
বিচ্ছেদের ঘোষণা হওয়ার পরেও আমির খান ও কিরণ রাওকে একসঙ্গে দেখা গিয়েছে একাধিকবার। সেসব ছবি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিচ্ছেদ যে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কের উপর মাটি ফেলতে পারেনি তা স্পষ্ট। এবার সেই বন্ধুত্বের উপর ভরসা রেখেই একসঙ্গে কাজ করছেন সাবেকে এই জুটি। তাঁদের দাম্পত্যের ভাঙ্গন যে পেশাদার সম্পর্কের দেওয়ালে ফাটল ধরাতে একেবারেই পারেনি, এই ঘটনা থেকেই তা স্পষ্ট।
এক দশক পর নতুন ছবি পরিচালনার কাজে হাত দিয়েছেন কিরণ রাও। এবং সেই ছবি প্রযোজনার দায়িত্ব নিয়েছেন আমির। ইতিমধ্যেই সেই ছবির কাজও নাকি শুরু হয়ে গিয়েছে। গত সপ্তাহে পুণেতে শুটিং শুরু করেছেন কিরণ। নাম প্রকাশে অনিচ্ছুক এক আমির-ঘনিষ্ঠ ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে আমির-কিরণের মধ্যে বন্ধুত্ব এখনও অটুট। তাই তো কিরণের নতুন প্রজেক্ট শুনে এতটাই ভালো লাগে আমিরের যে সেই ছবি প্রযোজনার দায়িত্ব স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি।
এর আগেও একসঙ্গে কাজ করেছেন আমির-কিরণ। সাবেক স্ত্রীয়ের পরিচালনায় ‘ধোবি ঘাট’ ছবিতে অভিনয় করেছিলেন ‘মি. পারফেকশনিস্ট’।
গত বছরেই ১৫ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন আমির খান ও কিরণ রাও। আমির-কিরণ আলাদা হয়ে যাচ্ছেন একথা মেনে নিতে পারেননি অনেকেই। যদিও সে সময় তাঁরা যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবনে আলাদা হলেও কাজের জায়গায় তাঁরা একসঙ্গে এখনও থাকবেন। ছেলের সমস্ত দায়িত্বও একসাথেই পালন করবেন। তবে, তাতে সমালোচনার হাত থেকে বাঁচেননি কেউই।
বিচ্ছেদের ঘোষণা করায় তাঁদের এই ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে আমির ও কিরণ হাত ধরে বসেছিলেন। আমিরকে বলতে শোনা গিয়েছিল, ‘আপনারা নিশ্চয়ই দুঃখ বোধ করেছেন, পছন্দ করছেন না এই খবর বা হতবাক হয়েছিলেন। আমরা শুধু বলতে চাই যে আমরা দুজনেই খুব খুশি এবং আমরা এখনও একটি পরিবার।’
এমনকী ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিংয়ের ফাঁকে লাদাখে একসঙ্গে নাচতেও দেখা গিয়েছে তাঁদের।

বিচ্ছেদের ঘোষণা হওয়ার পরেও আমির খান ও কিরণ রাওকে একসঙ্গে দেখা গিয়েছে একাধিকবার। সেসব ছবি ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিচ্ছেদ যে তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কের উপর মাটি ফেলতে পারেনি তা স্পষ্ট। এবার সেই বন্ধুত্বের উপর ভরসা রেখেই একসঙ্গে কাজ করছেন সাবেকে এই জুটি। তাঁদের দাম্পত্যের ভাঙ্গন যে পেশাদার সম্পর্কের দেওয়ালে ফাটল ধরাতে একেবারেই পারেনি, এই ঘটনা থেকেই তা স্পষ্ট।
এক দশক পর নতুন ছবি পরিচালনার কাজে হাত দিয়েছেন কিরণ রাও। এবং সেই ছবি প্রযোজনার দায়িত্ব নিয়েছেন আমির। ইতিমধ্যেই সেই ছবির কাজও নাকি শুরু হয়ে গিয়েছে। গত সপ্তাহে পুণেতে শুটিং শুরু করেছেন কিরণ। নাম প্রকাশে অনিচ্ছুক এক আমির-ঘনিষ্ঠ ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে আমির-কিরণের মধ্যে বন্ধুত্ব এখনও অটুট। তাই তো কিরণের নতুন প্রজেক্ট শুনে এতটাই ভালো লাগে আমিরের যে সেই ছবি প্রযোজনার দায়িত্ব স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি।
এর আগেও একসঙ্গে কাজ করেছেন আমির-কিরণ। সাবেক স্ত্রীয়ের পরিচালনায় ‘ধোবি ঘাট’ ছবিতে অভিনয় করেছিলেন ‘মি. পারফেকশনিস্ট’।
গত বছরেই ১৫ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন আমির খান ও কিরণ রাও। আমির-কিরণ আলাদা হয়ে যাচ্ছেন একথা মেনে নিতে পারেননি অনেকেই। যদিও সে সময় তাঁরা যৌথ বিবৃতিতে জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবনে আলাদা হলেও কাজের জায়গায় তাঁরা একসঙ্গে এখনও থাকবেন। ছেলের সমস্ত দায়িত্বও একসাথেই পালন করবেন। তবে, তাতে সমালোচনার হাত থেকে বাঁচেননি কেউই।
বিচ্ছেদের ঘোষণা করায় তাঁদের এই ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে আমির ও কিরণ হাত ধরে বসেছিলেন। আমিরকে বলতে শোনা গিয়েছিল, ‘আপনারা নিশ্চয়ই দুঃখ বোধ করেছেন, পছন্দ করছেন না এই খবর বা হতবাক হয়েছিলেন। আমরা শুধু বলতে চাই যে আমরা দুজনেই খুব খুশি এবং আমরা এখনও একটি পরিবার।’
এমনকী ‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিংয়ের ফাঁকে লাদাখে একসঙ্গে নাচতেও দেখা গিয়েছে তাঁদের।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৯ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৯ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
২০ ঘণ্টা আগে