
গতকাল রোববার ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক অব বরোদা সংবাদমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে জানায়, ঋণ পরিশোধ না করায় নিলামে তোলা হয়েছে বলিউড অভিনেতা ও বিজেপির এমপি সানি দেওলের ‘জুহু ভিলা’। ব্যাংক থেকে ৫৬ কোটি রুপি ঋণ নিয়ে শোধ করতে পারেননি সানি দেওল, তাই সুদসহ ঋণ শোধ করতে তাঁর জুহুর বাংলোকে নিলামে তোলে ওই ব্যাংক।
কিন্তু এক দিন না যেতেই ওই নিলাম প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক অব বরোদা এক বিবৃতিতে তা জানিয়েছে।
ব্যাংক অব বরোদা এক বিবৃতিতে জানায়, ‘অজয় সিং দেওল ওরফে সানি দেওলের যে সম্পত্তি নিলামে তোলা হয়েছিল, প্রযুক্তিগত কারণে তা প্রত্যাহার করা হয়েছে।’ কিন্তু কী সেই প্রযুক্তিগত কারণ তা স্পষ্ট করেনি ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংক অব বরোদা গতকাল রোববার জানিয়েছিল ২৫ আগস্ট অনুষ্ঠিতব্য একটি ই-নিলামের মাধ্যমে ৫৬ কোটি রুপি পুনরুদ্ধারের জন্য সানির সম্পত্তি ব্লকে রাখা হয়েছে। বলিউড অভিনেতা সানি দেওল গত বছরের ডিসেম্বর থেকে ব্যাংক অব বরোদার কাছে ৫৫ কোটি ৯৯ লাখ রুপির ঋণখেলাপি ছিলেন।
গতকাল রোববার ব্যাংক অব বরোদা জানিয়েছিল, সানি ভিলা নামে পরিচিত জুহুর ওই সম্পত্তির নিলাম ৫১ কোটি ৪৩ লাখ রুপিতে শুরু হবে। যার সর্বনিম্ন বিডের পরিমাণ ৫ কোটি ১৪ লাখ নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে সানি দেওল-আমিশা প্যাটেলের সিনেমা ‘গদর-২ ’। ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও আমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। মুক্তির ১০ দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির বক্স অফিস আয় ৪০০ কোটি রুপি ছাড়িয়েছে।

গতকাল রোববার ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক অব বরোদা সংবাদমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে জানায়, ঋণ পরিশোধ না করায় নিলামে তোলা হয়েছে বলিউড অভিনেতা ও বিজেপির এমপি সানি দেওলের ‘জুহু ভিলা’। ব্যাংক থেকে ৫৬ কোটি রুপি ঋণ নিয়ে শোধ করতে পারেননি সানি দেওল, তাই সুদসহ ঋণ শোধ করতে তাঁর জুহুর বাংলোকে নিলামে তোলে ওই ব্যাংক।
কিন্তু এক দিন না যেতেই ওই নিলাম প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক অব বরোদা এক বিবৃতিতে তা জানিয়েছে।
ব্যাংক অব বরোদা এক বিবৃতিতে জানায়, ‘অজয় সিং দেওল ওরফে সানি দেওলের যে সম্পত্তি নিলামে তোলা হয়েছিল, প্রযুক্তিগত কারণে তা প্রত্যাহার করা হয়েছে।’ কিন্তু কী সেই প্রযুক্তিগত কারণ তা স্পষ্ট করেনি ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংক অব বরোদা গতকাল রোববার জানিয়েছিল ২৫ আগস্ট অনুষ্ঠিতব্য একটি ই-নিলামের মাধ্যমে ৫৬ কোটি রুপি পুনরুদ্ধারের জন্য সানির সম্পত্তি ব্লকে রাখা হয়েছে। বলিউড অভিনেতা সানি দেওল গত বছরের ডিসেম্বর থেকে ব্যাংক অব বরোদার কাছে ৫৫ কোটি ৯৯ লাখ রুপির ঋণখেলাপি ছিলেন।
গতকাল রোববার ব্যাংক অব বরোদা জানিয়েছিল, সানি ভিলা নামে পরিচিত জুহুর ওই সম্পত্তির নিলাম ৫১ কোটি ৪৩ লাখ রুপিতে শুরু হবে। যার সর্বনিম্ন বিডের পরিমাণ ৫ কোটি ১৪ লাখ নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে সানি দেওল-আমিশা প্যাটেলের সিনেমা ‘গদর-২ ’। ২০০১ সালে মুক্তি পায় অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। তারপর কেটে গেছে দুই দশকেরও বেশি সময়। সানি ও আমিশার পর্দার ‘প্রেম কথা’ সেখানেই থামেনি। সারা দেশে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। মুক্তির ১০ দিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির বক্স অফিস আয় ৪০০ কোটি রুপি ছাড়িয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১ দিন আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১ দিন আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১ দিন আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১ দিন আগে