
ক্যারিবিয়ান দ্বীপ বেকিয়ার কাছে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন জার্মান বংশোদ্ভূত হলিউড অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার ও তার দুই মেয়ে ১০ বছর বয়সী মাদিতা ও ১২ বছর বয়সী আন্নিক। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ছোট প্রাইভেট উড়োজাহাজটি ক্যারিবিয়ান সাগরে বিধ্বস্ত হয়। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বিবিসি।
৫১ বছর বয়সী ক্রিশ্চিয়ান অলিভার ‘স্পিড রেসার’ ও ‘ভালকিরি’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। ইন্ডিয়ানা জোন্সের সর্বশেষ সিনেমা ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি’তে তিনি অভিনয় করেছেন।
দ্য রয়্যাল সেন্ট ভিনসেট ও দ্য গ্রেনাডাইন পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘দ্য গুড জার্মান’ ও ‘স্পিড রেসার’ সিনেমার অভিনেতা অলিভার ইঞ্জিনের এক প্রাইভেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা গেছেন। বিমানটি আকাশে ওঠার অল্প সময়ের মধ্যেই সমস্যার সম্মুখীন হয় এবং বেকিয়াসংলগ্ন ক্যারিবিয়ান জলসীমায় পড়ে যায়। দুর্ঘটনার পর জেলে, ডুবুরি ও কোস্ট গার্ড বাহিনীর তৎপরতায় চারটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন অলিভার, তাঁর মেয়ে মাদিতা ও আন্নিক এবং পাইলট রবার্ট স্যাক্স।
এখনো দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে বিমানটি আকাশে ওঠার পরই পাইলট স্যাক্স ত্রুটির কথা রেডিও বার্তায় জানিয়েছিলেন। এর পরই যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ক্রিশ্চিয়ান অলিভারের সহ-অভিনেতা বাই লিং গভীর শোক প্রকাশ করে অলিভারকে একজন সাহসী অভিনেতা এবং একজন সুন্দর ব্যক্তি বলে অভিহিত করেছেন।
ক্রিশ্চিয়ান অলিভার অভিনীত শেষ সিনেমা ‘ফরেভার হোল্ড ইয়োর পিস’ মরণোত্তর মুক্তি পেতে যাচ্ছে। পরিচালক নিক লিয়ন আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে, তাদের চিত্রগ্রহণের শেষ দিনের একটি ছবি শেয়ার করে বছরের পর বছর ধরে সহযোগিতা এবং বন্ধুত্বের কথা স্মরণ করেছেন। অলিভার ৬০টির বেশি সিনেমা ও টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন।

ক্যারিবিয়ান দ্বীপ বেকিয়ার কাছে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন জার্মান বংশোদ্ভূত হলিউড অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার ও তার দুই মেয়ে ১০ বছর বয়সী মাদিতা ও ১২ বছর বয়সী আন্নিক। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ছোট প্রাইভেট উড়োজাহাজটি ক্যারিবিয়ান সাগরে বিধ্বস্ত হয়। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বিবিসি।
৫১ বছর বয়সী ক্রিশ্চিয়ান অলিভার ‘স্পিড রেসার’ ও ‘ভালকিরি’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। ইন্ডিয়ানা জোন্সের সর্বশেষ সিনেমা ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি’তে তিনি অভিনয় করেছেন।
দ্য রয়্যাল সেন্ট ভিনসেট ও দ্য গ্রেনাডাইন পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘দ্য গুড জার্মান’ ও ‘স্পিড রেসার’ সিনেমার অভিনেতা অলিভার ইঞ্জিনের এক প্রাইভেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা গেছেন। বিমানটি আকাশে ওঠার অল্প সময়ের মধ্যেই সমস্যার সম্মুখীন হয় এবং বেকিয়াসংলগ্ন ক্যারিবিয়ান জলসীমায় পড়ে যায়। দুর্ঘটনার পর জেলে, ডুবুরি ও কোস্ট গার্ড বাহিনীর তৎপরতায় চারটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে রয়েছেন অলিভার, তাঁর মেয়ে মাদিতা ও আন্নিক এবং পাইলট রবার্ট স্যাক্স।
এখনো দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে বিমানটি আকাশে ওঠার পরই পাইলট স্যাক্স ত্রুটির কথা রেডিও বার্তায় জানিয়েছিলেন। এর পরই যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ক্রিশ্চিয়ান অলিভারের সহ-অভিনেতা বাই লিং গভীর শোক প্রকাশ করে অলিভারকে একজন সাহসী অভিনেতা এবং একজন সুন্দর ব্যক্তি বলে অভিহিত করেছেন।
ক্রিশ্চিয়ান অলিভার অভিনীত শেষ সিনেমা ‘ফরেভার হোল্ড ইয়োর পিস’ মরণোত্তর মুক্তি পেতে যাচ্ছে। পরিচালক নিক লিয়ন আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে, তাদের চিত্রগ্রহণের শেষ দিনের একটি ছবি শেয়ার করে বছরের পর বছর ধরে সহযোগিতা এবং বন্ধুত্বের কথা স্মরণ করেছেন। অলিভার ৬০টির বেশি সিনেমা ও টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৬ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৬ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
৭ ঘণ্টা আগে