বিনোদন ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখ খানের যুক্ত হওয়ার ঘটনা এ টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কিনেই বসে থাকেননি বলিউড বাদশা। প্রতি সিজনে গ্যালারিতে তাঁর উপস্থিতি আইপিএলের দ্যুতি বাড়িয়েছে। তবে আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা—এমনটাই জানালেন টুর্নামেন্টটির প্রতিষ্ঠাতা ও প্রথম চেয়ারম্যান ললিত মোদী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ললিত মোদী জানান, শাহরুখ খান প্রথমে মুম্বাই, দিল্লি ও আহমেদাবাদের জন্য বিড করেছিলেন। শেষ পর্যন্ত তিনি কলকাতার মালিকানা পান। ললিত মোদী বলেন, ‘প্রত্যেকেই সব দলের জন্য বিড করতে পারে। প্রথম আইপিএলের সময় নিয়মটা এমনই ছিল। সে সময় শাহরুখ একাধিক দলের জন্য বিড করেছিলেন। তাঁর প্রথম পছন্দ ছিল মুম্বাই। কিন্তু মুকেশ আম্বানি এই দলটি পান। এরপর দিল্লি ও আহমেদাবাদের জন্য বিড করলেও পাননি তিনি। কলকাতা ছিল শাহরুখের শেষ পছন্দ।’
আইপিএলের জনপ্রিয়তা বৃদ্ধিতে শাহরুখের অবদান আছে বলে জানান ললিত মোদী। তিনি বলেন, ‘ভারতে সিনেমা ও ক্রিকেটের চাহিদা সবচেয়ে বেশি। আমি চেয়েছিলাম, দুই মাধ্যমকে একত্র করতে। শাহরুখকে বলেছিলাম আইপিএলে অংশ নিতে। শাহরুখ খান ক্রিকেটকে বিনোদনমূলক করে তুলতে সাহায্য করেছেন। গ্যালারিতে নারী ও শিশু দর্শকের উপস্থিতিতে তাঁর অনেক বড় অবদান। এ ছাড়া খেলার সময় অন্যান্য তারকাদের নিয়ে আসার পরিকল্পনা করেছিলাম। সত্যি বলতে প্রথম বছরে তারকাদের মাঠে আনতে পারিশ্রমিক দিতে হয়েছে। দ্বিতীয় বছর তাঁরা নিজে থেকেই এসেছে। আর তৃতীয় বছর থেকে তাঁরাই আইপিএলের অংশ হতে চেয়েছে।’
২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার আগে, শাহরুখ খান তাঁর বন্ধু অভিনেত্রী জুহি চাওলার সঙ্গে প্রায় ৫৭০ কোটি রুপি দিয়ে কলকাতা নাইট রাইডার্স দলটি কিনেছিলেন। এখন পর্যন্ত তিনটি আইপিএল শিরোপা জিতেছে দলটি। আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৮তম আসর। আজ রোববার সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে আইপিএলের নিলাম অনুষ্ঠান।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখ খানের যুক্ত হওয়ার ঘটনা এ টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। কলকাতা নাইট রাইডার্সের মালিকানা কিনেই বসে থাকেননি বলিউড বাদশা। প্রতি সিজনে গ্যালারিতে তাঁর উপস্থিতি আইপিএলের দ্যুতি বাড়িয়েছে। তবে আইপিএলে শাহরুখের প্রথম পছন্দ ছিল না কলকাতা—এমনটাই জানালেন টুর্নামেন্টটির প্রতিষ্ঠাতা ও প্রথম চেয়ারম্যান ললিত মোদী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ললিত মোদী জানান, শাহরুখ খান প্রথমে মুম্বাই, দিল্লি ও আহমেদাবাদের জন্য বিড করেছিলেন। শেষ পর্যন্ত তিনি কলকাতার মালিকানা পান। ললিত মোদী বলেন, ‘প্রত্যেকেই সব দলের জন্য বিড করতে পারে। প্রথম আইপিএলের সময় নিয়মটা এমনই ছিল। সে সময় শাহরুখ একাধিক দলের জন্য বিড করেছিলেন। তাঁর প্রথম পছন্দ ছিল মুম্বাই। কিন্তু মুকেশ আম্বানি এই দলটি পান। এরপর দিল্লি ও আহমেদাবাদের জন্য বিড করলেও পাননি তিনি। কলকাতা ছিল শাহরুখের শেষ পছন্দ।’
