
চার বছর পর ‘পাঠান’-এর সঙ্গে বছরের শুরুতেই বাদশাহি কামব্যাক করেছিলেন শাহরুখ। সেই রেশ কাটতে না কাটতেই `জওয়ান'জ্বরে কাবু গোটা বিশ্ব। বক্স অফিসজুড়ে শুধুই শাহরুখশাসন! মাত্র সাত মাসের ব্যবধানে ভারতের বক্স অফিসে দুটি ৫০০ কোটি রুপির সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান।
দ্বিতীয় সপ্তাহ শেষে আয় সামান্য কমেছে ঠিকই। কিন্তু মুক্তির ১৫ দিন পরেও বক্স অফিসে সবচেয়ে বেশি আগ্রহ রয়েছে ‘জওয়ান’কে ঘিরেই। সাকনিল্কের রিপোর্ট অনুসারে ১৬ নম্বর দিনে, অর্থাৎ মুক্তির তৃতীয় শুক্রবার দেশের বক্স অফিসে ৭ কোটি রুপি আয় করেছে জওয়ান, যা এত দিনের মধ্যে সর্বনিম্ন। যদিও তৃতীয় সপ্তাহে এসে এই আয় মোটেও কম নয়। অনেক সিনেমা প্রথম দিনেও এই পরিমাণ আয় করতে পারে না। এখনো পর্যন্ত ভারতের বক্স অফিসে মোট ৫৩২.৯৩ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে ‘জওয়ান’-এর।
আজ শনিবারই `পাঠান'কে ছাপিয়ে যেতে পারে জওয়ান! ভারতীয় বক্স অফিসে ‘পাঠান’ আয় করেছিল ৫৪৩ কোটি রুপি, আর ‘জওয়ান’-এর এখন পর্যন্ত আয় ৫৩২.৯৩ কোটি রুপি। `পাঠান'-এর আয়কে ছাপাতে `জওয়ান'-এর দরকার আর মাত্র ১০ কোটি রুপি। আজ শনিবার ছুটির দিনে সিনেমাটির আয় নিঃসন্দেহে বাড়বে গত দুই দিনের চেয়ে। বলিউড বাণিজ্য বিশ্লেষকেরা মনে করছেন, আজ শনিবার `পাঠান'-এর সিংহাসন কেড়ে নিতে পারে `জওয়ান'।
এদিকে বিশ্ব বক্স অফিসে ১০০০ কোটির ক্লাবের দিকে দ্রুতগতিতে এগোচ্ছে `জওয়ান'। ১৫ দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৯২২.৫৫ কোটি রুপি। ‘পাঠান’-এর ১০০০ কোটির রেকর্ড টপকে যাবে শাহরুখের `জওয়ান', দাবি বাণিজ্য বিশ্লেষকদের। এই মাইলফলক ছুঁয়ে ফেললে প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে দ্বিতীয়বারের মতো হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করবেন শাহরুখ।

চার বছর পর ‘পাঠান’-এর সঙ্গে বছরের শুরুতেই বাদশাহি কামব্যাক করেছিলেন শাহরুখ। সেই রেশ কাটতে না কাটতেই `জওয়ান'জ্বরে কাবু গোটা বিশ্ব। বক্স অফিসজুড়ে শুধুই শাহরুখশাসন! মাত্র সাত মাসের ব্যবধানে ভারতের বক্স অফিসে দুটি ৫০০ কোটি রুপির সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান।
দ্বিতীয় সপ্তাহ শেষে আয় সামান্য কমেছে ঠিকই। কিন্তু মুক্তির ১৫ দিন পরেও বক্স অফিসে সবচেয়ে বেশি আগ্রহ রয়েছে ‘জওয়ান’কে ঘিরেই। সাকনিল্কের রিপোর্ট অনুসারে ১৬ নম্বর দিনে, অর্থাৎ মুক্তির তৃতীয় শুক্রবার দেশের বক্স অফিসে ৭ কোটি রুপি আয় করেছে জওয়ান, যা এত দিনের মধ্যে সর্বনিম্ন। যদিও তৃতীয় সপ্তাহে এসে এই আয় মোটেও কম নয়। অনেক সিনেমা প্রথম দিনেও এই পরিমাণ আয় করতে পারে না। এখনো পর্যন্ত ভারতের বক্স অফিসে মোট ৫৩২.৯৩ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে ‘জওয়ান’-এর।
আজ শনিবারই `পাঠান'কে ছাপিয়ে যেতে পারে জওয়ান! ভারতীয় বক্স অফিসে ‘পাঠান’ আয় করেছিল ৫৪৩ কোটি রুপি, আর ‘জওয়ান’-এর এখন পর্যন্ত আয় ৫৩২.৯৩ কোটি রুপি। `পাঠান'-এর আয়কে ছাপাতে `জওয়ান'-এর দরকার আর মাত্র ১০ কোটি রুপি। আজ শনিবার ছুটির দিনে সিনেমাটির আয় নিঃসন্দেহে বাড়বে গত দুই দিনের চেয়ে। বলিউড বাণিজ্য বিশ্লেষকেরা মনে করছেন, আজ শনিবার `পাঠান'-এর সিংহাসন কেড়ে নিতে পারে `জওয়ান'।
এদিকে বিশ্ব বক্স অফিসে ১০০০ কোটির ক্লাবের দিকে দ্রুতগতিতে এগোচ্ছে `জওয়ান'। ১৫ দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৯২২.৫৫ কোটি রুপি। ‘পাঠান’-এর ১০০০ কোটির রেকর্ড টপকে যাবে শাহরুখের `জওয়ান', দাবি বাণিজ্য বিশ্লেষকদের। এই মাইলফলক ছুঁয়ে ফেললে প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে দ্বিতীয়বারের মতো হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করবেন শাহরুখ।

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
১ দিন আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
১ দিন আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
১ দিন আগে