
বলিউড নির্মাতা করণ জোহরের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান থেকেই গুঞ্জনের শুরু; বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে প্রেম করছেন বলে ভারতের গণমাধ্যমগুলোতে লেখালেখি হয়। এবার পাপারাজ্জিদের ক্যামেরায় ফ্রেমবন্দী হয়েছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার রাতে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয়া একসঙ্গে রাতের খাবার খেতে দেখা যায় তাদের। আর তাই নিয়ে হিন্দুস্থান টাইমস বলছে, ‘প্রেমটা বুঝি আর লুকানো গেল না!’
বান্দ্রার চাইনিজ রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের মুখোমুখি হন তাঁরা। আদিত্যর পরণে ছিল কালো শার্ট আর কালো ট্রাউজার, সঙ্গে অনন্যার নীল বডিকন পোশাক।
যদিও এর আগেও তাঁদের একসঙ্গে দেখা গেছে একাধিক অনুষ্ঠানে। ফিফা ওয়ার্ল্ডকাপের ফাইনাল দেখতেও উড়ে গিয়েছিলেন একসঙ্গে।
‘কফি উইথ করণ’-এ করণ জোহর অনন্যাকে প্রশ্ন করেছিলেন তিনি কি ‘লাইগার’-এর সহ-অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে প্রেম করছেন? উত্তরে অনন্যা সরাসরি জানান ‘না’। এর পরই করণের মুখে চলে আসে আদিত্য রায় কাপুর প্রসঙ্গ। সেই নাম শুনেই বেশ কিছুক্ষণ চুপ করে গিয়েছিলেন অনন্যা। পরে বলেন, আদিত্য তাঁর ‘ক্রাশ’।
কয়েক দিন আগে রণবীর কাপুরের কথায়ও মিলেছিল আদিত্য আর অনন্যার প্রেমের আভাস। বলিউড অভিনেতা মন্তব্য করেছিলেন, ‘আমি জানি আদিত্য একজনকে পছন্দ করে, যার নাম ইংরেজি অক্ষর A দিয়ে শুরু।’ রণবীরের এই মন্তব্যের পরই সেখানের সবাই চুপ হয়ে যান। সবাই সেখানে বুঝতে পারেন, রণবীর মূলত আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডের প্রেমের গুঞ্জনের কথাই বলেছেন।
উল্লেখ্য, এর আগে অনন্যার সম্পর্ক ছিল বলিউড অভিনেতা শহীদ কাপুরের ভাই ইশান খট্টরের সঙ্গে। এমনকি শহীদের পারিবারিক অনুষ্ঠানেও বেশ কয়েকবার দেখা গিয়েছিল অনন্যাকে। তবে সেই প্রেম বছরখানেকের বেশি স্থায়ী হয়নি।

বলিউড নির্মাতা করণ জোহরের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান থেকেই গুঞ্জনের শুরু; বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে প্রেম করছেন বলে ভারতের গণমাধ্যমগুলোতে লেখালেখি হয়। এবার পাপারাজ্জিদের ক্যামেরায় ফ্রেমবন্দী হয়েছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার রাতে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয়া একসঙ্গে রাতের খাবার খেতে দেখা যায় তাদের। আর তাই নিয়ে হিন্দুস্থান টাইমস বলছে, ‘প্রেমটা বুঝি আর লুকানো গেল না!’
বান্দ্রার চাইনিজ রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের মুখোমুখি হন তাঁরা। আদিত্যর পরণে ছিল কালো শার্ট আর কালো ট্রাউজার, সঙ্গে অনন্যার নীল বডিকন পোশাক।
যদিও এর আগেও তাঁদের একসঙ্গে দেখা গেছে একাধিক অনুষ্ঠানে। ফিফা ওয়ার্ল্ডকাপের ফাইনাল দেখতেও উড়ে গিয়েছিলেন একসঙ্গে।
‘কফি উইথ করণ’-এ করণ জোহর অনন্যাকে প্রশ্ন করেছিলেন তিনি কি ‘লাইগার’-এর সহ-অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে প্রেম করছেন? উত্তরে অনন্যা সরাসরি জানান ‘না’। এর পরই করণের মুখে চলে আসে আদিত্য রায় কাপুর প্রসঙ্গ। সেই নাম শুনেই বেশ কিছুক্ষণ চুপ করে গিয়েছিলেন অনন্যা। পরে বলেন, আদিত্য তাঁর ‘ক্রাশ’।
কয়েক দিন আগে রণবীর কাপুরের কথায়ও মিলেছিল আদিত্য আর অনন্যার প্রেমের আভাস। বলিউড অভিনেতা মন্তব্য করেছিলেন, ‘আমি জানি আদিত্য একজনকে পছন্দ করে, যার নাম ইংরেজি অক্ষর A দিয়ে শুরু।’ রণবীরের এই মন্তব্যের পরই সেখানের সবাই চুপ হয়ে যান। সবাই সেখানে বুঝতে পারেন, রণবীর মূলত আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডের প্রেমের গুঞ্জনের কথাই বলেছেন।
উল্লেখ্য, এর আগে অনন্যার সম্পর্ক ছিল বলিউড অভিনেতা শহীদ কাপুরের ভাই ইশান খট্টরের সঙ্গে। এমনকি শহীদের পারিবারিক অনুষ্ঠানেও বেশ কয়েকবার দেখা গিয়েছিল অনন্যাকে। তবে সেই প্রেম বছরখানেকের বেশি স্থায়ী হয়নি।

বাঙালি মুসলমান নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়ার ‘সুলতানাস ড্রিম’ উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন স্প্যানিশ নারী নির্মাতা ইসাবেল হারগুয়েরা। ২০২৩ সালে ৮৬ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার প্রিমিয়ার হয় স্পেনের সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। ওই বছর স্পেনের প্রেক্ষাগৃহে মুক্তি পায়...
৩ ঘণ্টা আগে
মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল মেঘদূত নাট্য সম্প্রদায়। নাম ‘শায়েস্তা খাঁর পরী’। এটি দলের ২১তম প্রযোজনা। ১৯ জানুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।
৩ ঘণ্টা আগে
বছরের শুরুতে নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ১৪ জানুয়ারি রাত ১২টায় মুক্তি পাবে ‘আঁতকা’ নামের এই সিরিজ। পারিবারিক প্রেক্ষাপটের আশ্রয়ে নানান টুইস্ট রাখা হয়েছে এতে। রাবা খানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি।
৫ ঘণ্টা আগে
রবিন হুড মানেই আমাদের চোখে ভেসে ওঠে এক পরোপকারী বীরের ছবি। ধনীদের সম্পদ গরিবের মধ্যে বিলিয়ে দেওয়া এক মহানায়ক। কিন্তু ‘দ্য ডেথ অব রবিন হুড’ সিনেমায় এই চেনা গল্প সম্পূর্ণ বদলে গেছে। চিরাচরিত রবিন হুডের বীরত্বগাথা থেকে বেরিয়ে তাকে একজন অনুতপ্ত অপরাধী হিসেবে দেখানো হয়েছে এতে।
৫ ঘণ্টা আগে