আইপিএলের জনপ্রিয়তা বৃদ্ধিতে শাহরুখের অবদান আছে বলে জানান ললিত মোদী। তিনি বলেন, ‘ভারতে সিনেমা ও ক্রিকেটের চাহিদা সবচেয়ে বেশি। আমি চেয়েছিলাম, দুই মাধ্যমকে একত্র করতে। শাহরুখকে বলেছিলাম আইপিএলে অংশ নিতে। শাহরুখ খান ক্রিকেটকে বিনোদনমূলক করে তুলতে সাহায্য করেছেন। গ্যালারিতে নারী ও শিশু দর্শকের উপস্থিতিতে তাঁর অনেক বড় অবদান। এ ছাড়া খেলার সময় অন্যান্য তারকাদের নিয়ে আসার পরিকল্পনা করেছিলাম। সত্যি বলতে প্রথম বছরে তারকাদের মাঠে আনতে পারিশ্রমিক দিতে হয়েছে। দ্বিতীয় বছর তাঁরা নিজে থেকেই এসেছে। আর তৃতীয় বছর থেকে তাঁরাই আইপিএলের অংশ হতে চেয়েছে।’
২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার আগে, শাহরুখ খান তাঁর বন্ধু অভিনেত্রী জুহি চাওলার সঙ্গে প্রায় ৫৭০ কোটি রুপি দিয়ে কলকাতা নাইট রাইডার্স দলটি কিনেছিলেন। এখন পর্যন্ত তিনটি আইপিএল শিরোপা জিতেছে দলটি। আগামী ১৪ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৮তম আসর। আজ রোববার সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে আইপিএলের নিলাম অনুষ্ঠান।
প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ পৃথিবীর সঙ্গে মেলবন্ধন রেখে একক কনসার্ট নিয়ে আসছে ব্যান্ড অর্থহীন। কনসার্টের নাম দেওয়া হয়েছে ‘অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি’। জনপ্রিয় ভিডিও গেম সাইবারপাঙ্ক ২০৭৭-এর আদলে কনসার্টটি সাজানো হবে বলে জানিয়েছে ব্যান্ডটি।
১৯ ঘণ্টা আগে১৯৪২ সালের ২৫ জুন বরিশালে জন্ম প্রতুল মুখোপাধ্যায়ের। ৮৩ বছর বয়সে কলকাতায় জীবনপথের যাত্রা শেষ হলো তাঁর। গতকাল শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে কলকাতার এসএসকেএম হাসপাতালে মারা যান এই গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী। বাংলাকে খুব ভালোবাসতেন প্রতুল। তাই তো সৃষ্টি করেছিলেন ‘আমি বাংলায় গান গাই’...
১৯ ঘণ্টা আগেমঞ্চে নতুন নাটক নিয়ে আসছে শূন্যন রেপার্টরি থিয়েটার। ‘আত্মজয়’ নামের নাটকটি লিখেছেন মোমেনা চৌধুরী, নির্দেশনায় শামীম সাগর। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটকটি। আত্মজয় দিয়ে এক বছর পর মঞ্চে ফিরছেন তাহমিনা সুলতানা মৌ।
১৯ ঘণ্টা আগেকয়েকটা মাস অভিনয় নিয়ে ভালোই ব্যস্ততায় কাটালেন সেলেনা গোমেজ। তাঁর অভিনীত ‘এমিলিয়া পেরেজ’ অস্কারে এবার ১৩টি মনোনয়ন পেয়েছে। সিনেমার অভিনয়শিল্পী কার্লা সোফিয়া গ্যাসকনকে নিয়ে ব্যাপক সমালোচনাও হয়েছে। এসব অধ্যায় পার করে আবারও নিজের চেনা ভুবনে, গানে ফিরলেন সেলেনা। ঘোষণা দিলেন নতুন অ্যালবামের।
১৯ ঘণ্টা আগে