরাতে প্রাক্তন প্রেমিকা শ্রদ্ধা কাপুরের বাড়ি থেকে বেরোতে দেখা যায় আদিত্যকে। পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন অভিনেতা। অনুরাগীদের একাংশের আশঙ্কা, তবে কি পুরোনো প্রেমের জেরেই ভাঙল আদিত্য-অনন্যার সম্পর্ক? সেই উত্তর অবশ্য মেলেনি এখনো।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৯ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৯ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
৯ ঘণ্টা আগে