বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা সালমান খান একের পর এক হুমকি পেয়েই যাচ্ছেন। গত সোমবার মুম্বাইয়ের ওরলিতে পরিবহন বিভাগের অফিসের হোয়াটসঅ্যাপে এক বার্তায় অভিনেতাকে তাঁর বাড়িতে খুন করার পাশাপাশি বোমা মেরে তাঁর গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর হুমকিদাতার খোঁজ শুরু করে পুলিশ। ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই হুমকিদাতাকে আটক করেছে তারা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ গুজরাটের ভাদদোরা এলাকা থেকে একটি হুমকি বার্তা পাঠানো হয় ওরলিতে পরিবহন বিভাগের অফিসের হোয়াটসঅ্যাপ নম্বরে। বার্তায় লেখা, অভিনেতার গাড়িতে বোমা রাখা আছে। পাশাপাশি তাঁর বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও হামলা চালাবে দুষ্কৃতকারীরা। হুমকি বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ওরলি থানায় মামলা করেছে পুলিশ।
পুলিশ তাৎক্ষণিকভাবে জানতে পারে, গুজরাটের ভাদোদরা গ্রামের একটি ফোন নম্বর থেকে ওই হুমকি বার্তা পাঠানো হয়েছে। অনুসন্ধান চালিয়ে সেই এলাকা থেকে ২৬ বছর বয়সী মায়াঙ্ক পান্ডে নামের এক যুবককে আটক করে পুলিশ। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হুমকি বার্তা পাঠিয়েছিলেন তিনি। বেশ কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সেই সঙ্গে ওই যুবকের নামে এফআইআর নথিভুক্ত করা হয়।
বলিউডে সময়টা ভালো যাচ্ছে না সালমান খানের। সর্বশেষ রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’ প্রত্যাশা অনুযায়ী ভালো ব্যবসা করেনি। এই সিনেমার ব্যর্থতায় অনেকেই সালমানের শেষ দেখে ফেলেছেন। তবে স্বরূপে ফিরতে মরিয়া তিনি। এ কারণেই হয়তো ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার সিকুয়েল তৈরির তোড়জোড় শুরু করেছেন সালমান।

বলিউড অভিনেতা সালমান খান একের পর এক হুমকি পেয়েই যাচ্ছেন। গত সোমবার মুম্বাইয়ের ওরলিতে পরিবহন বিভাগের অফিসের হোয়াটসঅ্যাপে এক বার্তায় অভিনেতাকে তাঁর বাড়িতে খুন করার পাশাপাশি বোমা মেরে তাঁর গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপর হুমকিদাতার খোঁজ শুরু করে পুলিশ। ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই হুমকিদাতাকে আটক করেছে তারা।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ গুজরাটের ভাদদোরা এলাকা থেকে একটি হুমকি বার্তা পাঠানো হয় ওরলিতে পরিবহন বিভাগের অফিসের হোয়াটসঅ্যাপ নম্বরে। বার্তায় লেখা, অভিনেতার গাড়িতে বোমা রাখা আছে। পাশাপাশি তাঁর বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও হামলা চালাবে দুষ্কৃতকারীরা। হুমকি বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ওরলি থানায় মামলা করেছে পুলিশ।
পুলিশ তাৎক্ষণিকভাবে জানতে পারে, গুজরাটের ভাদোদরা গ্রামের একটি ফোন নম্বর থেকে ওই হুমকি বার্তা পাঠানো হয়েছে। অনুসন্ধান চালিয়ে সেই এলাকা থেকে ২৬ বছর বয়সী মায়াঙ্ক পান্ডে নামের এক যুবককে আটক করে পুলিশ। হোয়াটসঅ্যাপের মাধ্যমেই হুমকি বার্তা পাঠিয়েছিলেন তিনি। বেশ কিছু ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সেই সঙ্গে ওই যুবকের নামে এফআইআর নথিভুক্ত করা হয়।
বলিউডে সময়টা ভালো যাচ্ছে না সালমান খানের। সর্বশেষ রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’ প্রত্যাশা অনুযায়ী ভালো ব্যবসা করেনি। এই সিনেমার ব্যর্থতায় অনেকেই সালমানের শেষ দেখে ফেলেছেন। তবে স্বরূপে ফিরতে মরিয়া তিনি। এ কারণেই হয়তো ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার সিকুয়েল তৈরির তোড়জোড় শুরু করেছেন সালমান।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
২ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
২ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
২ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৩ ঘণ্টা আগে