
কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ বছরের অন্যতম বলিউড হিট। গত ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটিতে বলিউডের কোনো বড় মুখ ছিলেন না, এমনকি এর বাজেটও বেশি নয়। এর পরও সিনেমাটি মানুষের মন জয় করেছে। প্রেক্ষাগৃহে সফলতার পর গত ২৬ এপ্রিল ওটিটি প্ল্যাটফরম নেটফ্লিক্সে মুক্তি পায় সিনেমাটি। আর মুক্তির এক মাসেই বাজিমাত, রণবীর কাপুরের ব্লকবাস্টার ‘অ্যানিমেল’কে ছাপিয়ে গেল কিরণ পরিচালিত সিনেমাটি। নেটফ্লিক্সে দ্বিতীয় সর্বাধিক দেখা ভারতীয় ছবির তকমা পেল ‘লাপাতা লেডিস’।
সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘অ্যানিমেল’ নেটফ্লিক্সে মুক্তি পায় ২৬ জানুয়ারি। বলিউডের বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত সিনেমাটি নেটফ্লিক্সে দেখা হয়েছে ১ কোটি ৩৬ লাখ বার। অন্যদিকে কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ মাত্র এক মাসে দেখা হয়েছে ১ কোটি ৩৮ লাখ বার। চার মাস আগে মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’কে এক মাসেই টপকাল ‘লাপাতা লেডিস’।
১ কোটি ৭০ লাখের বেশি ভিউ নিয়ে এখন পর্যন্ত নেটফ্লিক্সে সবচেয়ে বেশিবার দেখা ভারতীয় সিনেমা হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের ‘ফাইটার’। অজয় দেবগনের ‘শয়তান’ বেশ সাড়া পাচ্ছে নেটফ্লিক্সে, ১৭ দিনে সিনেমাটি দেখা হয়েছে ১ কোটি ৩০ লাখ বার। যে গতিতে ‘লাপাতা লেডিস’-এর ভিউ বাড়ছে, তাতে শিগগিরই নেটফ্লিক্সে ‘ফাইটার’-এর রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
১৩ বছর আগে ‘ধোবি ঘাট’ সিনেমা পরিচালনা করেছিলেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। এরপর আর পরিচালনায় দেখা যায়নি তাঁকে। দীর্ঘ ১৩ বছরের বিরতি শেষে আবারও পরিচালনায় ফিরে বাজিমাত করেছেন তিনি। বিপ্লব গোস্বামীর গল্প অবলম্বনে বানানো হয়েছে ‘লাপাতা লেডিস’। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন স্নেহা দেশাই। এটি একটি সোশ্যাল স্যাটায়ার। সিনেমাটির প্রযোজনায় রয়েছে আমির খানের প্রযোজনা সংস্থা ও কিন্ডলিং প্রোডাকশন।
২০০১ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। এতে দেখা গেছে, দুই কনে ট্রেনের মধ্যে অদল-বদল হয়ে যায়। সিনেমাটিতে অভিনয় করেছেন রবি কিষাণ, নিতানশী গোয়েল, প্রতিভা গোয়েল, স্পর্শ শ্রীবাস্তব প্রমুখ।

কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ বছরের অন্যতম বলিউড হিট। গত ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটিতে বলিউডের কোনো বড় মুখ ছিলেন না, এমনকি এর বাজেটও বেশি নয়। এর পরও সিনেমাটি মানুষের মন জয় করেছে। প্রেক্ষাগৃহে সফলতার পর গত ২৬ এপ্রিল ওটিটি প্ল্যাটফরম নেটফ্লিক্সে মুক্তি পায় সিনেমাটি। আর মুক্তির এক মাসেই বাজিমাত, রণবীর কাপুরের ব্লকবাস্টার ‘অ্যানিমেল’কে ছাপিয়ে গেল কিরণ পরিচালিত সিনেমাটি। নেটফ্লিক্সে দ্বিতীয় সর্বাধিক দেখা ভারতীয় ছবির তকমা পেল ‘লাপাতা লেডিস’।
সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘অ্যানিমেল’ নেটফ্লিক্সে মুক্তি পায় ২৬ জানুয়ারি। বলিউডের বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত সিনেমাটি নেটফ্লিক্সে দেখা হয়েছে ১ কোটি ৩৬ লাখ বার। অন্যদিকে কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ মাত্র এক মাসে দেখা হয়েছে ১ কোটি ৩৮ লাখ বার। চার মাস আগে মুক্তি পাওয়া ‘অ্যানিমেল’কে এক মাসেই টপকাল ‘লাপাতা লেডিস’।
১ কোটি ৭০ লাখের বেশি ভিউ নিয়ে এখন পর্যন্ত নেটফ্লিক্সে সবচেয়ে বেশিবার দেখা ভারতীয় সিনেমা হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনের ‘ফাইটার’। অজয় দেবগনের ‘শয়তান’ বেশ সাড়া পাচ্ছে নেটফ্লিক্সে, ১৭ দিনে সিনেমাটি দেখা হয়েছে ১ কোটি ৩০ লাখ বার। যে গতিতে ‘লাপাতা লেডিস’-এর ভিউ বাড়ছে, তাতে শিগগিরই নেটফ্লিক্সে ‘ফাইটার’-এর রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।
১৩ বছর আগে ‘ধোবি ঘাট’ সিনেমা পরিচালনা করেছিলেন আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও। এরপর আর পরিচালনায় দেখা যায়নি তাঁকে। দীর্ঘ ১৩ বছরের বিরতি শেষে আবারও পরিচালনায় ফিরে বাজিমাত করেছেন তিনি। বিপ্লব গোস্বামীর গল্প অবলম্বনে বানানো হয়েছে ‘লাপাতা লেডিস’। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন স্নেহা দেশাই। এটি একটি সোশ্যাল স্যাটায়ার। সিনেমাটির প্রযোজনায় রয়েছে আমির খানের প্রযোজনা সংস্থা ও কিন্ডলিং প্রোডাকশন।
২০০১ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে সিনেমাটি। এতে দেখা গেছে, দুই কনে ট্রেনের মধ্যে অদল-বদল হয়ে যায়। সিনেমাটিতে অভিনয় করেছেন রবি কিষাণ, নিতানশী গোয়েল, প্রতিভা গোয়েল, স্পর্শ শ্রীবাস্তব প্রমুখ।

আগামীকাল ঢাকার মঞ্চে আবারও মঞ্চায়ন হবে দেশ নাটকের ‘দর্পণে শরৎশশী’। ১৯৯২ সালে প্রথম মঞ্চায়ন হয়েছিল নাটকটি। রচনা করেছেন মনোজ মিত্র; ২০২৪ সালে প্রয়াত হয়েছেন তিনি। নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের; ২০২০ সালে প্রয়াত হয়েছেন তিনি।
১৬ মিনিট আগে
অস্কারের আশা কার না থাকে! হলিউডসহ বিশ্বজুড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাঁরা, অস্কারের সোনালি ট্রফি পাওয়ার স্বপ্ন প্রায় সবাই দেখেন। তবে ব্যতিক্রম কথা বললেন হলিউড অভিনেত্রী আমান্ডা সেফ্রিড। অস্কার পাওয়া নাকি তাঁর কাছে গুরুত্বপূর্ণই নয়!
২০ মিনিট আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের নানা প্রান্ত থেকে নিবন্ধনপ্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলোর অংশগ্রহণে ১ ডিসেম্বর শুরু হয়েছিল বিজয়ের মাসজুড়ে যাত্রাপালা প্রদর্শনী। রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে বিঘ্নিত হওয়া উৎসবের সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ জা
২৩ মিনিট আগে
নেপালের কাঠমান্ডুতে ১৬ থেকে ১৯ জানুয়ারি আয়োজিত হয়েছিল ১৪তম নেপাল আফ্রিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের শেষ দিনে ঘোষণা করা হয় পুরস্কারজয়ী সিনেমার নাম। এবারের আসরে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে সেরা হয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁতাও’।
২৫ মিনিট আগে